শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি। NTRCA Exam Preparation
![শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি। NTRCA Exam Preparation শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি। NTRCA Exam Preparation](/wp-content/uploads/2024/10/সাধারন-জ্ঞান-1-780x470.jpg)
শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি বাংলা
প্রশ্ন: বাংলা ভাষার আদি নিদর্শন কী?
উত্তর: চর্যাপদ।
প্রশ্ন: মধ্যযুগের শেষ কবি কে?
উত্তর: ভারতচন্দ্র রায় গুণাকর।
প্রশ্ন: যুগসন্ধিক্ষণের কবি কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত।
প্রশ্ন: চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
প্রশ্ন: ‘রিক্সা/রিকশা’ শব্দটি কোন ভাষার?
উত্তর: জাপানি।
প্রশ্ন: ‘ভানুসিংহ’ কার ছদ্মনাম?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের।
প্রশ্ন: ‘সঞ্চয়িতা’ কে রচনা করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: ‘বিদ্রোহী’ কবিতা কোথায় প্রকাশিত হয়?
উত্তর: সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায়।
প্রশ্ন: ‘পাবক’ এর সমার্থক শব্দ কী?
উত্তর: অগ্নি।
প্রশ্ন: ‘অলীক’ এর বিপরীত শব্দ কী?
উত্তর: সত্য।
প্রশ্ন: ‘সুলতানার স্বপ্ন’ কী ধরনের রচনা?
উত্তর: উপন্যাস।
প্রশ্ন: ‘বন্দী শিবির থেকে’ কে রচনা করেন?
উত্তর: শামসুর রাহমান।
প্রশ্ন: Ratio শব্দের পারিভাষিক রূপ কী?
উত্তর: অনুপাত।
প্রশ্ন: অর্থানুসারে শব্দ কয় প্রকার?
উত্তর: ৩ প্রকার।
প্রশ্ন: “বাবা বাড়ি নেই।” এখানে ‘বাড়ি’ কী?
উত্তর: অধিকরণে শূন্য।
প্রশ্ন: ‘তেপান্তর’ কোন সমাসের উদাহরণ?
উত্তর: দ্বিগু সমাস।
প্রশ্ন: অন্যদিকে মন নেই যার এককথায় কী বলা হয়?
উত্তর: অনন্যমনা।
প্রশ্ন: ‘বনস্পতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর: বন+পতি।
প্রশ্ন: ‘কর্তব্য’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?
উত্তর: √কৃ+তব্য।
প্রশ্ন: উপসর্গ কোন জাতীয় শব্দাংশ?
উত্তর: অব্যয়।
প্রশ্ন: কমা অপেক্ষা বেশি বিরতি হলে কী বসে?
উত্তর: সেমিকোলন (:)।
প্রশ্ন: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্মানজনক ডিলিট ডিগ্রি কোথা থেকে লাভ করেন?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
প্রশ্ন: বাংলা ভাষার মূল উৎস কী?
উত্তর: বৈদিক ভাষা।
প্রশ্ন: বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কী?
উত্তর: শ্রীকৃষ্ণকীর্তন।
প্রশ্ন: সাধু ও চলিত রীতিতে অভিন্নভাবে ব্যবহৃত হয় কী?
উত্তর: অব্যয়।
প্রশ্ন: ভাষার যে রীতি তৎসম শব্দবহুল তা কী?
উত্তর: সাধুরীতি।
প্রশ্ন: প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকা কোনটি?
উত্তর: সবুজপত্র।
প্রশ্ন: ‘কলম’ শব্দটি কোন ভাষার?
উত্তর: আরবি।
প্রশ্ন: ‘পাউরুটি’ শব্দটি কোন ভাষার?
উত্তর: পর্তুগিজ।
প্রশ্ন: ‘আবির্ভাব’ এর বিপরীত শব্দ কী?
উত্তর: তিরোভাব।
প্রশ্ন: ‘জায়া’ শব্দের সমার্থক শব্দ কী?
উত্তর: অর্ধাঙ্গিনী।
প্রশ্ন: ‘সাক্ষী গোপাল’ বাগ্ধারার অর্থ কী?
উত্তর: নিষ্ক্রিয় দর্শক।
প্রশ্ন: সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে?
উত্তর: কমা।
প্রশ্ন: ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ড. মুহম্মদ শহীদুল্লাহ্।
প্রশ্ন: যে যতিচিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই তা কী?
উত্তর: হাইফেন।
NTRCA Exam Preparation English
Question: What does ‘to read between the lines’ mean?
Answer: To grasp the hidden meaning.
Question: What is the underlined word in “Do you enjoy teaching?”
Answer: Gerund.
Question: “English across the world is spoken.” What does this imply?
Answer: English is spoken worldwide.
