পাঠাগার স্থাপনের জন্য জেলা প্রশাসক, চেয়ারম্যানের নিকট আবেদন পত্র

বিদ্যালয়ে একটি পাঠাগার শিক্ষার্থীদের জ্ঞান সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে, এটি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষার ক্ষেত্রে সহজতর সুযোগ তৈরি করে। মাই ক্লাসরুমে এরকম কিছু দরখাস্তের নমুনা থাকবে।
পাঠাগার বলতে আমরা বুঝি একটি গ্রন্থাগার যেখানে প্রচুর জ্ঞানসমৃদ্ধ বই ও গ্রন্থ রাখা থাকে। শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন পত্রও লিখতে পারে।
যদি বিদ্যালয়ের পাঠাগারে শ্রেণি সিলেবাসের বইগুলোর পাশাপাশি বিষয়ভিত্তিক জ্ঞান ও বিজ্ঞান সম্পর্কিত বইও থাকে, তবে শিক্ষার্থীরা শিক্ষার প্রতি আরও আগ্রহী হবে। এর ফলে তাদের মধ্যে গবেষণা এবং সৃজনশীলতা বৃদ্ধি পাবে।
এই দক্ষতা ও গুণাবলী শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি। শিক্ষার মান উন্নত করতে বিদ্যালয়ে একটি পাঠাগার স্থাপনের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লিখতে হলে কিভাবে লিখতে হবে তার একটি নমুনা নিচে উল্লেখ করা হলো।
বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের জন্য আবেদন পত্র
তারিখঃ ০৩/০২/২০২৩ ইং
বরাবর,
প্রধান শিক্ষক,
সৈয়দ আনিসুল হক উচ্চ বিদ্যালয়,
হবিগঞ্জ, সিলেট।
বিষয়ঃ বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের জন্য আবেদন।
মহোদয়,
আন্তরিক সালাম নিবেন। আমরা আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে আমাদের পার্শ্ববর্তী বিদ্যালয়গুলোতে নিজস্ব পাঠাগার রয়েছে, যার ফলে সেখানকার শিক্ষার্থীরা শিক্ষার উন্নয়নে পাঠাগারের বিভিন্ন সুবিধা উপভোগ করছে। তাদের মধ্যে গবেষণা এবং জ্ঞানচর্চার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
আমাদের বিদ্যালয়ে একটি পাঠাগার স্থাপিত হলে, যেখানে শ্রেণি সিলেবাসের বইগুলোর পাশাপাশি বিভিন্ন বিষয়ভিত্তিক জ্ঞান-বিজ্ঞানের বই থাকবে, তাহলে আমরাও গবেষণা ও জ্ঞানচর্চায় আপনার বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি ও মেধা তালিকায় অবদান রাখতে পারব।
অতএব, মহোদয়ের কাছে আমাদের বিনীত আবেদন, আমাদের শিক্ষার উন্নতি এবং প্রতিভা বিকাশের কথা বিবেচনা করে বিদ্যালয়ে একটি পাঠাগার স্থাপনের ব্যবস্থা করবেন।
নিবেদক,
আপনার একান্ত অনুগত ছাত্রবৃন্দ
শ্রেণী: দশম
বিভাগ: বিজ্ঞান
জেলা প্রশাসকের নিকট পাঠাগার স্থাপনের জন্য আবেদন
২০ ফেব্রুয়ারি ২০২৪
জেলা প্রশাসক,
ঝিনাইদহ।
বিষয়: পাঠাগার স্থাপনের জন্য আবেদন।
জনাব,
শ্রদ্ধার সাথে নিবেদন করছি যে, ঝিনাইদহ জেলার সদর উপজেলার হলিধানী একটি বর্ধিষ্ণু ও জনবহুল গ্রাম। এখানে অনেক শিক্ষিত মানুষের বসবাস রয়েছে এবং ছেলে ও মেয়েদের শিক্ষার জন্য পৃথক দুটি উচ্চ বিদ্যালয় বিদ্যমান। প্রতিবছর এই এলাকা থেকে বহু ছেলে-মেয়ে শিক্ষিত হয়ে বের হচ্ছে। গ্রামে একটি কলেজ, একটি আলিম মাদ্রাসা এবং দুটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার আলো ছড়াচ্ছে।
তবে, আমরা জানি যে শ্রেণিকক্ষে শিক্ষার পাশাপাশি লাইব্রেরি বা পাঠাগারের প্রয়োজনীয়তা অপরিসীম। একটি পাঠাগার গ্রামের মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন, মানসিক বিকাশ এবং জ্ঞানের প্রসারে সাহায্য করবে। এর পাশাপাশি, অবসরপ্রাপ্ত ব্যক্তিরা পাঠাগারে সময় ব্যয় করে গ্রামের শিক্ষা উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারবেন।
অতএব, মহোদয়ের কাছে আমাদের গ্রামের জনসাধারণের স্বার্থে একটি সাধারণ পাঠাগার স্থাপনের ব্যবস্থা করার জন্য আকুল আবেদন করছি। এটি আমাদের সমাজকে উচ্চশিক্ষিত এবং উন্নত একটি সমাজ গড়ার সুযোগ প্রদান করবে।
বিনীত নিবেদক,
হলিধানী গ্রামবাসীর পক্ষে
১. মো. আব্দুল কাইয়ুম হোসেন
২. নুসরাত জাহান (মৌরী)
পাঠাগার স্থাপনের জন্য চেয়ারম্যানের নিকট আবেদন
তারিখঃ ১০ই ফেব্রুয়ারি ২০২১
বরাবর,
উপজেলা চেয়ারম্যান,
গোদাগাড়ী উপজেলা পরিষদ,
রাজশাহী।
বিষয়: গোদাগাড়ী পূর্বপাড়ায় পাঠাগার স্থাপনের জন্য আবেদন।
মহোদয়,
আপনার কাছে সম্মানিতভাবে জানাতে চাই যে, গোদাগাড়ী পূর্বপাড়ায় হাইস্কুল ও প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রীদের সংখ্যা দুই হাজারের বেশি। কিন্তু দুঃখের বিষয় হল, এখানে কোনো পাঠাগার নেই। শিক্ষার্থীদের জ্ঞান অর্জন, মানসিক বিকাশ এবং সৃজনশীল চিন্তার বিকাশের জন্য একটি পাঠাগার অত্যন্ত প্রয়োজন। তাছাড়া, এখানে দৈনিক এবং সাময়িক পত্রিকা পড়ারও কোন সুযোগ নেই। একটি পাঠাগার থাকলে তরুণরা তাদের অবসর সময়কে গঠনমূলক কাজে ব্যয় করতে পারবে।
সুতরাং, গোদাগাড়ী পূর্বপাড়ার স্থানীয় জনগণের স্বার্থে আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এখানে একটি পাঠাগার স্থাপন করার ব্যবস্থা করতে।
নিবেদক,
গোদাগাড়ী পূর্বপাড়ার জনগণের পক্ষ থেকে,
রোদেলা শারমিন
আরো কিছু গুরুত্বপূর্ন দরখাস্ত:
ছুটির জন্য আবেদন। নৈমত্তিক ছুটি, শিক্ষক ছুটি, অফিস ছুটির আবেদন
চাকরির আবেদনপত্র লেখার নিয়ম । চাকরির আবেদনেযা থাকতেই হবে