চাকরি পরীক্ষার কমন প্রশ্নোত্তর। বিগত সালে আসা প্রশ্নোত্তর
বাংলাদেশ বিষয়াবলী
প্রশ্ন: বঙ্গভঙ্গ রদ করা হয় কখন?
উত্তর: ১৯১১ সালে।
প্রশ্ন: ওয়াংগালা উৎসব কাদের?
উত্তর: গারোদের।
প্রশ্ন: বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কী?
উত্তর: ভাষা ও সংস্কৃতি।
প্রশ্ন: আমাদের জাতীয় পতাকার মাপের অনুপাত কত?
উত্তর: ৫ : ৩।
প্রশ্ন: ম্যাগনাকার্টা হিসেবে কীকে গণ্য করা হয়?
উত্তর: ৬ দফাকে।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র পাহাড়বিশিষ্ট দ্বীপ কোনটি?
উত্তর: মহেশখালী।
প্রশ্ন: জনসংখ্যার ঘনত্ব কম কোন জেলায়?
উত্তর: রাঙামাটি।
প্রশ্ন: রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কী?
উত্তর: সার্বভৌমত্ব।
প্রশ্ন: বাংলাদেশে প্রথম আদমশুমারি কবে হয়?
উত্তর: ১৯৭৪ সালে।
প্রশ্ন: প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী দেশের মোট উপজেলা কতটি?
উত্তর: ৪৯৫টি।
প্রশ্ন: পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কবে?
উত্তর: ১ নভেম্বর ২০২৩।
প্রশ্ন: দেশের প্রথম ‘এলিফ্যান্ট ওভারপাস’ কোথায় অবস্থিত?
উত্তর: লোহাগাড়া, চট্টগ্রাম।
প্রশ্ন: একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু হয় কখন?
উত্তর: ২২ অক্টোবর ২০২৩।
প্রশ্ন: জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্টকোড কত?
উত্তর: ১৬১৫২।
প্রশ্ন: শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত হন কখন?
উত্তর: ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯।
প্রশ্ন: ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা’ বাংলাদেশের সংবিধানের কোন নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
উত্তর: অনুচ্ছেদ-৩।
প্রশ্ন: দেশের প্রথম বায়ু বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: ফেনী জেলায়।
প্রশ্ন: কপিরাইট আইন প্রণয়ন করা হয় কখন?
উত্তর: ১৯৬২ সালে।
প্রশ্ন: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য যে দুই নারীকে ‘বীরপ্রতীক’ উপাধিতে ভূষিত করা হয় তাদের নাম কী?
উত্তর: তারামন বিবি ও সিতারা বেগম।
প্রশ্ন: ১৯৭১ : গণহত্যা-নির্যাতন-আর্কাইভ ও জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: সাউথ সেন্ট্রাল রোড, খুলনা।
প্রশ্ন: মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ‘বিজয় চেতন’ কোথায় অবস্থিত?
উত্তর: সাভার সেনানিবাসে।
প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি?
উত্তর: ঢাকা।
প্রশ্ন: বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোন সেক্টরে যুদ্ধ করেন?
উত্তর: ২নং সেক্টরে।
প্রশ্ন: মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় কবে?
উত্তর: ১৫ ডিসেম্বর ১৯৭৩।
প্রশ্ন: ‘আমরা অনশন ভাঙব না’ যে রচনা থেকে উদ্ধৃত হয়েছে, তার নাম কী?
উত্তর: বায়ান্নর দিনগুলো।
প্রশ্ন: খুলনা বিভাগের মোট জেলা কতটি?
উত্তর: ১০টি।
প্রশ্ন: ‘উফশী’ কথাটি কীসের সাথে জড়িত?
উত্তর: ফসল।
প্রশ্ন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে স্থাপিত প্রথম ইউনিটের ক্ষমতা কত?
উত্তর: ১২০০ মেগাওয়াট।
প্রশ্ন: বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: সোনারগাঁয়ে।
প্রশ্ন: আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি এবং এর আয়তন কত?
উত্তর: চট্টগ্রাম; ৩৩,৯০৯ বর্গ কি.মি।
প্রশ্ন: বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার জন্য ন্যূনতম বয়স কত?
উত্তর: ২৫ বছর।
প্রশ্ন: হিলি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
উত্তর: দিনাজপুর।
প্রশ্ন: ২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন কে?
উত্তর: মাহমুদুল্লাহ রিয়াদ।
আন্তর্জাতিক বিষয়াবলী
প্রশ্ন: যে সভাতায় পরিমাপ পদ্ধতির উদ্ভাবন হয়?
উত্তর: সিন্ধু সভ্যতা।
প্রশ্ন: ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে?
উত্তর: ১৯৪৭ সালে।
প্রশ্ন: আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বিসমার্ক।
প্রশ্ন: যে দেশের লিখিত সংবিধান নেই?
উত্তর: যুক্তরাজ্য।
প্রশ্ন: পৃথিবীর যে দেশে নদী নেই?
উত্তর: সৌদি আরব।
প্রশ্ন: যে দেশে সবচেয়ে বেশি পিরামিড আছে?
উত্তর: সুদান।
প্রশ্ন: Black Lives Matter কী?
উত্তর: বর্ণবাদবিরোধী আন্দোলন।
প্রশ্ন: ‘নিজেকে জানো’ উক্তিটি কে করেন?
উত্তর: সক্রেটিস।
প্রশ্ন: মালদ্বীপের পার্লামেন্টের নাম কী?
উত্তর: পিপলস মজলিস।
প্রশ্ন: বিবি যে নেতার ডাক নাম?
উত্তর: বেঞ্জামিন নেতানিয়াহু।
প্রশ্ন: ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশসমূহের বর্তমান সংখ্যা কত?
উত্তর: ২৭।
প্রশ্ন: ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধানের নাম কী?
উত্তর: জোসেফ বেরেল।
প্রশ্ন: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা কত?
উত্তর: ৫।
প্রশ্ন: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কোনগুলো?
উত্তর: চীন, ফ্রান্স, রাশিয়ান ফেডারেশন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
প্রশ্ন: কমনওয়েলথ সচিবালয় ভবনের নাম কী?
উত্তর: মালবরো হাউজ।
প্রশ্ন: WHO জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে কবে?
উত্তর: ১০ জুলাই ১৯৪৮।
প্রশ্ন: CTBT-এর পূর্ণরূপ কী?
উত্তর: Comprehensive Nuclear Test Ban Treaty।
প্রশ্ন: সর্বসাম্প্রতিক ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: দক্ষিণ আফ্রিকায়।
প্রশ্ন: ২০২৫ সালে ‘COP-30′ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ব্রাজিলে।
প্রশ্ন: ‘জি-২০’-এর নয়াদিল্লি সম্মেলনে কোন জোটকে স্থায়ী সদস্য করা হয়েছে?
উত্তর: আফ্রিকান ইউনিয়ন।
প্রশ্ন: বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত কনভেনশন কোনটি?
উত্তর: বাসেল কনভেনশন।
প্রশ্ন: রামসার কনভেনশন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ইরানে।
প্রশ্ন: জাতিসংঘ সমুদ্র আইন কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: ১৯৮২ সালে।
প্রশ্ন: মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে মোট ধারা কতটি?
উত্তর: ৩০টি।
প্রশ্ন: ওন যে দেশের মুদ্রার নাম?
উত্তর: দক্ষিণ কোরিয়া।
প্রশ্ন: জাপানের পতাকার রং কী?
উত্তর: সাদা ও লাল।
প্রশ্ন: স্পেনের রাজধানীর নাম কী?
উত্তর: মাদ্রিদ।
প্রশ্ন: পারস্যের বর্তমান নাম কী?
উত্তর: ইরান।
প্রশ্ন: যে দেশের সমুদ্রবন্দর নেই?
উত্তর: আফগানিস্তান।
প্রশ্ন: হিমালয় কন্যা বলা হয় যে দেশকে?
