আমাদের বিদ্যালয় রচনা। ৩য়,৪র্থ,৫ম, ৬ষ্ঠ, ৭ম শ্রেণি।pdf Download
আমাদের বিদ্যালয় রচনাটি ৩য় শ্রেনি, ৪র্থ শ্রেণি, ৫ম শ্রেণি, ষষ্ঠ ও ৭ম শ্রেনি উপযোগী লেখা হয়েছে। ৩য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত অনেক সময় আমাদের বিদ্যালয় রচনা না দিয়ে বলা হয় আমাদের বিদ্যালয় সম্পর্কে ১০টি বাক্য লিখুন। আবার চাকরি কিংবা ভর্তি পরীক্ষাগুলোতে আসে আমাদের বিদ্যালয় সম্পর্কে অনুচ্ছেদ লিখুন। বাংলা ২য়পত্র বিষয় থেকে আমাদের বিদ্যালয় রচনাটি সহজ ভাষায় লিখা হয়েছে । ৩য় থেকে ৭ম শ্রেনি উপযোগী করে লেখা হয়েছে।
আমাদের বিদ্যালয় রচনাটি সহজ ও সাবলীল ভাষায় লেখা হয়েছে। যেন, একবার পড়লেই মুখস্থ হয়ে যায়। আমাদের বিদ্যালয় এর জায়গায় যদি আসে আদর্শ বিদ্যালয় তাহলেও রচনাটি লিখতে পারেন। Our School essay is written for class- 3, 4, 5, 6 and 7.
আমাদের বিদ্যালয়
ভূমিকা : প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনে বিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। আমি যে বিদ্যালয়ে পড়ালেখা করি তার নাম হলিধানী মাধ্যমিক বিদ্যালয়। লেখাপড়া ও সহশিক্ষার দিক দিয়ে এটি আদর্শ বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ের শিক্ষকগণ অত্যন্ত আন্তরিকতার সাথে পড়ান । শিক্ষার্থীদের সুন্দর ও সার্থক জীবন গড়তে শিক্ষকগণ নিরলস পরিশ্রম করেন ।
প্রতিষ্ঠা : আমাদের বিদ্যালয়টি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠাকাল থেকে এ বিদ্যালয়ের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে আজ এটি আমাদের উপজেলার সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
অবস্থান : ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর উপজেলায় আমাদের বিদ্যালয়টি অবস্থিত। জেলার প্রধান সড়ক থেকে একটু ভিতরে হওয়ায় বিদ্যালয়টি কোলাহলমুক্ত। যাতায়াতের জন্য এর চারপাশেই রাস্তা রয়েছে। যাতায়াতব্যবস্থা ভালো হওয়ায় বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করতে পারে। স্থানীয় ছেলেমেয়েরা হেঁটে ও সাইকেলে করে প্রতিদিন আসে স্কুলে।
আমাদের বিদ্যালয় ৩য়-৫ম শ্রেণি
বিদ্যালয়ের পরিবেশ : আমাদের বিদ্যালয়টিতে চারটি ভবন রয়েছে। এতে বিশটি কক্ষ রয়েছে। আমাদের স্কুলে নিয়মিত ক্লাসের জন্য আলাদা শ্রেণিকক্ষ রয়েছে। এ ছাড়া একটি পাঠাগার, একটি মিলনায়তন, একটি বিজ্ঞানাগার, আর রয়েছে পত্রিকা পড়ার জন্য রয়েছে আলাদা কক্ষ। বিদ্যালয়ের সম্মুখে বিশাল মাঠ আর মাঠের একপাশে মসজিদ ও ঈদগাহ রয়েছে। আমাদের বিদ্যালয়ের পরিবেশ খোলামেলা ও মনোরম।
শিক্ষার্থী : আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীসংখ্যা মোট ৮০০ জন। ছাত্র ৪৫০ জন আর ছাত্রী ৩৫০ জন। ছাত্রছাত্রীদের সুবিধার্থে শিক্ষার্থীদের বিভিন্ন শাখায় বিভক্ত করা হয়েছে। আমাদের বিদ্যালয়ে শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। শিক্ষকরা আমাদের খুব ভালোবাসে। আমরাও তাদের শ্রদ্ধা করি।
আরও পড়ুন: আমার প্রিয় ঋতু বর্ষাকাল
শিক্ষক : আমাদের বিদ্যালয়ে মোট ২৪ জন শিক্ষক রয়েছেন। একজন প্রধান শিক্ষক, কয়েকজন সহকারী শিক্ষক, একজন শরীরচর্চার শিক্ষকও রয়েছেন। সব শিক্ষক উচ্চশিক্ষায় শিক্ষিত ও প্রশিক্ষণপ্রাপ্ত। ছাত্র-ছাত্রীদের সাথে সবাই ভালো ব্যবহার করেন।
লেখাপড়ার পদ্ধতি : আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়তে পারে। সপ্তাহে ছয় দিন আমাদের ক্লাস হয়। প্রতিদিন সাত থেকে আটটি ক্লাস অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক বিভিন্ন পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে হয়। বিভিন্ন বোর্ড পরীক্ষায় ভালো ফলের জন্য এসব পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষকরা নিয়মিত পরীক্ষা নিয়ে থাকেন।
সহজ ভাষায় রচনা আমাদের বিদ্যালয়
