NTRCA

শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি। NTRCA Exam Preparation

শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি বাংলা

প্রশ্ন: বাংলা ভাষার আদি নিদর্শন কী?
উত্তর: চর্যাপদ।

প্রশ্ন: মধ্যযুগের শেষ কবি কে?
উত্তর: ভারতচন্দ্র রায় গুণাকর।

প্রশ্ন: যুগসন্ধিক্ষণের কবি কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত।

প্রশ্ন: চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্ন: ‘রিক্সা/রিকশা’ শব্দটি কোন ভাষার?
উত্তর: জাপানি।

প্রশ্ন: ‘ভানুসিংহ’ কার ছদ্মনাম?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের।

প্রশ্ন: ‘সঞ্চয়িতা’ কে রচনা করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন: ‘বিদ্রোহী’ কবিতা কোথায় প্রকাশিত হয়?
উত্তর: সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায়।

প্রশ্ন: ‘পাবক’ এর সমার্থক শব্দ কী?
উত্তর: অগ্নি।

প্রশ্ন: ‘অলীক’ এর বিপরীত শব্দ কী?
উত্তর: সত্য।

প্রশ্ন: ‘সুলতানার স্বপ্ন’ কী ধরনের রচনা?
উত্তর: উপন্যাস।

প্রশ্ন: ‘বন্দী শিবির থেকে’ কে রচনা করেন?
উত্তর: শামসুর রাহমান।

প্রশ্ন: Ratio শব্দের পারিভাষিক রূপ কী?
উত্তর: অনুপাত।

প্রশ্ন: অর্থানুসারে শব্দ কয় প্রকার?
উত্তর: ৩ প্রকার।

প্রশ্ন: “বাবা বাড়ি নেই।” এখানে ‘বাড়ি’ কী?
উত্তর: অধিকরণে শূন্য।

প্রশ্ন: ‘তেপান্তর’ কোন সমাসের উদাহরণ?
উত্তর: দ্বিগু সমাস।

প্রশ্ন: অন্যদিকে মন নেই যার এককথায় কী বলা হয়?
উত্তর: অনন্যমনা।

প্রশ্ন: ‘বনস্পতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর: বন+পতি।

প্রশ্ন: ‘কর্তব্য’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?
উত্তর: √কৃ+তব্য।

প্রশ্ন: উপসর্গ কোন জাতীয় শব্দাংশ?
উত্তর: অব্যয়।

প্রশ্ন: কমা অপেক্ষা বেশি বিরতি হলে কী বসে?
উত্তর: সেমিকোলন (:)।

প্রশ্ন: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্মানজনক ডিলিট ডিগ্রি কোথা থেকে লাভ করেন?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।

প্রশ্ন: বাংলা ভাষার মূল উৎস কী?
উত্তর: বৈদিক ভাষা।

প্রশ্ন: বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কী?
উত্তর: শ্রীকৃষ্ণকীর্তন।

প্রশ্ন: সাধু ও চলিত রীতিতে অভিন্নভাবে ব্যবহৃত হয় কী?
উত্তর: অব্যয়।

প্রশ্ন: ভাষার যে রীতি তৎসম শব্দবহুল তা কী?
উত্তর: সাধুরীতি।

প্রশ্ন: প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকা কোনটি?
উত্তর: সবুজপত্র।

প্রশ্ন: ‘কলম’ শব্দটি কোন ভাষার?
উত্তর: আরবি।

প্রশ্ন: ‘পাউরুটি’ শব্দটি কোন ভাষার?
উত্তর: পর্তুগিজ।

প্রশ্ন: ‘আবির্ভাব’ এর বিপরীত শব্দ কী?
উত্তর: তিরোভাব।

প্রশ্ন: ‘জায়া’ শব্দের সমার্থক শব্দ কী?
উত্তর: অর্ধাঙ্গিনী।

প্রশ্ন: ‘সাক্ষী গোপাল’ বাগ্‌ধারার অর্থ কী?
উত্তর: নিষ্ক্রিয় দর্শক।

প্রশ্ন: সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে?
উত্তর: কমা।

প্রশ্ন: ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ড. মুহম্মদ শহীদুল্লাহ্।

প্রশ্ন: যে যতিচিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই তা কী?
উত্তর: হাইফেন।

NTRCA Exam Preparation English

Question: What does ‘to read between the lines’ mean?
Answer: To grasp the hidden meaning.

Question: What is the underlined word in “Do you enjoy teaching?”
Answer: Gerund.

Question: “English across the world is spoken.” What does this imply?
Answer: English is spoken worldwide.

Question: What is the passive form of “Who will help you?”
Answer: By whom will you be helped?

Question: Fill in the blank: “I am used ___ in crowded places.”
Answer: To studying.

Question: What does “a speech full of many words” mean?
Answer: A verbose speech.

Question: What does ‘gave in’ mean in “The enemy gave in at last”?
Answer: Yielded.

Question: What does the phrase ‘get the axe’ mean?
Answer: Lose the job.

