ICT GK বিজ্ঞান ও কম্পিউটার বিষয়ক প্রশ্নোত্তর-চাকরি প্রস্তুতি
সাধারনত চাকরি ও ভর্তি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত সাধারন জ্ঞান থেকে প্রশ্ন থাকে। বর্তমানে চাকরি ও ভর্তি পরীক্ষার জন্য আইসিটি প্রশ্ন উত্তর খুব গুরুত্বপূর্ন। ICT সম্পর্কিত সাধারন জ্ঞানগুলো আশা করছি আপনার পরীক্ষা প্রস্তুতিকে আরও ভালো করবে।
বিজ্ঞান থেকে সাধারন জ্ঞান জ্ঞান
প্রশ্ন: প্রশমন বিক্রিয়ায় কোন দুটি উপাদান ব্যবহার হয়? উত্তর: লবণ ও পানি।
প্রশ্ন: অটোমোবাইল ব্যাটারিতে কোন ধাতু ব্যবহার হয়? উত্তর: সালফিউরিক এসিড।
প্রশ্ন: বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? উত্তর: টাংস্টেন।
প্রশ্ন: প্রকৃতিতে সর্বশ্রেষ্ঠ পদার্থ কী? উত্তর: হীরা।
প্রশ্ন: বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত? উত্তর: ৫০ হার্জ।
প্রশ্ন: রট আয়রনে কার্বনের সর্বোচ্চ পরিমাণ কত? উত্তর: ০.১৫%।
প্রশ্ন: একটি ফিউজ তারের রেটিং যা দিয়ে প্রকাশ করা হয়? উত্তর: Ampere।
প্রশ্ন: Fossil fuel কোন উপাদানগুলির মধ্যে পরিচিত? উত্তর: কয়লা, প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল।
৯ম-১০ম শ্রেণির সাধারন বিজ্ঞান থেকে সাধারন জ্ঞান
প্রশ্ন: তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থে? উত্তর: বায়বীয় পদার্থে।
প্রশ্ন: তাপমাত্রা বাড়লে Viscosity কী হয়? উত্তর: কমে।
প্রশ্ন: Viscosity-এর unit কী? উত্তর: Ns / m2।
প্রশ্ন: যে রেফ্রিজারেটরের নিম্ন Freezing Point রয়েছে R-12? উত্তর: সিএনজি সিলিন্ডারে প্রাকৃতিক গ্যাস যত চাপে সংকুচিত করা হয়? উত্তর: ২৫০ বার।
প্রশ্ন: সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ কত? উত্তর: ৭৬০ mm of Hg।
প্রশ্ন: যে কোন কিছুকে বিনষ্ট করা যায় না, তাকে কী বলা হয়? উত্তর: Energy।
প্রশ্ন: ইঞ্জিনের যে পরিমাণ তাপ কাজে লাগানো হয়? উত্তর: ৪৫%।
প্রশ্ন: CNG জ্বালানির মূল উপাদান কী? উত্তর: মিথেন।
প্রশ্ন: লিকেজ সমস্যা বেশি কোন প্রকারের গ্যাসে? উত্তর: LPG।
প্রশ্ন: যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিকশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তর করা হয়? উত্তর: ডায়নামো।
প্রশ্ন: বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ কী? উত্তর: একই হয়।
প্রশ্ন: রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয়, তাকে কী বলা হয়? উত্তর: রঞ্জন রশ্মি।
প্রশ্ন: Universal Machine Tool কী? উত্তর: লেদ মেশিন।
সরকারি চাকরি প্রস্তুতি সাধারন জ্ঞান
প্রশ্ন: বাংলাদেশে কোভিড-১৯-এর ভ্যাক্সিন প্রথম ব্যবহৃত হয়েছে কোন ধরণের? উত্তর: অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা-কোভিশিল্ড।
প্রশ্ন: ম্যালেরিয়া রোগ যে জেলায় নেই? উত্তর: লালমনিরহাট।
প্রশ্ন: বিশ্বের প্রথম কালাজ্বরমুক্ত দেশ হচ্ছে কোন দেশ? উত্তর: বাংলাদেশ।
প্রশ্ন: ফাইলেরিয়াসিসমুক্ত দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর: ১৮তম।
প্রশ্ন: ঘোড়াশাল সারকারখানায় উৎপাদিত সার ইউরিয়া হল কোন ধরণের সার? উত্তর: নাইট্রোজেন সার।