গবেষণাগার : পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানকে হাতে-কলমে শিক্ষাদানের জন্য আমাদের বিদ্যালয়ে বিজ্ঞান-গবেষণাগার ও কম্পিউটার ল্যাব রয়েছে। পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও কম্পিউটারের ব্যবহারিক ক্লাস এসব ল্যাবে হয়ে থাকে। আমাদের স্কুলের ল্যাবে মানুষের কঙ্কালও রয়েছে।
আরও পড়ুন: আমার প্রিয় খেলা ক্রিকেট
পাঠ্যক্রম-অতিরিক্ত বিষয়ের চর্চা : শিক্ষকদের সহায়তায় ছাত্রছাত্রীরা পাঠ্যবহির্ভূত বিভিন্ন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে। এসব কার্যক্রমের মধ্যে বিতর্ক, নাচ, গান, নাটক ইত্যাদি উল্লেখযোগ্য। এসব কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে।
অনুষ্ঠানাদি : আমাদের স্কুলে সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হলেও ২৬ ডিসেম্বর আমাদের বার্ষিক ক্রীড়া দিবস । এই তারিখে সারা দিন বিভিন্ন খেলা ও বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নাচ, গান, ও নাটক হয়ে থাকে ।
আমাদের বিদ্যালয় রচনা pdf
খেলাধুলা : আমাদের বিদ্যালয়ের পূর্ব পাশে বিশাল খেলার মাঠ রয়েছে। প্রতিদিন এখানে বিভিন্ন মৌসুম অনুযায়ী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, হাডুডু প্রভৃতি খেলা হয়। বিদ্যালয়-সংলগ্ন এ মাঠে বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান হয়। আমাদের উপজেলার আন্তঃস্কুল বিভিন্ন প্রতিযোগিতা আমাদের স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়। আমরা কয়েকবার ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছি।
পরীক্ষার ফল : বিভিন্ন বোর্ড পরীক্ষায় আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভালো ফল অর্জন করে। শিক্ষকরা ছাত্রছাত্রীদের অত্যন্ত আন্তরিকতার সাথে শিক্ষাদান করেন। ছাত্রছাত্রীদের সমস্যা কাটিয়ে উঠতে তারা নিরলস পরিশ্রম করেন। তাই প্রতিবছর জে.এস.সি এবং এস.এস.সি পরীক্ষার ফল হয় ঈর্ষণীয় ।
নিজস্ব বৈশিষ্ট্য : শিক্ষার্থীদের পড়াশোনার মনোরম পরিবেশ, পরীক্ষায় ভালো ফল, খেলাধুলায় সাফল্য আমাদের বিদ্যালয়ের সুনাম বয়ে এনেছে। আমাদের বিদ্যালয়ের আধুনিক পদ্ধতিগত শিক্ষা ও শৃঙ্খলা অন্যান্য বিদ্যালয় থেকে ভিন্ন। সবদিক দিয়ে আমাদের বিদ্যালয় একটি আদর্শ বিদ্যালয় ।
আরও পড়ুন:
অন্যান্য দিক : আমাদের স্কুল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে। সকালে ক্লাস শুরুর পূর্বে জাতীয় সংগীত ও শরীরচর্চা করানো হয়। আমাদের স্কুল পরিচালনায় একটি কমিটি আছে। তারা স্কুলের উন্নয়নে পরামর্শ ও কার্যকর পদক্ষেপ নিয়ে থাকেন। স্কুল থেকে প্রতিবছর বনভোজনের আয়োজন করে, এতে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
উপসংহার : দৃষ্টিনন্দন পরিবেশ ও ভালো ফল আমাদের বিদ্যালয় সবার দৃষ্টি আকর্ষণ করেছে। ঐতিহ্যবাহী এ আদর্শ বিদ্যালয়ে লেখাপড়া করতে পেরে আমি গর্বিত । আমি বিদ্যালয়ের ক্রমোন্নতি কামনা করি ।
সবশেষে
অনেকেই আমাদের বিদ্যালয় রচনা pdf চেয়েছেন। আমাদের বিদ্যালয় রচনা class 8, আমাদের বিদ্যালয় রচনা ক্লাস ২, আমাদের বিদ্যালয় অনুচ্ছেদ রচনা, আমাদের বিদ্যালয় রচনা ৩য় শ্রেণি, আমাদের বিদ্যালয় রচনা ক্লাস 6, আমাদের বিদ্যালয় রচনা class 10 সহ সকল চাহিদার পূরন হবে এই পোস্ট।
আমাদের বিদ্যালয় সম্পর্কে ১০টি বাক্য
- আমাদের বিদ্যালয়টি খুব সুন্দর একটি জায়গা।
- বিদ্যালয়ে অনেক গাছপালা আছে, যা আমাদের পরিবেশকে শুদ্ধ রাখে।
- আমরা প্রতিদিন সকালে বিদ্যালয়ে আসি এবং নতুন কিছু শিখি।
- আমাদের শিক্ষকরা খুব ভালো এবং তারা আমাদেরকে সবসময় সাহায্য করেন।
- বিদ্যালয়ে আমরা অনেক ধরনের খেলাধুলা করি, যা আমাদের শরীরকে সুস্থ রাখে।
- আমরা প্রতি বছর বিভিন্ন উৎসব পালন করি।
- বিদ্যালয়ে আমরা অনেক বন্ধু বানাই।
- আমাদের বিদ্যালয়ের লাইব্রেরিতে অনেক বই আছে।
- আমরা বিদ্যালয়ে কম্পিউটার ব্যবহার করতে শিখি।
- আমাদের বিদ্যালয় আমাদের ভবিষ্যতের জন্য একটি ভালো ভিত্তি তৈরি করে।