বাংলাদেশ বিষয়াবলী

বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত গুরুত্বপূর্ন সাধারন জ্ঞান প্রশ্নোত্তর।

বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কিত সাধারন জ্ঞান যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। এখানে আছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশ বিষয়াবলী ৪৮তম বিসিএস প্রস্তুতি, ১৯তম শিক্ষক নিবন্ধন, সাম্প্রতিক প্রশ্নোত্তর লিখিত পরীক্ষার প্রশ্নোত্তর। নিয়মিত আপডেট ফলো করুন ফেসবুক এবং ইউটিউব-এ।

প্রশ্ন ১: গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: খুলনা।

প্রশ্ন ২: বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোন জনগোষ্ঠী থেকে?
উত্তর: অস্ট্রিক জনগোষ্ঠী থেকে।

প্রশ্ন ৩: বর্তমান ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
উত্তর: বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল।

প্রশ্ন ৪: ‘বাংলা’ নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে উল্লেখিত হয়েছে?
উত্তর: আইন-ই-আকবরী।

প্রশ্ন ৫: কোন পর্যটক চতুর্দশ শতকে সোনারগাঁও ভ্রমণ করেছিলেন?
উত্তর: ইবনে বতুতা।

প্রশ্ন ৬: বাংলার ‘মাৎস্যন্যায়’ সময়কালকে কোন শতকে উল্লেখ করা হয়?
উত্তর: ৭ম-৮ম শতকে।

প্রশ্ন ৭: বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে?
উত্তর: ১২০৪ সালে।

প্রশ্ন ৮: বাংলার নাম ‘বুগলাকপুর’ বা ‘বিদ্রোহের নগরী’ হিসাবে কোন গ্রন্থে উল্লেখ আছে?
উত্তর: তারিখ-ই-ফিরোজশাহীতে।

প্রশ্ন ৯: বাংলার ভাষাভাষী অঞ্চল কখন ‘বাঙ্গালা’ নামে পরিচিত হয়ে ওঠে?
উত্তর: শামসউদ্দিন ইলিয়াস শাহ’র আমলে।

প্রশ্ন ১০: বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন?
উত্তর: গিয়াসউদ্দীন মাহমুদ শাহ।

প্রশ্ন ১১: বারো ভূঁইয়া কারা ছিলেন?
উত্তর: বড় বড় স্বাধীন জমিদার।

প্রশ্ন ১২: ঢাকা শহরের গোড়াপত্তন কখন হয়?
উত্তর: মুঘল আমলে।

প্রশ্ন ১৩: ঢাকার ধোলাইখাল কে খনন করেন?
উত্তর: মুঘল সুবাদার ইসলাম খান।

প্রশ্ন ১৪: বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর: মুর্শিদকুলী খান।

প্রশ্ন ১৫: ফিরিঙ্গি বলা হয় কাদের?
উত্তর: পর্তুগিজদের।

প্রশ্ন ১৬: ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে কত সালে?
উত্তর: ১৭৬৫ সালে।

প্রশ্ন ১৭: হিন্দু বিধবা বিবাহ আইন কবে প্রণীত হয়?
উত্তর: ২৬ জুলাই ১৮৫৬।

প্রশ্ন ১৮: বাংলায় নীল চাষের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা কোথায় হয়?
উত্তর: কুষ্টিয়ায়।

প্রশ্ন ১৯: ঢাকায় সিপাহিবিদ্রোহের স্মৃতিবিজড়িত স্থান কোনটি?
উত্তর: বাহাদুর শাহ পার্ক।

প্রশ্ন ২০: যে চাকমা রাজা ইংরেজ কোম্পানিকে রাজস্ব দিতে অস্বীকৃতি জানান তিনি কে ছিলেন?
উত্তর: জোয়ান বক্স।

প্রশ্ন ২১: ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কোনটি?
উত্তর: ফকির-সন্ন্যাসী বিদ্রোহ।

বাংলাদেশের কৃষিজ সম্পদ সংক্রান্ত প্রশ্নোত্তর

প্রশ্ন: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) কোথায় অবস্থিত?
উত্তর: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) গাজীপুরে অবস্থিত।

প্রশ্ন: বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারের পূর্বনাম কী ছিল?
উত্তর: বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারের পূর্বনাম ছিল রাষ্ট্রপতি পুরস্কার।

প্রশ্ন: জাতীয় পাট দিবস কবে পালিত হয়?
উত্তর: জাতীয় পাট দিবস ৬ মার্চ পালিত হয়।

প্রশ্ন: পাটের জিনোম আবিষ্কারের সাথে কার নাম জড়িত?
উত্তর: পাটের জিনোম আবিষ্কারক হলেন ড. মাকসুদুল আলম।

প্রশ্ন: ইরাটম কী?
উত্তর: ইরাটম হলো উন্নতজাতের ধানের একটি জাত।

প্রশ্ন: কোন ধান জিংকসমৃদ্ধ?
উত্তর: ব্রি বঙ্গবন্ধু-১০০ ধানটি জিংকসমৃদ্ধ।

প্রশ্ন: বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত?
উত্তর: বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় ২ কোটি ২৫ লক্ষ একর।

প্রশ্ন: পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কোন সালে প্রণয়ন করা হয়?
উত্তর: পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ সালে প্রণয়ন করা হয়।

প্রশ্ন: বাংলাদেশে সবচেয়ে বেশি কোন ধান উৎপাদিত হয়?
উত্তর: বাংলাদেশে সবচেয়ে বেশি বোরো ধান উৎপাদিত হয়।

প্রশ্ন: কৃষির রবি মৌসুম কবে থেকে কবে পর্যন্ত?
উত্তর: কৃষির রবি মৌসুম কার্তিক থেকে ফাল্গুন মাস পর্যন্ত।


বাংলাদেশের জনসংখ্যা, জনশুমারি, জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত প্রশ্নোত্তর

প্রশ্ন: ভারতবর্ষে প্রথম জনশুমারি কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ভারতবর্ষে প্রথম জনশুমারি ১৮৭২ সালে অনুষ্ঠিত হয়।

প্রশ্ন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তর: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে।

প্রশ্ন: সর্বশেষ জনশুমারি কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: সর্বশেষ জনশুমারি ১৫-২১ জুন ২০২২ সালে অনুষ্ঠিত হয়।

প্রশ্ন: বাংলাদেশে এ পর্যন্ত কয়বার জনশুমারি হয়েছে?
উত্তর: বাংলাদেশে এ পর্যন্ত ৬ বার জনশুমারি অনুষ্ঠিত হয়েছে।

প্রশ্ন: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, বাংলাদেশের গড় আয়ু কত?
উত্তর: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, বাংলাদেশের গড় আয়ু ৭২.৩ বছর।

প্রশ্ন: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, প্রতি বর্গ কিমিতে জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তর: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, প্রতি বর্গ কিমিতে জনসংখ্যার ঘনত্ব ১১৭১ জন।

প্রশ্ন: বাংলাদেশে মোট ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত?
উত্তর: বাংলাদেশে মোট ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা ৫০টি।

প্রশ্ন: সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বাস করে?
উত্তর: সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে বাস করে।

প্রশ্ন: মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বেশি বাস করে?
উত্তর: মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠী মৌলভীবাজারে বেশি বাস করে।

প্রশ্ন: একমাত্র মুসলিম ধর্মাবলম্বী ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম কী?
উত্তর: একমাত্র মুসলিম ধর্মাবলম্বী ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম পাঙন।

বাংলাদেশের অর্থনীতি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

প্রশ্ন: বাংলাদেশে প্রথম VAT (ভ্যাট) চালু হয় কবে?

উত্তর: ১৯৯১ সালে।

প্রশ্ন: ECNEC’র (একনেক) সভাপতি কে?

উত্তর: বাংলাদেশের প্রধানমন্ত্রী।

প্রশ্ন: e-TIN (ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর) চালু করা হয় কবে?