Question: “The spectator was a lady, wasn’t she?” What is the tag question here?
Answer: Wasn’t she.

Question: Complete the sentence: “Now many women are working ___ home with men.”
Answer: Outside.

Question: What is the verb form of ‘Deceit’?
Answer: Deceive.

Question: What is the singular form of ‘Criteria’?
Answer: Criterion.

Question: What is the adjective form of ‘Contribution’?
Answer: Contributional.

Question: Transform “Move and Die” into a simple sentence.
Answer: By moving, you will die.

Question: What is the synonym of ‘intimidate’?
Answer: Frighten.

Question: What is the antonym of the word ‘delete’?
Answer: Insert.

Question: What is the active form of “A letter is going to be written by me”?
Answer: I am going to write a letter.

Question: What is the meaning of the phrase ‘Beat about the bush’?
Answer: Where you see ashes, look carefully (Bangla: যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই)।

Question: What does ‘off and on’ mean in “He visits the school off and on”?
Answer: Occasionally.

Question: Fill in the blank: “I have left the room but he ___ the room.”
Answer: Has entered.

Question: Complete the question: “What is the time ___ your watch?”
Answer: By.

Question: Transform “I know you” into a complex sentence.
Answer: I know who you are.

Question: Fill in the blank: “In ___ course of time, he became a famous writer.”
Answer: The.

Question: Complete the sentence: “Poly ran fast lest she ___ miss the class.”
Answer: Should.

Question: Translate into English: অসারের তর্জন গর্জন সার।
Answer: A barking dog seldom bites.

Question: What does the underlined phrase mean in “The doctor will come back to the ward in no time”?
Answer: Instantly.

Question: Are “The memoranda ___ not important”? Fill in the blank.
Answer: Are.

Question: What does the word ‘decade’ refer to?
Answer: Ten years.

Question: Complete the sentence: “None but the brave deserve ___ fair.”
Answer: The, the.

Question: What is the assertive form of “Who does not like a rose?”
Answer: Everyone likes a rose.

Question: Complete the sentence: “Had you walked fast, you ___ the train.”
Answer: Would not have missed.

Question: Translate into English: গাছে এখনো ফল ধরে নাই।
Answer: The tree has not yet borne fruit.

Question: What does the word ‘heritage’ refer to?
Answer: Tradition.

Question: Fill in the blank: “Ignorance is an obstacle ___ progress.”
Answer: To.

Question: Complete the sentence: “Fifty miles ___ not a long distance.”
Answer: Is.

Question: What is the verb form of ‘danger’?
Answer: Endanger.

Question: What is the antonym of ‘vice’?
Answer: Virtue.

Question: Which is the correctly spelled word?
Answer: Millennium.

Question: What type of word is ‘homely’?
Answer: Adjective.

Question: Complete the question: “What ___ (do) at this moment?”
Answer: Are you doing.

Question: What does ‘adulteration’ mean?
Answer: To make impure by adding inferior ingredients.

Question: Complete the sentence: “It is high time we ___ (change) our food habit.”
Answer: Changed.

Question: Fill in the blank: “Five liters of milk is contained ___ the pot.”
Answer: In.

Question: What does the phrase ‘at loggerheads’ mean?
Answer: Quarreling.

Question: What does ‘leave no stone unturned’ mean?
Answer: Try every possible means.

Question: Fill in the blank: “Would you mind ___ me a cup of tea?”
Answer: Giving.

Question: What is the antonym of ‘rear’?
Answer: Front.

Question: Complete the sentence: “At the scene, ___ mother arose in her.”
Answer: The.

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন: পুণ্ড্রনগর যে জেলায় অবস্থিত?
উত্তর: বগুড়া।

প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: কক্সবাজার।

প্রশ্ন: পুলিশী সাহায্য পাওয়ার শর্টকোড কী?
উত্তর: ৯৯৯।

প্রশ্ন: দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত?
উত্তর: ৩.৩২ কিলোমিটার।

প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় সংঘটিত হয়?
উত্তর: চুকনগরে।

প্রশ্ন: ‘সিন্দুরী’ বাংলাদেশের কৃষিক্ষেত্রে কীসের নাম?
উত্তর: আলু।

প্রশ্ন: জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলিত হয়?
উত্তর: ২ মার্চ ১৯৭১।

প্রশ্ন: “গ্রিন পিস” কী?
উত্তর: একটি পরিবেশবাদী সংগঠন।

প্রশ্ন: আসাদগেট নামের পটভূমি কী?
উত্তর: ১৯৬৯ সালের অভ্যুত্থান।

প্রশ্ন: ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে?
উত্তর: ১৯৯৭ সালে।

প্রশ্ন: বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?
উত্তর: লালপুর।

প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি?
উত্তর: শ্যামনগর।

প্রশ্ন: ‘মনপুরা ৭০’ কী?
উত্তর: এটি একটি চিত্রশিল্প।

প্রশ্ন: বাংলাদেশের যে জেলায় দুই দেশের সীমানা রয়েছে তা কোনটি?
উত্তর: রাঙ্গামাটি।