উত্তর: নেপাল।
প্রশ্ন: সুয়েজ খাল কোথায় অবস্থিত?
উত্তর: মিশরে।
প্রশ্ন: পক প্রণালি কোন দুটি দেশকে পৃথক করেছে?
উত্তর: ভারত ও শ্রীলংকা।
প্রশ্ন: ফ্লোরেন্স নাইটএঙ্গেলের জন্ম তারিখ কী?
উত্তর: ১২ মে ১৮২০।
প্রশ্ন: বিশ্বখ্যাত ‘লুভর মিউজিয়াম’ কোথায় অবস্থিত?
উত্তর: প্যারিস।
প্রশ্ন: অস্কারজয়ী সিনেমা টাইটানিক কবে মুক্তি পেয়েছিল?
উত্তর: ১৯৯৭ সালে।
প্রশ্ন: ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৩০ সালে।
প্রশ্ন: আর্জেন্টিনা সর্বপ্রথম বিশ্বকাপ জেতে কত সালে?
উত্তর: ১৯৭৮ সালে।
প্রশ্ন: একদিনের ক্রিকেটে বর্তমানে বিশ্বচ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তর: অস্ট্রেলিয়া।
প্রশ্ন: ২০২২ বিশ্বকাপ ফুটবলে ‘গোল্ডেন বুট’ কে লাভ করেন?
উত্তর: এমবাপ্পে।
সাধারন বিজ্ঞান থেকে সাধারন জ্ঞান
প্রশ্ন: প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে?
উত্তর: রাশিয়া।
প্রশ্ন: সূর্য হতে পৃথিবীতে আলো কোন প্রক্রিয়ায় আসে?
উত্তর: বিকিরণ।
প্রশ্ন: কোন দুটি রঙের মিশ্রণে বেগুনি রং তৈরি হয়?
উত্তর: লাল ও আকাশি।
প্রশ্ন: বিদ্যুৎ বিলের হিসাব কী এককে করা হয়?
উত্তর: কিলোওয়াট-ঘণ্টায়।
প্রশ্ন: পারস্পরিক আবেশ কোথায় ব্যবহার করা হয়?
উত্তর: ট্রান্সফর্মারে।
প্রশ্ন: অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনা ঘটে?
উত্তর: অভ্যন্তরীণ প্রতিফলন।
প্রশ্ন: পিতল কী উপাদান দিয়ে তৈরি?
উত্তর: তামা ও দস্তা।
প্রশ্ন: মাশরুম কী ধরনের?
উত্তর: ফাঙ্গাস।
প্রশ্ন: খনিজ লবণের প্রধান উৎস কী কী?
উত্তর: মাংস, ডিম, দুধ, কলা এবং সবুজ শাকসবজি।
প্রশ্ন: লোহার ক্ষয়রোধে কী ব্যবহার করা হয়?
উত্তর: অ্যালুমিনিয়াম।
প্রশ্ন: শব্দের বেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে?
উত্তর: কঠিন।
প্রশ্ন: সিনক্রোনাস মোটরের স্পিড কত?
উত্তর: ৩৬০০ আরপিএম।
প্রশ্ন: রেক্টিফায়ার কীভাবে কাজ করে?
উত্তর: তড়িৎপ্রবাহকে একমুখী করে।
প্রশ্ন: সবচেয়ে সুপরিবাহী পদার্থ কোনটি?
উত্তর: তামা।
প্রশ্ন: চারটি সমান রোধের যোগফল ৪৮ ওহম হলে, সমান্তরাল সমতুল্য রোধ কত?
উত্তর: ১২ ওহম।
প্রশ্ন: কোন দেশের পাওয়ার সিস্টেমে দুই ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়?
উত্তর: জাপান।
প্রশ্ন: ফটোগ্রাফিক প্লেটে কোন আবরণ থাকে?
উত্তর: সিলভার ব্রোমাইড।
প্রশ্ন: কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
উত্তর: কালো।
প্রশ্ন: কাঁদুনে গ্যাসের অপর নাম কী?