উত্তর: ২০১৩ সালে।

প্রশ্ন: মানি লন্ডারিং প্রতিরোধ আইন কবে প্রবর্তিত হয়?

উত্তর: ২০১২ সালে।

প্রশ্ন: বাংলাদেশ কখন নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়?

উত্তর: ১ জুলাই ২০১৫ সালে।

প্রশ্ন: BIDA এর পূর্ণরূপ কী?

উত্তর: Bangladesh Investment Development Authority (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ)।


বাংলাদেশের শিল্প ও বাণিজ্য

প্রশ্ন: বাংলাদেশে সরকারি ইপিজেড (EPZ) এর সংখ্যা কত?

উত্তর: ৮টি।

প্রশ্ন: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, জিডিপিতে শিল্প খাতের অবদান কত?

উত্তর: ৩৭.৯৫%।

প্রশ্ন: বাংলাদেশে জাতীয় পণ্য মান নির্ধারণকারী প্রতিষ্ঠান কোনটি?

উত্তর: BSTI (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন)।

প্রশ্ন: ব্যাংক নোট হিসেবে কোন কোন মুদ্রা অন্তর্ভুক্ত নয়?

উত্তর: ২ এবং ৫ টাকার নোট ব্যাংক নোট হিসেবে বিবেচিত নয়।

প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে বড় কাগজকল কোনটি?

উত্তর: কর্ণফুলী পেপার মিল।

বাংলাদেশের সরকারব্যবস্থা সম্পর্কিত সাধারণ জ্ঞান

প্রশ্ন: বাংলাদেশের সরকারব্যবস্থা কেমন?
উত্তর: বাংলাদেশ একটি গণতান্ত্রিক সংসদীয় সরকারব্যবস্থা অনুসরণ করে।

প্রশ্ন: জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইনের নাম কী?
উত্তর: জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইনকে বলা হয় R.P.O (Representation of the People Order)।

প্রশ্ন: আইন প্রণয়নের সর্বোচ্চ প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: আইন প্রণয়নের সর্বোচ্চ প্রতিষ্ঠান জাতীয় সংসদ।

প্রশ্ন: স্বাধীন বাংলাদেশে প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ৭ মার্চ ১৯৭৩ সালে।

প্রশ্ন: রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ কাকে বলা হয়?
উত্তর: গণমাধ্যমকে।

প্রশ্ন: জাতীয় সংসদের ১নং আসন কোনটি?
উত্তর: পঞ্চগড়।

প্রশ্ন: বাংলাদেশ সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক কে?
উত্তর: রাষ্ট্রপতি।

প্রশ্ন: রাষ্ট্রপতির ক্ষমার অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে?
উত্তর: ৪৯ নং অনুচ্ছেদে।

প্রশ্ন: সরকারি বিল কে উত্থাপন করেন?
উত্তর: মন্ত্রিগণ।

প্রশ্ন: জরুরি অবস্থা ও ক্রান্তিকালনীতি সংবলিত সংবিধানের অনুচ্ছেদ কোনটি?
উত্তর: ১৪১ (ক)।

প্রশ্ন: বাংলাদেশে স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি কবে হয়?
উত্তর: ১৯৭৬ সালে।

প্রশ্ন: স্থানীয় সরকার কাঠামোর সবচেয়ে কার্যকর ইউনিট কোনটি?
উত্তর: ইউনিয়ন পরিষদ।


বাংলাদেশের জাতীয় অর্জন

প্রশ্ন: বাংলাদেশ কততম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হয়?
উত্তর: ৫৭তম।

প্রশ্ন: ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ কী?
উত্তর: দুটি সাবমেরিন।

প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ কবে লাভ করে?
উত্তর: ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে।

প্রশ্ন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ প্রথম কবে অংশগ্রহণ করে?
উত্তর: ১৯৮৮ সালে।

প্রশ্ন: বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?
উত্তর: কমনওয়েলথ।

প্রশ্ন: এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি কে?
উত্তর: মুসা ইব্রাহিম।