প্রশ্ন: বাংলাদেশে বয়স্ক ভাতা কবে চালু হয়?
উত্তর: ১৯৯৮ সালে।

প্রশ্ন: নদী ছাড়া মহানন্দা কী?
উত্তর: আম।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম ইপিজেড (EPZ) কোথায়?
উত্তর: চট্টগ্রামে।

প্রশ্ন: মূল্য সংযোজন কর কী ধরনের কর?
উত্তর: এটি একটি পরোক্ষ কর।

প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?
উত্তর: ইরাক।

প্রশ্ন: জাতীয় সংবিধান দিবস কবে পালিত হয়?
উত্তর: ৪ নভেম্বর।

প্রশ্ন: বৃহত্তম ঢাকা যে জনপদের অন্তর্ভুক্ত ছিল তা কোনটি?
উত্তর: বঙ্গ।

প্রশ্ন: বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি?
উত্তর: পুণ্ড্র।


আন্তর্জাতিক

প্রশ্ন: বৌদ্ধধর্মের বিখ্যাত নিদর্শন ‘তক্ষশীলা’ কোথায় অবস্থিত?
উত্তর: পাকিস্তানে।

প্রশ্ন: লোহিত সাগর যে দুটি মহাদেশকে পৃথক করে তা কী কী?
উত্তর: আফ্রিকা ও এশিয়া।

প্রশ্ন: ‘ভেটো’ শব্দটি কোথা থেকে এসেছে?
উত্তর: ল্যাটিন থেকে।

প্রশ্ন: ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মাঝে কী অবস্থিত?
উত্তর: জিব্রাল্টার প্রণালি।

প্রশ্ন: “ওয়াটার লু” যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
উত্তর: বেলজিয়াম।

প্রশ্ন: OPEC-এর সচিবালয় কোথায় অবস্থিত?
উত্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

প্রশ্ন: আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
উত্তর: ৮ মার্চ।

প্রশ্ন: রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কী?
উত্তর: ক্রেমলিন।

প্রশ্ন: জাপানের পার্লামেন্টের নাম কী?
উত্তর: ডায়েট।

প্রশ্ন: রাশিয়ার মুদ্রার নাম কী?
উত্তর: রুবল।

প্রশ্ন: যে শহরটি ‘বিগ অ্যাপেল’ নামে পরিচিত তা কোনটি?
উত্তর: নিউইয়র্ক।

প্রশ্ন: ‘War and Peace’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: লিও টলস্টয়।

প্রশ্ন: তুরস্কের মুদ্রার নাম কী?
উত্তর: লিরা।

প্রশ্ন: যুক্তরাষ্ট্রের সরকারব্যবস্থা কী?
উত্তর: রাষ্ট্রপতি শাসিত।


বিজ্ঞান, পরিবেশ ও রোগব্যাধি

প্রশ্ন: খাদ্যশক্তি কী দ্বারা পরিমাপ করা হয়?
উত্তর: কিলো ক্যালরিতে।

প্রশ্ন: অতি বেগুনি রশ্মি কোথা থেকে আসে?
উত্তর: সূর্য থেকে।

প্রশ্ন: কম্পিউটার শব্দের অর্থ কী?
উত্তর: গণনাকারী বা হিসাবকারী যন্ত্র।

প্রশ্ন: ব্যাকটেরিয়া কী?
উত্তর: এটি একটি অণুজীব।

প্রশ্ন: গ্রিনিচ মান সময়ের চেয়ে বাংলাদেশ কত ঘণ্টা এগিয়ে?
উত্তর: ৬ ঘণ্টা।

প্রশ্ন: প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় সংরক্ষিত থাকে?
উত্তর: ক্লিপবোর্ডে।

প্রশ্ন: আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
উত্তর: লুব্ধক।

প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু কী?
উত্তর: প্লাটিনাম।

প্রশ্ন: দেহ বৃদ্ধিকারক হরমোনের নাম কী?
উত্তর: থাইরক্সিন।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি?
উত্তর: পিপীলিকা।

M@mun

Hasan Al Mamun is a dedicated teacher, blogger, and YouTuber who has achieved great success in his field. He was born to parents Shahjahan Topodar and Masrura Begum and grew up with a love for learning and exploration. After completing his Bachelor's degree, Hasan pursued a Master's degree in Accounting and excelled in his studies. He then began his career as a teacher, sharing his knowledge and passion for accounting with his students. In addition to teaching, Hasan is also an avid blogger and YouTuber, creating content that educates and inspires his viewers. His YouTube channel, "My Classroom," has grown to an impressive 240,000 subscribers, earning him a silver play button from YouTube. Hasan's interests include book reading, travelling, gardening, and writing, and he often incorporates these passions into his work. He strives to create an honest and supportive community in all of his endeavors, encouraging his followers to learn and grow alongside him. Overall, Hasan Al Mamun is a talented and dedicated individual who has made a significant impact in the fields of education, blogging, and content creation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button