Question: What is the passive form of “Who will help you?”
Answer: By whom will you be helped?
Question: Fill in the blank: “I am used ___ in crowded places.”
Answer: To studying.
Question: What does “a speech full of many words” mean?
Answer: A verbose speech.
Question: What does ‘gave in’ mean in “The enemy gave in at last”?
Answer: Yielded.
Question: What does the phrase ‘get the axe’ mean?
Answer: Lose the job.
Question: “The spectator was a lady, wasn’t she?” What is the tag question here?
Answer: Wasn’t she.
Question: Complete the sentence: “Now many women are working ___ home with men.”
Answer: Outside.
Question: What is the verb form of ‘Deceit’?
Answer: Deceive.
Question: What is the singular form of ‘Criteria’?
Answer: Criterion.
Question: What is the adjective form of ‘Contribution’?
Answer: Contributional.
Question: Transform “Move and Die” into a simple sentence.
Answer: By moving, you will die.
Question: What is the synonym of ‘intimidate’?
Answer: Frighten.
Question: What is the antonym of the word ‘delete’?
Answer: Insert.
Question: What is the active form of “A letter is going to be written by me”?
Answer: I am going to write a letter.
Question: What is the meaning of the phrase ‘Beat about the bush’?
Answer: Where you see ashes, look carefully (Bangla: যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই)।
Question: What does ‘off and on’ mean in “He visits the school off and on”?
Answer: Occasionally.
Question: Fill in the blank: “I have left the room but he ___ the room.”
Answer: Has entered.
Question: Complete the question: “What is the time ___ your watch?”
Answer: By.
Question: Transform “I know you” into a complex sentence.
Answer: I know who you are.
Question: Fill in the blank: “In ___ course of time, he became a famous writer.”
Answer: The.
Question: Complete the sentence: “Poly ran fast lest she ___ miss the class.”
Answer: Should.
Question: Translate into English: অসারের তর্জন গর্জন সার।
Answer: A barking dog seldom bites.
Question: What does the underlined phrase mean in “The doctor will come back to the ward in no time”?
Answer: Instantly.
Question: Are “The memoranda ___ not important”? Fill in the blank.
Answer: Are.
Question: What does the word ‘decade’ refer to?
Answer: Ten years.
Question: Complete the sentence: “None but the brave deserve ___ fair.”
Answer: The, the.
Question: What is the assertive form of “Who does not like a rose?”
Answer: Everyone likes a rose.
Question: Complete the sentence: “Had you walked fast, you ___ the train.”
Answer: Would not have missed.
Question: Translate into English: গাছে এখনো ফল ধরে নাই।
Answer: The tree has not yet borne fruit.
Question: What does the word ‘heritage’ refer to?
Answer: Tradition.
Question: Fill in the blank: “Ignorance is an obstacle ___ progress.”
Answer: To.
Question: Complete the sentence: “Fifty miles ___ not a long distance.”
Answer: Is.
Question: What is the verb form of ‘danger’?
Answer: Endanger.
Question: What is the antonym of ‘vice’?
Answer: Virtue.
Question: Which is the correctly spelled word?
Answer: Millennium.
Question: What type of word is ‘homely’?
Answer: Adjective.
Question: Complete the question: “What ___ (do) at this moment?”
Answer: Are you doing.
Question: What does ‘adulteration’ mean?
Answer: To make impure by adding inferior ingredients.
Question: Complete the sentence: “It is high time we ___ (change) our food habit.”
Answer: Changed.
Question: Fill in the blank: “Five liters of milk is contained ___ the pot.”
Answer: In.
Question: What does the phrase ‘at loggerheads’ mean?
Answer: Quarreling.
Question: What does ‘leave no stone unturned’ mean?
Answer: Try every possible means.
Question: Fill in the blank: “Would you mind ___ me a cup of tea?”
Answer: Giving.
Question: What is the antonym of ‘rear’?
Answer: Front.
Question: Complete the sentence: “At the scene, ___ mother arose in her.”
Answer: The.
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
প্রশ্ন: পুণ্ড্রনগর যে জেলায় অবস্থিত?
উত্তর: বগুড়া।
প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: কক্সবাজার।
প্রশ্ন: পুলিশী সাহায্য পাওয়ার শর্টকোড কী?
উত্তর: ৯৯৯।
প্রশ্ন: দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত?
উত্তর: ৩.৩২ কিলোমিটার।
প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় সংঘটিত হয়?
উত্তর: চুকনগরে।
প্রশ্ন: ‘সিন্দুরী’ বাংলাদেশের কৃষিক্ষেত্রে কীসের নাম?
উত্তর: আলু।
প্রশ্ন: জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলিত হয়?
উত্তর: ২ মার্চ ১৯৭১।
প্রশ্ন: “গ্রিন পিস” কী?