প্রশ্ন: বাংলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫৫ সালে।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম উপগ্রহ ভূকেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: রাঙামাটিতে।

প্রশ্ন: বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস কবে লাভ করে?
উত্তর: ২৬ জুন ২০০০।

প্রশ্ন: এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথম কবে অংশগ্রহণ করে?
উত্তর: ১৯৮৬ সালে

প্রশ্নঃ বাংলাদেশের তৃতীয় সমুদ্রবন্দর কোনটি?
উত্তরঃ পায়রা।

প্রশ্নঃ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা ও রপ্তানির প্রধান খাত কোনটি?
উত্তরঃ তৈরি পোশাক।

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে যে দেশের সাথে?
উত্তরঃ চীন।

প্রশ্নঃ বাংলাদেশে প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে কোন ব্যাংক?
উত্তরঃ ব্যাংক এশিয়া।

প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন?
উত্তরঃ আ. ন. ম. হামিদুল্লাহ।

বাংলাদেশের সংবিধান সংক্রান্ত প্রশ্নোত্তর

প্রশ্নঃ সংবিধান কী?
উত্তরঃ সংবিধান হলো রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবনবিধান (এরিস্টটল)।

প্রশ্নঃ বাংলাদেশ সংবিধানের রক্ষক কে?
উত্তরঃ সুপ্রিম কোর্ট।

প্রশ্নঃ কোন অনুচ্ছেদে ‘প্রজাতন্ত্রের রাষ্ট্র ভাষা বাংলা’ উল্লেখ রয়েছে?
উত্তরঃ ৩ নং অনুচ্ছেদ।

প্রশ্নঃ ফ্লোর ক্রসিং সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে?
উত্তরঃ ৭০ নং অনুচ্ছেদে।

প্রশ্নঃ জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন?
উত্তরঃ রাষ্ট্রপতি।

প্রশ্নঃ প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
উত্তরঃ ১১৭ নং অনুচ্ছেদে।

প্রশ্নঃ ‘ধর্মীয় স্বাধীনতা’ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
উত্তরঃ ৪১ নং অনুচ্ছেদে।

প্রশ্নঃ প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেন?
উত্তরঃ রাষ্ট্রপতি।

বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা

প্রশ্নঃ ‘ভারত ছাড়’ আন্দোলন কবে শুরু হয়?
উত্তরঃ ১৯৪২ সালে।

প্রশ্নঃ প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিকল্প সরকার কে?
উত্তরঃ বিরোধী দল।

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল কোনটি?
উত্তরঃ বাংলাদেশ আওয়ামী লীগ।

প্রশ্নঃ কাগমারি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ টাঙ্গাইলের সন্তোষে।

প্রশ্নঃ রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ কী?
উত্তরঃ সুশীল সমাজ।

প্রশ্নঃ আইন ও সালিশ কেন্দ্র কোন ধরনের সংস্থা?
উত্তরঃ মানবাধিকার।

শেষ কথা:

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষার জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স জানা খুব জরুরী। নিয়মিত আপডেট পেতে মাই ক্লাসরুমের সাথে থাকুন। প্রতিদিনের আপডেট জানুন নিয়মিত।

M@mun

Hasan Al Mamun is a dedicated teacher, blogger, and YouTuber who has achieved great success in his field. He was born to parents Shahjahan Topodar and Masrura Begum and grew up with a love for learning and exploration. After completing his Bachelor's degree, Hasan pursued a Master's degree in Accounting and excelled in his studies. He then began his career as a teacher, sharing his knowledge and passion for accounting with his students. In addition to teaching, Hasan is also an avid blogger and YouTuber, creating content that educates and inspires his viewers. His YouTube channel, "My Classroom," has grown to an impressive 240,000 subscribers, earning him a silver play button from YouTube. Hasan's interests include book reading, travelling, gardening, and writing, and he often incorporates these passions into his work. He strives to create an honest and supportive community in all of his endeavors, encouraging his followers to learn and grow alongside him. Overall, Hasan Al Mamun is a talented and dedicated individual who has made a significant impact in the fields of education, blogging, and content creation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button