Question Solution

Microcredit Regulatory Authority (MRA) Office Sohayak Question Solution

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি অফিস সহায়ক পদে আজ ২০ অক্টোবর, ২০২৩ তারিখে হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানটি দেখার জন্য আপনাকে স্বাগতম। লিখিত পরীক্ষার জন্য সময় ছিল ১ ঘন্টা পূর্নমাণ ৭০। চলুন প্রশ্ন সমাধানটি দেখা যাক। যেকোন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখতে ক্লিক করুন- এখানে

১। ১০টি বাক্য দিয়ে “মেট্রোরেল” সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন।

উত্তর : ২০১২ সালের ডিসেম্বরে, ‘ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট’ বা ‘মেট্রো রেল প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) দ্বারা অনুমোদিত হয়। প্রকল্পের জন্য মোট ৫টি রুট লাইন প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে রয়েছে এমআরটি লাইন ১, ২, ৪, ৫ এবং ৬। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে দ্য ঢাকা আরবান ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডেভেলপমেন্ট সার্ভে (ডিএইচইউটিএস ১)’ মূল্যায়ন করা হয় এবং ‘এমআরটি লাইন-৬’ নামে মেট্রো রেলের জন্য প্রথম এমআরটি রুট নির্বাচন করা হয়।

প্রকল্পের মোট ব্যয় আনুমানিক ২.৮২ বিলিয়ন ডলার, যার মধ্যে জাইকা ০.০১ শতাংশ সুদের হারে প্রায় ৭৫ শতাংশ বা ২.১৩ বিলিয়ন ডলার প্রদান করছে। বাকি ২৫ শতাংশ তহবিল দেবে বাংলাদেশ সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুন ২০১৬ সালে নির্মাণ কাজের সূচনা করেন। বাংলাদেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হয় ২৮ ডিসেম্বর, ২০২২। প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করা হয়। মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করে। উদ্বোধনের পরের দিন ২৯ ডিসেম্বর, ২০২২ সাধারণ যাত্রীদের জন্য এটি উন্মুক্ত করা হয়। মেট্রোরেলের প্রথম যাত্রী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেলের প্রথম চালক (নারী চালক) হলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মরিয়ম আফিজা।

২। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি’র পরিচালক বরাবর ৩ দিনের ছুটির জন্য একটি আবেদন লিখুন।

৩। সংক্ষেপে উত্তর লিখুনঃ

(ক) আমাদের জাতীয় কবি কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
(খ) রবীন্দ্রনাথের লেখা একটি উপন্যাসের নাম লিখুন?
উত্তর: শেষের কবিতা।
(গ) ‘হাঙর নদী গ্রেনেড’ কার লেখা?
উত্তর: সেলিনা হোসেন।
(ঘ) ‘কপোতাক্ষ নদ’ কার লেখা?
উত্তর: মাইকেল মধুসুদন দত্ত।
(ও) ‘বিলাসী’ কার লেখা?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

4) Write 10 Sentences on your School.

My school


My school is the best place I have always wanted to visit. It provides me education apart from my physical and social development. It provides nutritious and free meals for all the students. It is a co-ed, that is, it gives admission to both, girls and boys. It has a quite decent infrastructure and very generous staff. It organizes regular health checkups for its own students and nearby deprived children. It had been awarded for fostering the overall development of the students. It organizes summer camps during the summer vacation. It even has a small garden where we love to spend time during lunch. My school aims for producing educated, well-mannered and productive citizens for the nation.

৫। Translate into English:

(ক) ত্রিশ দিনে এক মাস।
Ans. There are thirty days in a month.
(খ) সে স্কুলে যায় না।
Ans. He doesn’t go to school.
(গ) এখন কয়টা বাজে?
Ans. What time is it now ?
(ঘ) অল্প বিদ্যা ভয়ংকরী।
Ans. A little learning is a dangerous thing.
(ঙ) ঢাকা থেকে গাজীপুর দূরে নয়।
Ans. Gazipur is not far from Dhaka.

৬) নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:

(ক) জাতীয় শিশু দিবস কোন দিন?
উত্তর : ১৭ মার্চ।
(খ) “কারাগারের রোজনামচা” কার লেখা?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(গ) মুজিবনগর সরকার কবে গঠিত হয়?
উত্তর : ১০ এপ্রিল, ১595 |
(ঘ) পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৬.১৫ কি.মি.।
(৬) ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে।
(চ) চট্টগ্রামের পূর্ব নাম কি?
উত্তর: ইসলামাবাদ।
(ছ) বাংলাদেশ ও মিয়ানমারের মাঝে প্রবাহিত নদীর নাম কি?
উত্তর: নাফ নদী।
(জ) মনপুরা কোন জেলায় অবস্থিত?
উত্তর: ভোলা জেলায়।
(ঝ) কম্পিউটারের ২টি ইনপুট ডিভাইসের নাম লিখুন।
উত্তর: মাউস, কীবোর্ড।
(ঞ) RAM এর পূর্ণরূপ কি?
উত্তর: Random-access memory.

MRA Math Question Solution

৭। ১টি পণ্য ৪৮০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। পণ্যটির ক্রয়মূল্য কত?

উত্তর: ৬০০ টাকা

৮। ৩৬ জন লোকের ১টি কাজ করতে ৪৮ দিন সময় লাগলে ঐ কাজটি ২জন লোকের কতদিন লাগবে?

উত্তর: ৮৬৪দিন


M@mun

Hasan Al Mamun is a dedicated teacher, blogger, and YouTuber who has achieved great success in his field. He was born to parents Shahjahan Topodar and Masrura Begum and grew up with a love for learning and exploration. After completing his Bachelor's degree, Hasan pursued a Master's degree in Accounting and excelled in his studies. He then began his career as a teacher, sharing his knowledge and passion for accounting with his students. In addition to teaching, Hasan is also an avid blogger and YouTuber, creating content that educates and inspires his viewers. His YouTube channel, "My Classroom," has grown to an impressive 240,000 subscribers, earning him a silver play button from YouTube. Hasan's interests include book reading, travelling, gardening, and writing, and he often incorporates these passions into his work. He strives to create an honest and supportive community in all of his endeavors, encouraging his followers to learn and grow alongside him. Overall, Hasan Al Mamun is a talented and dedicated individual who has made a significant impact in the fields of education, blogging, and content creation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button