নোবেল পুরষ্কার ২০২৪ সংক্রান্ত প্রশ্নোত্তর। সাধারন জ্ঞান
নোবেল পুরস্কার ২০২৪ তালিকা থেকে প্রায় পরীক্ষায় সাধারন জ্ঞানের প্রশ্ন আসে। নোবেল পুরস্কার ২০২৪ তালিকা pdf থেকে জানবেন সাহিত্যে নোবেল পুরস্কার ২০২৪ কে পেল। অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০২৪ কে পেল?
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২৪ কে পেল? নোবেল পুরস্কার ২০২৪ রসায়ন কে পেল? এবং নোবেল পুরস্কার ২০২৪ তালিকা pdf download করা যাবে। নিচে ভিডিও লিংক দেয়া থাকবে মাই ক্লাসরুম ইউটিউব চ্যানেলের সেখান থেকে দেখুন। চলুন শুরু করি-
২০. শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন প্রতিষ্ঠান?
ক. নোবেল কমিটি অব পিস
খ. সুইডিশ একাডেমি
গ. নরওয়েজিয়ান নোবেল কমিটি
ঘ. অসলো কমিটি
উত্তর: গ. নরওয়েজিয়ান নোবেল কমিটি
১৯. সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন প্রতিষ্ঠান?
ক. নোবেল কমিটি অব সায়েন্স
খ. সুইডিশ একাডেমি
গ. নরওয়েজিয়ান কমিটি
ঘ. অসলো কমিটি
উত্তর: খ. সুইডিশ একাডেমি
১৭. কোন বছর থেকে নোবেল পুরস্কার দেয়া হয়?
ক. ১৯০০
খ. ১৯০১
গ. ১৯১৯
ঘ. ১৯০৯
উত্তর: খ. ১৯০১
১৬. মোট কত বিষয়ে নোবেল পুরস্কার দেয়া হয়?
ক. ৫টি
খ. ৬টি
গ. ৭টি
ঘ. ৮টি
উত্তর: খ. ৬টি
নোবেল পুরষ্কার ২০২৪
১৫. পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার- ২০২৪ লাভ করেন কে?
ক. জন জে হপফিল্ড
খ. জেফরি ই হিন্টন
গ. রিচার্ড সন
ঘ. ক ও খ
উত্তর: ঘ. ক ও খ
১৪. রসায়নে নোবেল পুরস্কার- ২০২৪ লাভ করেন কে?
ক. ডেভিড বেকার
খ. ডেমিস হ্যাসাবিস
গ. জন এম জাম্পার
ঘ. ক, খ ও গ
উত্তর: ঘ. ক, খ ও গ
১৩. কোন বিশেষ অবদানের জন্য চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার- ২০২৪ দেয়া হয়?
ক. মাইক্রো আরএনএ আবিষ্কার ও পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে ভূমিকার জন্য
খ. ক্যানসারের টিকা আবিষ্কারের জন্য
গ. করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের জন্য
ঘ. মাইক্রো পিআরএনএ আবিষ্কারের জন্য
উত্তর: ক. মাইক্রো আরএনএ আবিষ্কার ও পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে ভূমিকার জন্য
১২. চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার- ২০২৪ লাভ করেন কে?
ক. ভিক্টর এম্ব্রোস
খ. গ্রে রুকুন
গ. রবার্ট কখ
ঘ. ক ও খ
উত্তর: ঘ. ক ও খ
১১. অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় কোন সাল থেকে?
ক. ১৯৬০
খ. ১৯৬৯
গ. ১৯৭০
ঘ. ১৯৭১
উত্তর: খ. ১৯৬৯
১০. কোন বিশেষ অবদানের জন্য এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার- ২০২৪ দেয়া হয়?
ক. কিভাবে প্রতিষ্ঠান গঠিত হয় এবং সমৃদ্ধিতে তা কিভাবে প্রভাব ফেলে এ নিয়ে গবেষণার জন্য
খ. মানব জীবনে অর্থের গুরুত্ব নিয়ে গবেষণার জন্য
গ. সামষ্টিক অর্থনীতি নিয়ে গবেষণার জন্য
ঘ. কোনটিই নয়
উত্তর: ক. কিভাবে প্রতিষ্ঠান গঠিত হয় এবং সমৃদ্ধিতে তা কিভাবে প্রভাব ফেলে এ নিয়ে গবেষণার জন্য
৯. অর্থনীতিতে নোবেল পুরস্কার- ২০২৪ লাভ করেন কে?
ক. ড্যারন আসেমোগলু
খ. সিমন জনসন
গ. জেমস এ রবিনসন
ঘ. উপরের সবাই
উত্তর: ঘ. উপরের সবাই
৮. “নিহন হিডাঙ্কিও” কোন দেশের সংস্থা?
ক. উত্তর কোরিয়া
খ. দক্ষিণ কোরিয়া
গ. নরওয়ে
ঘ. জাপান
উত্তর: ঘ. জাপান
৭. কোন বিশেষ অবদানের জন্য “নিহন হিডাঙ্কিও” শান্তিতে নোবেল পুরস্কার- ২০২৪ লাভ করেন?
ক. পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টা
খ. বিশ্বকে ধূমপানমূক্ত করার চেষ্টা
গ. বিশ্বকে ধূষণমুক্ত করার চেষ্টা
ঘ. বিশ্ব বনায়নের চেষ্টা
উত্তর: ক. পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টা
৬. শান্তিতে নোবেল পুরস্কার-২০২৪ লাভ করেন কোন সংস্থা?
ক. ইউনেস্কো
খ. ইউএনডিপি
গ. নিহন হিডাঙ্কিও
ঘ. রেডক্রস
উত্তর: গ. নিহন হিডাঙ্কিও
৫. হান ক্যাং এর সবচেয়ে জনপ্রিয় উপন্যাস “ভেজেটারিয়ান” কত সালে প্রকাশিত হয়?
ক. ২০১৭
খ. ২০০৭
গ. ২০১৫
ঘ. ২০২৪
উত্তর: খ. ২০০৭
৪. কোন বিশেষ অবদানের জন্য তাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হয়?
ক. মানব জীবনে শিল্প কলার অবদান
খ. কাব্যিক রস উম্মোচন
গ. মানব জীবনের দুঃখ-কষ্ট কাব্যিকভাবে রূপায়ন
ঘ. সাহিত্যের প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টি
উত্তর: গ. মানব জীবনের দুঃখ-কষ্ট কাব্যিকভাবে রূপায়ন
৩. হান ক্যাং কোন উপন্যাসের জন্য ২০১৬ সালে বুকার পুরস্কার লাভ করেছিলেন?
ক. দ্য ভেজেটারিয়ান
খ. দ্যা হোয়াইট বুক
গ. হিউম্যান অ্যাক্টস
ঘ. গ্রিক লেমসনস
উত্তর: ক. দ্য ভেজেটারিয়ান
২. হ্যান ক্যাং কোন দেশের নাগরিক?
ক. উত্তর কোরিয়া
খ. দক্ষিণ কোরিয়া
গ. জাপান
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তর: খ. দক্ষিণ কোরিয়া
১. ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক. দারিও ফো
খ. হোসে সারামাগো
গ. হ্যান ক্যাং
ঘ. গুন্টার গ্রাস
উত্তর: গ. হ্যান ক্যাং