ICT GK

ICT GK বিজ্ঞান ও কম্পিউটার বিষয়ক প্রশ্নোত্তর-চাকরি প্রস্তুতি

সাধারনত চাকরি ও ভর্তি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত সাধারন জ্ঞান থেকে প্রশ্ন থাকে। বর্তমানে চাকরি ও ভর্তি পরীক্ষার জন্য আইসিটি প্রশ্ন উত্তর খুব গুরুত্বপূর্ন। ICT সম্পর্কিত সাধারন জ্ঞানগুলো আশা করছি আপনার পরীক্ষা প্রস্তুতিকে আরও ভালো করবে।

বিজ্ঞান থেকে সাধারন জ্ঞান জ্ঞান

প্রশ্ন: প্রশমন বিক্রিয়ায় কোন দুটি উপাদান ব্যবহার হয়? উত্তর: লবণ ও পানি।

প্রশ্ন: অটোমোবাইল ব্যাটারিতে কোন ধাতু ব্যবহার হয়? উত্তর: সালফিউরিক এসিড।

প্রশ্ন: বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? উত্তর: টাংস্টেন।

প্রশ্ন: প্রকৃতিতে সর্বশ্রেষ্ঠ পদার্থ কী? উত্তর: হীরা।

প্রশ্ন: বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত? উত্তর: ৫০ হার্জ।

প্রশ্ন: রট আয়রনে কার্বনের সর্বোচ্চ পরিমাণ কত? উত্তর: ০.১৫%।

প্রশ্ন: একটি ফিউজ তারের রেটিং যা দিয়ে প্রকাশ করা হয়? উত্তর: Ampere।

প্রশ্ন: Fossil fuel কোন উপাদানগুলির মধ্যে পরিচিত? উত্তর: কয়লা, প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল।

৯ম-১০ম শ্রেণির সাধারন বিজ্ঞান থেকে সাধারন জ্ঞান

প্রশ্ন: তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থে? উত্তর: বায়বীয় পদার্থে।

প্রশ্ন: তাপমাত্রা বাড়লে Viscosity কী হয়? উত্তর: কমে।

প্রশ্ন: Viscosity-এর unit কী? উত্তর: Ns / m2।

প্রশ্ন: যে রেফ্রিজারেটরের নিম্ন Freezing Point রয়েছে R-12? উত্তর: সিএনজি সিলিন্ডারে প্রাকৃতিক গ্যাস যত চাপে সংকুচিত করা হয়? উত্তর: ২৫০ বার।

প্রশ্ন: সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ কত? উত্তর: ৭৬০ mm of Hg।

প্রশ্ন: যে কোন কিছুকে বিনষ্ট করা যায় না, তাকে কী বলা হয়? উত্তর: Energy।

প্রশ্ন: ইঞ্জিনের যে পরিমাণ তাপ কাজে লাগানো হয়? উত্তর: ৪৫%।

প্রশ্ন: CNG জ্বালানির মূল উপাদান কী? উত্তর: মিথেন।

প্রশ্ন: লিকেজ সমস্যা বেশি কোন প্রকারের গ্যাসে? উত্তর: LPG।

প্রশ্ন: যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিকশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তর করা হয়? উত্তর: ডায়নামো।

প্রশ্ন: বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ কী? উত্তর: একই হয়।

প্রশ্ন: রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয়, তাকে কী বলা হয়? উত্তর: রঞ্জন রশ্মি।

প্রশ্ন: Universal Machine Tool কী? উত্তর: লেদ মেশিন।

সরকারি চাকরি প্রস্তুতি সাধারন জ্ঞান

প্রশ্ন: বাংলাদেশে কোভিড-১৯-এর ভ্যাক্সিন প্রথম ব্যবহৃত হয়েছে কোন ধরণের? উত্তর: অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা-কোভিশিল্ড।

প্রশ্ন: ম্যালেরিয়া রোগ যে জেলায় নেই? উত্তর: লালমনিরহাট।

প্রশ্ন: বিশ্বের প্রথম কালাজ্বরমুক্ত দেশ হচ্ছে কোন দেশ? উত্তর: বাংলাদেশ।

প্রশ্ন: ফাইলেরিয়াসিসমুক্ত দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর: ১৮তম।

প্রশ্ন: ঘোড়াশাল সারকারখানায় উৎপাদিত সার ইউরিয়া হল কোন ধরণের সার? উত্তর: নাইট্রোজেন সার।