উত্তর: একটি পরিবেশবাদী সংগঠন।
প্রশ্ন: আসাদগেট নামের পটভূমি কী?
উত্তর: ১৯৬৯ সালের অভ্যুত্থান।
প্রশ্ন: ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে?
উত্তর: ১৯৯৭ সালে।
প্রশ্ন: বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?
উত্তর: লালপুর।
প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি?
উত্তর: শ্যামনগর।
প্রশ্ন: ‘মনপুরা ৭০’ কী?
উত্তর: এটি একটি চিত্রশিল্প।
প্রশ্ন: বাংলাদেশের যে জেলায় দুই দেশের সীমানা রয়েছে তা কোনটি?
উত্তর: রাঙ্গামাটি।
প্রশ্ন: বাংলাদেশে বয়স্ক ভাতা কবে চালু হয়?
উত্তর: ১৯৯৮ সালে।
প্রশ্ন: নদী ছাড়া মহানন্দা কী?
উত্তর: আম।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম ইপিজেড (EPZ) কোথায়?
উত্তর: চট্টগ্রামে।
প্রশ্ন: মূল্য সংযোজন কর কী ধরনের কর?
উত্তর: এটি একটি পরোক্ষ কর।
প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?
উত্তর: ইরাক।
প্রশ্ন: জাতীয় সংবিধান দিবস কবে পালিত হয়?
উত্তর: ৪ নভেম্বর।
প্রশ্ন: বৃহত্তম ঢাকা যে জনপদের অন্তর্ভুক্ত ছিল তা কোনটি?
উত্তর: বঙ্গ।
প্রশ্ন: বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি?
উত্তর: পুণ্ড্র।
আন্তর্জাতিক
প্রশ্ন: বৌদ্ধধর্মের বিখ্যাত নিদর্শন ‘তক্ষশীলা’ কোথায় অবস্থিত?
উত্তর: পাকিস্তানে।
প্রশ্ন: লোহিত সাগর যে দুটি মহাদেশকে পৃথক করে তা কী কী?
উত্তর: আফ্রিকা ও এশিয়া।
প্রশ্ন: ‘ভেটো’ শব্দটি কোথা থেকে এসেছে?
উত্তর: ল্যাটিন থেকে।
প্রশ্ন: ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মাঝে কী অবস্থিত?
উত্তর: জিব্রাল্টার প্রণালি।
প্রশ্ন: “ওয়াটার লু” যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
উত্তর: বেলজিয়াম।
প্রশ্ন: OPEC-এর সচিবালয় কোথায় অবস্থিত?
উত্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
প্রশ্ন: আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
উত্তর: ৮ মার্চ।
প্রশ্ন: রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কী?
উত্তর: ক্রেমলিন।
প্রশ্ন: জাপানের পার্লামেন্টের নাম কী?
উত্তর: ডায়েট।
প্রশ্ন: রাশিয়ার মুদ্রার নাম কী?
উত্তর: রুবল।
প্রশ্ন: যে শহরটি ‘বিগ অ্যাপেল’ নামে পরিচিত তা কোনটি?
উত্তর: নিউইয়র্ক।
প্রশ্ন: ‘War and Peace’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: লিও টলস্টয়।
প্রশ্ন: তুরস্কের মুদ্রার নাম কী?
উত্তর: লিরা।
প্রশ্ন: যুক্তরাষ্ট্রের সরকারব্যবস্থা কী?
উত্তর: রাষ্ট্রপতি শাসিত।
বিজ্ঞান, পরিবেশ ও রোগব্যাধি
প্রশ্ন: খাদ্যশক্তি কী দ্বারা পরিমাপ করা হয়?
উত্তর: কিলো ক্যালরিতে।
প্রশ্ন: অতি বেগুনি রশ্মি কোথা থেকে আসে?
উত্তর: সূর্য থেকে।
প্রশ্ন: কম্পিউটার শব্দের অর্থ কী?
উত্তর: গণনাকারী বা হিসাবকারী যন্ত্র।
প্রশ্ন: ব্যাকটেরিয়া কী?
উত্তর: এটি একটি অণুজীব।
প্রশ্ন: গ্রিনিচ মান সময়ের চেয়ে বাংলাদেশ কত ঘণ্টা এগিয়ে?
উত্তর: ৬ ঘণ্টা।
প্রশ্ন: প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় সংরক্ষিত থাকে?
উত্তর: ক্লিপবোর্ডে।
প্রশ্ন: আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
উত্তর: লুব্ধক।
প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু কী?
উত্তর: প্লাটিনাম।
প্রশ্ন: দেহ বৃদ্ধিকারক হরমোনের নাম কী?
উত্তর: থাইরক্সিন।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি?
উত্তর: পিপীলিকা।