উত্তর: ক্লোরোপিক্রিন।
প্রশ্ন: বিশ্বব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি কোন গ্যাস পাওয়া যায়?
উত্তর: হাইড্রোজেন।
প্রশ্ন: রক্ত দেওয়ার ক্ষেত্রে কোন জীবাণুর জন্য Screening test করা হয়?
উত্তর: Hepatitis।
প্রশ্ন: মানুষের শরীরে পটাশিয়ামের পরিমাণ কত?
উত্তর: 3.5-5 mmol/L।
প্রশ্ন: কোন মশার কামড়ে চিকুনগুনিয়া হয়?
উত্তর: এডিস।
প্রশ্ন: ক্যালসিয়ামের প্রধান উৎস কী?
উত্তর: দুধ।
প্রশ্ন: মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজোম আছে?
উত্তর: ২৩ জোড়া।
প্রশ্ন: ভাঙা হাড় নির্ণয়ে কোন রশ্মি ব্যবহৃত হয়?
উত্তর: রঞ্জন রশ্মি।
প্রশ্ন: পাকস্থলিতে কোন এসিড থাকে?
উত্তর: Hydrochloric Acid।
প্রশ্ন: ১০৩ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত সেলসিয়াস?
উত্তর: ৩৯.৪৪ ডিগ্রি সেলসিয়াস।
প্রশ্ন: মানুষের দেহে মোট ওজনের কত শতাংশ রক্ত থাকে?
উত্তর: প্রায় ৮%।
প্রশ্ন: মস্তিষ্কে আবৃতকারী পর্দার নাম কী?
উত্তর: মেনিনজেস।
ভূগোল ও পরিবেশ থেকে সাধারন জ্ঞান
প্রশ্ন: যে নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল?
উত্তর: পদ্মা।
প্রশ্ন: ঐতিহাসিক ‘সোনাবিবির মাজার’ কোথায় অবস্থিত?
উত্তর: সোনারগাঁও।
প্রশ্ন: বাংলাদেশের যতটি জেলা মিয়ানমারের সীমান্ত-সংলগ্ন?
উত্তর: ৩টি।
প্রশ্ন: GMT বা গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত?
উত্তর: ৬ ঘণ্টা।
প্রশ্ন: বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাত ‘মাধবকুণ্ড’ যে জেলায় অবস্থিত?
উত্তর: মৌলভীবাজার।
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে বড় হাওর যে জেলায় অবস্থিত?
উত্তর: মৌলভীবাজার।
প্রশ্ন: তিস্তা বাঁধ অবস্থিত যে জেলায়?
উত্তর: লালমনিরহাট।
প্রশ্ন: ১ (এক) নটিক্যাল মাইল সমান কত?
উত্তর: ১.৮৫২ কি.মি।
প্রশ্ন: দুই নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে?
উত্তর: দোয়াব।
প্রশ্ন: ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?
উত্তর: বঙ্গোপসাগরে।
প্রশ্ন: যে দ্বীপ নিয়ে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বন্দ্ব রয়েছে?
উত্তর: আবু মুসা দ্বীপ।
প্রশ্ন: সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: ভারত।
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
উত্তর: এশিয়া ও ওশেনিয়া।
প্রশ্ন: জার্মান আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক নির্মিত সুরক্ষিত সীমারেখার নাম কি?
উত্তর: ম্যাজিনো লাইন।
প্রশ্ন: পৃথিবীর গভীরতম খালের নাম কি?
উত্তর: পানামা খাল।
প্রশ্ন: উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত?
উত্তর: আফ্রিকা।
প্রশ্ন: ‘ওয়েস্ট ইন্ডিজ’ নামকরণ করেন কে?
উত্তর: ক্রিষ্টোফার কলম্বাস।
প্রশ্ন: ‘কাসাব্লাঙ্কা’ সমুদ্র বন্দরটি কোন দেশে অবস্থিত?
উত্তর: মরক্কো।
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সাধারন জ্ঞান
প্রশ্ন: মেইনফ্রেম কম্পিউটার প্রথম তৈরি করে কে?
