কারেন্ট অ্যাফেয়ার্স ০১ মে, ২৪। Current Affairs- My Classroom

ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিনের পত্রিকা থেকে গুরুত্বপূর্ন তথ্য দিয়ে করা হয়। “মাই ক্লাসরুম” আপনি পাবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর, সাধারণ জ্ঞান, শিক্ষা সংক্রান্ত তথ্য, চাকরির বাজারের খবর, অনুপ্রেরণা ও গাইডলাইন – সবকিছুই। বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সব গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর থাকবে এখানে। আজকে দেখবো ০১ মে, ২০২৪ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স চলুন শুরু করি।
০১ মে, ২০২৪- ডেইলি কারেন্ট অ্যাফয়ার্স
প্রশ্ন: শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে ?
উত্তর: ১ মে।
প্রশ্ন: বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে ‘কৃষক ও শ্রমিকের মুক্তি’র কথা বলা হয়েছে?
উত্তর: অনুচ্ছেদ-১৪।
প্রশ্ন: আনারস পাতার আঁশ থেকে উদ্ভাবিত সুতার নাম কী?
উত্তর: পাইনঅ্যাপল সিল্ক ।
প্রশ্ন: পাইনঅ্যাপল সিল্ক উৎপাদন কেন্দ্র কোথায়?
উত্তর: মানিকগঞ্জ জেলায়।
প্রশ্ন: IMF-এর তথ্য মতে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির প্রাক্কলন কত?
উত্তর: ৬ দশমিক ৬ শতাংশ।
প্রশ্ন: অনলাইন শপিং পদ্ধতি আবিষ্কার করেন কে?
উত্তর: ইংল্যান্ডের মাইকেল অলড্রিচ (১৯৭৯ সালে)।
ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: ভবিষ্যতের শহর ওভেন সিটি কোথায় অবস্থিত?
উত্তর: জাপানের হংসু দ্বীপ ।
প্রশ্ন: এডিবি এর তথ্যমতে, তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয় কত?
উত্তর: প্রায় ৮৫ শতাংশ।
প্রশ্ন: জাতিসংঘের কোন সংস্থা শিশুদের অধিকার নিয়ে কাজ করে?
উত্তর: UNICEF.
প্রশ্ন: বিবিএস এর তথ্যমতে দেশে এখন শিশুশ্রমিক কতজন?
উত্তর: ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭ জন।
প্রশ্ন: দুদকের প্রথম মহিলা মহাপরিচালক হয়েছেন-
উত্তর: শিরীন পারভীন।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান
প্রশ্ন: বাংলাদেশে শিশুশ্রমের প্রধান কারণ হচ্ছে-
উত্তর: অর্থনৈতিক দুরবস্থা।
প্রশ্ন: ‘আমার জীবন, আমার সংগ্রাম’ আত্মজীবনীমূলক গ্রন্থের লেখক কে ?
উত্তর: মাহবুব উল্লাহ ।
প্রশ্ন: পূবালী ব্যাংকের ব্যাংকিং অ্যাপসের নাম কী ?
উত্তর: পাই
প্রশ্ন: কতটি কারখানা এ বছর পরিবেশবান্ধব পুরস্কার পাচ্ছে ?
উত্তর: ২৯টি।
প্রশ্ন: ‘ধনু’ নদ কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে ?
উত্তর: নেত্রকোণা ।
প্রশ্ন: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ডায়াবেটিস ধানের নাম কী ?
উত্তর: ব্রি-ধান ১০৫ ৷
প্রশ্ন: কত সালে বাংলাদেশ ‘বন্যপ্রাণী সংরক্ষণ আইন’ প্রণীত হয় ?
উত্তর: ১৯৭৪ সালে।
Today’s Current Affairs
প্রশ্ন: যুক্তরাজ্যে ‘ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড- ২০২৪’ অর্জন করেন কে ?
উত্তর: বাংলাদেশি হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।
প্রশ্ন: আইইউসিএন- এর পূর্ণরূপ কী ?
উত্তর: ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার।
প্রশ্ন: বর্তমান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর নাম কী ?
উত্তর: লয়েড অস্টিন।
- Current Affairs May 2024 Update Gk। কারেন্ট অ্যাফেয়ার্স
- ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর
- Current Affairs July 2023 কারেন্ট অ্যাফেয়ার্স
- Current Affairs September, 2023 Pdf Download free সেপ্টেম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স
সবশেষে
মাই ক্লাসরুমে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স সহ কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২৪ pdf download করতে পারেন। তাছাড়াও, কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২৩, কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২৩, কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২৩ ও দেখে নিতে পারেন। আজ দেখলেন 01 May, 2024 Daily current Affairs.