প্রশ্ন: স্টিফেন হকিং কোন পদার্থবিদ ছিলেন? উত্তর: পদার্থবিদ।
প্রশ্ন: অক্সিজেন গ্যাসের রং কী? উত্তর: বর্ণহীন।
প্রশ্ন: হিটারের হিটিং কয়েল যে তার দিয়ে তৈরি? উত্তর: নাইক্রোম।
প্রশ্ন: ঋতু পরিবর্তনের সাথে বায়ুর যে দিক পরিবর্তন হয়, তাকে কী বলা হয়? উত্তর: মৌসুমি বায়ু।
প্রশ্ন: কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাসের সময়কাল কী বলা হয়? উত্তর: হেমন্তকাল।
প্রশ্ন: বস্তুর ওজন সবচেয়ে কম নিরক্ষীয় অঞ্চলে কোন স্থানে পাওয়া যায়? উত্তর: বৌদ্ধধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশীলা অবস্থিত।
প্রশ্ন: বনজঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে যে গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? উত্তর: CO2।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাধারন জ্ঞান
প্রশ্ন: কম্পিউটার শব্দের অর্থ কী? উত্তর: গণনাকারী যন্ত্র।
প্রশ্ন: কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানকে বলা হয়— কী? উত্তর: ইন্টারনেট।
প্রশ্ন: বাংলাদেশে প্রথম অফলাইন ই-মেইল চালু হয়— কখন? উত্তর: ১৯৯৫ সালে।
প্রশ্ন: বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজে বের করার জন্য ব্যবহৃত সফটওয়্যার কী? উত্তর: ডেটাবেজ।
প্রশ্ন: সঞ্চয়ভান্ডারের ধারণক্ষমতার একক হলো— কী? উত্তর: বিট।
আইসিটি প্রশ্নোত্তর বিসিএস
প্রশ্ন: কম্পিউটারের যে অংশটি ডেটা প্রসেসিং-এর জন্য ব্যবহৃত হয়— কী? উত্তর: ALU।
প্রশ্ন: কম্পিউটার ভাইরাস হলো— কী? উত্তর: একটি ক্ষতিকারক প্রোগ্রাম।
প্রশ্ন: GPRS-এর পূর্ণরূপ কী? উত্তর: General Packet Radio Service।
প্রশ্ন: CT Scan-এর পূর্ণরূপ কী? উত্তর: Computed Tomography Scan।
প্রশ্ন: ইন্টারনেটের জনক কে? উত্তর: Vinton Gray Cerf।
প্রশ্ন: সিডি-ভিডিভি বা পেনড্রাইভ থেকে কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে প্রথমে চালু হয়— কী? উত্তর: অটো রান প্রোগ্রাম।
প্রশ্ন: ওয়ার্ড প্রসেসরে ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে যে কমান্ড ব্যবহার করা হয়— কী? উত্তর: Save As।
প্রশ্ন: কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয়— কী দিয়ে? উত্তর: সিলিকন দিয়ে।
ICT কুইজ প্রশ্নোত্তর
প্রশ্ন: যে প্রযুক্তি ‘Pay as you go’ সার্ভিস মডেল অনুসরণ করে— কী? উত্তর: Cloud Computing।
প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক উন্মোচিত নতুন বাংলা ফন্টের নাম কী? উত্তর: পূর্ণ।
প্রশ্ন: SWIFT কোড সাধারণত ব্যবহার করা হয়— কোথায়? উত্তর: Bankে।
প্রশ্ন: সবচেয়ে দ্রুত কাজ করে— কী? উত্তর: Cache Memory।
প্রশ্ন: পৃথিবীর প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার কে? উত্তর: এনিয়্যাক।
শেষকথা
Ict সম্পর্কিত সাধারণ জ্ঞান এবং আইসিটি প্রশ্ন ও উত্তরগুলো খুব গুরুত্বপূর্ন।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন উত্তর গুলো ভালো লাগলে শেয়ার করুন, মন্তব্য করুন। থাকুন মাই ক্লাসরুমের সাথে।