উত্তর: IBM।
প্রশ্ন: একটি Image-এর বর্গাকার ক্ষুদ্রতম একক কি?
উত্তর: পিক্সেল।
প্রশ্ন: একটি স্প্রেডশিট সফটওয়্যার কোনটি?
উত্তর: MS Excel।
প্রশ্ন: বুলিয়ান আলজেবরায় কোন সংখ্যাপদ্ধতি ব্যবহার করা হয়?
উত্তর: বাইনারি।
প্রশ্ন: মনিটরের কাজ কি?
উত্তর: লেখা ও ছবি দেখানো।
প্রশ্ন: ChatGPT-এর নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: OpenAI।
প্রশ্ন: বাংলাদেশে প্রথম ব্যবহৃত বাংলা ফন্ট কি?
উত্তর: বিজয় (১৯৮৭)।
প্রশ্ন: Domain Name System (DNS) -এর কাজ কি?
উত্তর: Domain Name কে IP Address রূপান্তর করা।
প্রশ্ন: HTML-এর পূর্ণরূপ কি?
উত্তর: Hyper Text Markup Language।
প্রশ্ন: VIRUS শব্দের পূর্ণরূপ কি?
উত্তর: Vital Information。
প্রশ্ন: যে অপারেটিং সিস্টেমে টাইম স্লাইস পদ্ধতি অনুসরণ করা হয়, সেটি কি?
উত্তর: টাইম শেয়ারিং।
প্রশ্ন: মাইক্রোসফটের ক্লাউড প্লাটফর্ম কি?
উত্তর: Azure।
প্রশ্ন: চিপ-এর অপর নাম কি?
উত্তর: IC বা Integrated Circuit।
প্রশ্ন: A terabyte কত gigabyte সমান?
উত্তর: 1024 gigabyte।
প্রশ্ন: The-program বড় ফাইলগুলোকে ছোট ফাইলে রূপান্তর করে কোনটি?
উত্তর: Winzip।
প্রশ্ন: ‘pdf’ ফাইলের এক্সটেনশন কি নির্দেশ করে?
উত্তর: Portable document file।
প্রশ্ন: ‘CFC’ এর পূর্ণরূপ কি?
উত্তর: Chlorofluorocarbon।
প্রশ্ন: BCD-এর পূর্ণরূপ কি?
উত্তর: Binary Coded Decimal।
প্রশ্ন: বিশ্বের যে প্রতিষ্ঠানকে ‘বিগ ব্লু’ বলা হয়, সেটি কোনটি?
উত্তর: IBM
উপসংহার:
চাকরির পরীক্ষার প্রস্তুতি নিঃসন্দেহে সময় ও মনোযোগ দাবি করে। এই ব্লগে বাংলা, সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী এবং অন্যান্য প্রয়োজনীয় বিভাগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আপনার প্রস্তুতিকে আরও সুসংহত করতে সহায়তা করবে।
বর্তমান চাকরির বাজারে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে, তাই সঠিক এবং সময়োপযোগী প্রস্তুতির কোনো বিকল্প নেই। আমাদের সংগ্রহে রয়েছে:
- সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন,
- সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান pdf,
- সম্প্রতি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৫,
- চাকরির পরীক্ষার প্রশ্ন mcq,
- ৩য় ও ৪র্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০২৫,
- বিভিন্ন চাকরির পরীক্ষার বাংলা প্রশ্ন,
- চাকরির প্রশ্ন ও উত্তর pdf,
- ২০২৪ সালের সকল চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান pdf।
এই তথ্যগুলো আপনার প্রস্তুতির মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। নিয়মিত অনুশীলন, প্রশ্নপত্র বিশ্লেষণ, এবং বিভিন্ন পরীক্ষার প্রশ্নের সমাধান আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। ভবিষ্যৎ চাকরি পরীক্ষার জন্য এই ব্লগটি আপনার সহায়কের ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।
সাফল্যের জন্য প্রস্তুত থাকুন এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যান। শুভকামনা!