প্রশ্ন: স্টিফেন হকিং কোন পদার্থবিদ ছিলেন? উত্তর: পদার্থবিদ।

প্রশ্ন: অক্সিজেন গ্যাসের রং কী? উত্তর: বর্ণহীন।

প্রশ্ন: হিটারের হিটিং কয়েল যে তার দিয়ে তৈরি? উত্তর: নাইক্রোম।

প্রশ্ন: ঋতু পরিবর্তনের সাথে বায়ুর যে দিক পরিবর্তন হয়, তাকে কী বলা হয়? উত্তর: মৌসুমি বায়ু।

প্রশ্ন: কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাসের সময়কাল কী বলা হয়? উত্তর: হেমন্তকাল।

প্রশ্ন: বস্তুর ওজন সবচেয়ে কম নিরক্ষীয় অঞ্চলে কোন স্থানে পাওয়া যায়? উত্তর: বৌদ্ধধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশীলা অবস্থিত।

প্রশ্ন: বনজঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে যে গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? উত্তর: CO2।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাধারন জ্ঞান

প্রশ্ন: কম্পিউটার শব্দের অর্থ কী? উত্তর: গণনাকারী যন্ত্র।

প্রশ্ন: কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানকে বলা হয়— কী? উত্তর: ইন্টারনেট।

প্রশ্ন: বাংলাদেশে প্রথম অফলাইন ই-মেইল চালু হয়— কখন? উত্তর: ১৯৯৫ সালে।

প্রশ্ন: বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজে বের করার জন্য ব্যবহৃত সফটওয়্যার কী? উত্তর: ডেটাবেজ।

প্রশ্ন: সঞ্চয়ভান্ডারের ধারণক্ষমতার একক হলো— কী? উত্তর: বিট।

আইসিটি প্রশ্নোত্তর বিসিএস

প্রশ্ন: কম্পিউটারের যে অংশটি ডেটা প্রসেসিং-এর জন্য ব্যবহৃত হয়— কী? উত্তর: ALU।

প্রশ্ন: কম্পিউটার ভাইরাস হলো— কী? উত্তর: একটি ক্ষতিকারক প্রোগ্রাম।

প্রশ্ন: GPRS-এর পূর্ণরূপ কী? উত্তর: General Packet Radio Service।

প্রশ্ন: CT Scan-এর পূর্ণরূপ কী? উত্তর: Computed Tomography Scan।

প্রশ্ন: ইন্টারনেটের জনক কে? উত্তর: Vinton Gray Cerf।

প্রশ্ন: সিডি-ভিডিভি বা পেনড্রাইভ থেকে কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে প্রথমে চালু হয়— কী? উত্তর: অটো রান প্রোগ্রাম।

প্রশ্ন: ওয়ার্ড প্রসেসরে ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে যে কমান্ড ব্যবহার করা হয়— কী? উত্তর: Save As।

প্রশ্ন: কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয়— কী দিয়ে? উত্তর: সিলিকন দিয়ে।

ICT কুইজ প্রশ্নোত্তর

প্রশ্ন: যে প্রযুক্তি ‘Pay as you go’ সার্ভিস মডেল অনুসরণ করে— কী? উত্তর: Cloud Computing।

প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক উন্মোচিত নতুন বাংলা ফন্টের নাম কী? উত্তর: পূর্ণ।

প্রশ্ন: SWIFT কোড সাধারণত ব্যবহার করা হয়— কোথায়? উত্তর: Bankে।

প্রশ্ন: সবচেয়ে দ্রুত কাজ করে— কী? উত্তর: Cache Memory।

প্রশ্ন: পৃথিবীর প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার কে? উত্তর: এনিয়্যাক।

শেষকথা

Ict সম্পর্কিত সাধারণ জ্ঞান এবং আইসিটি প্রশ্ন ও উত্তরগুলো খুব গুরুত্বপূর্ন।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন উত্তর গুলো ভালো লাগলে শেয়ার করুন, মন্তব্য করুন। থাকুন মাই ক্লাসরুমের সাথে।

M@mun

Hasan Al Mamun is a dedicated teacher, blogger, and YouTuber who has achieved great success in his field. He was born to parents Shahjahan Topodar and Masrura Begum and grew up with a love for learning and exploration. After completing his Bachelor's degree, Hasan pursued a Master's degree in Accounting and excelled in his studies. He then began his career as a teacher, sharing his knowledge and passion for accounting with his students. In addition to teaching, Hasan is also an avid blogger and YouTuber, creating content that educates and inspires his viewers. His YouTube channel, "My Classroom," has grown to an impressive 240,000 subscribers, earning him a silver play button from YouTube. Hasan's interests include book reading, travelling, gardening, and writing, and he often incorporates these passions into his work. He strives to create an honest and supportive community in all of his endeavors, encouraging his followers to learn and grow alongside him. Overall, Hasan Al Mamun is a talented and dedicated individual who has made a significant impact in the fields of education, blogging, and content creation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button