প্রশংসা পত্রের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র
প্রিয় শিক্ষার্থীরা,
আজ আমি আপনাদের সামনে প্রশংসাপত্রের জন্য আবেদন করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে এসেছি। প্রধান শিক্ষকের নিকট কিভাবে প্রশংসাপত্রের জন্য আবেদন করতে হয়, সেটি আপনাদের বুঝিয়ে দেব।
আবেদনপত্র লেখার জন্য কিছু নিয়ম এবং পদ্ধতি জানা প্রয়োজন। নিচে আমি আবেদনপত্র লেখার মূল বিষয়গুলো তুলে ধরছি। প্রশংসাপত্র পেতে হলে আপনাকে সঠিকভাবে আবেদনপত্রটি প্রস্তুত করতে হবে।
এখন চলুন, আমরা প্রশংসা পত্রের জন্য আবেদনপত্র লেখার নিয়মগুলো সম্পর্কে বিস্তারিত জানি।
প্রশংসা পত্রের জন্য আবেদন Class 9
তারিখ: ১২ জুন ২০২৪
প্রধান শিক্ষক
বি. কে. জি. সি. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
চুনারুঘাট, হবিগঞ্জ
বিষয়: প্রশংসাপত্রের জন্য আবেদন
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। আমি অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছি এবং বিদ্যালয়ে অনুষ্ঠিত বিভিন্ন বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি।
আমার পিতা সরকারি কর্মচারী হওয়ায় হঠাৎ তাকে রাজশাহীতে বদলি করা হয়েছে। পরিবারের সঙ্গে আমাকেও রাজশাহী যেতে হচ্ছে, এবং সেখানে আমাদের সপরিবার স্থানান্তরিত হবে। আমার হবিগঞ্জ থাকার মতো কোনো আত্মীয়-স্বজনও নেই। সংগত কারণেই আমার পিতা সিদ্ধান্ত নিয়েছেন আমাকে রাজশাহী কলেজিয়েট স্কুলে ভর্তি করাবেন।
তাহলে, আপনার কাছে প্রশংসাপত্রের জন্য আবেদন করছি।
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, নতুন বিদ্যালয়ে ভর্তির প্রয়োজনার্থে আমাকে একটি প্রশংসাপত্র প্রদান করে আমার লেখাপড়ার পথ সুগম করতে আপনার মর্জি হয়।
বিনীত,
আপনার অনুগত ছাত্রী
নদী হালদার
নবম শ্রেণি, রোল নম্বর – ১
প্রশংসা পত্রের জন্য আবেদন SSC HSC
১৯ আগস্ট, ২০১৯
বরাবর,
অধ্যক্ষ
নটর ডেম স্কুল এন্ড কলেজ, ঢাকা।
বিষয়: প্রশংসাপত্রের জন্য আবেদনপত্র
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার কলেজের একজন নিয়মিত শিক্ষার্থী। ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করে আমি জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। কলেজে আমার রোল নম্বর ছিল ১৭৫, এবং আমার পরীক্ষার রোল নম্বর ছিল 5077189। রেজিস্ট্রেশন নম্বর: 9578446165, বিভাগ: মানবিক, শিক্ষাবর্ষ: ২০১৮-২০১৯, বোর্ড: ঢাকা।
বর্তমানে একটি চাকরির মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আমার একটি প্রশংসাপত্রের প্রয়োজন।
অতএব, মহোদয়ের কাছে বিনীত অনুরোধ, আমার ফাইনাল পরীক্ষার ফলাফল ও কলেজ জীবনের আচরণের ভিত্তিতে আমাকে একটি প্রশংসাপত্র প্রদান করে উক্ত চাকরির মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য সহযোগিতা করবেন।
নিবেদক,
আপনার আনুগত্যশীল ছাত্র
আসাদ রহমান
বিভাগ: মানবিক, শিক্ষাবর্ষ: ২০২০-২০২১।
প্রশংসা পত্রের জন্য আবেদন Class 5
১৯ অক্টোবর, ২০২৪
বরাবর,
প্রধান শিক্ষক
শান্তি বিদ্যালয়, ঢাকা।
বিষয়: প্রশংসাপত্রের জন্য আবেদনপত্র
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার নাম রিফাত সজল, এবং আমার রোল নম্বর ১৫। আমি বিদ্যালয়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক সুনাম অর্জন করেছি এবং শ্রেণির পাঠদানেও ভালো ফলাফল করছি।
এখন আমার একটি প্রশংসাপত্রের প্রয়োজন, কারণ আমি আগামী মাসে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। এই প্রশংসাপত্রটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অতএব, মহোদয়ের কাছে বিনীত আবেদন, আমার ভালো ফলাফল ও আচরণের ভিত্তিতে আমাকে একটি প্রশংসাপত্র প্রদান করে আমার এই প্রয়োজনে সাহায্য করবেন।
নিবেদক,
আপনার নিষ্ঠাবান ছাত্র
রিফাত সজল
পঞ্চম শ্রেণি, রোল নম্বর: ১৫
প্রশংসা পত্রের জন্য আবেদন SSC
১৩ এপ্রিল, ২০১৫
বরাবর
প্রধান শিক্ষক
বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
কোতয়ালি, ঢাকা-১১০০
বিষয়: প্রশংসাপত্রের জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন করছি, আমি মেহেরুন্নেসা মিতা, পিতার নাম মাহতাম উদ্দীন আহমদ এবং মাতার নাম মোরশেদা আহমেদ, সান্দ্র কুঞ্জ, ৭/১৭, ওয়ারী, ঢাকা-১১০০। আমি আপনার বিদ্যালয় থেকে ২০১৫ সালে অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ অর্জন করেছি। আমার রোল নম্বর ০৭১৭২৭ এবং রেজিস্ট্রেশন নম্বর ২৭০৫০৮। আমি বিজ্ঞানের বিভাগের ছাত্রী।
বিদ্যালয়ে থাকা অবস্থায় আমি কোনো আইনশৃঙ্খলা বিরোধী কার্যক্রমে অংশ নিইনি। উচ্চশিক্ষা গ্রহণের জন্য একটি চারিত্রিক ও শিক্ষাবিষয়ক প্রশংসাপত্রের প্রয়োজন।
অতএব, উপরে উল্লেখিত বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমাকে একটি চারিত্রিক ও শিক্ষাবিষয়ক প্রশংসাপত্র প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
বিনয়াবনত,
মেহেরুন্নেসা মিতা
সংযুক্তি:
১. পরীক্ষার প্রবেশপত্রের কপি
আরো কিছু গুরুত্বপূর্ন দরখাস্ত দেখুন: