শিক্ষাসফরে যাওয়ার জন্য অর্থ ও অনুমতির আবেদন প্রধান শিক্ষকের নিকট
শিক্ষাসফর প্রতিটি ছাত্র-ছাত্রীর জন্য একটি আনন্দদায়ক এবং শিক্ষামূলক অভিজ্ঞতা। শিক্ষাসফরের মাধ্যমে শিক্ষার্থীরা বইয়ের বাইরে বিভিন্ন কিছু শিখতে পারে। জীবনে অন্তত একবার শিক্ষাসফরে যাওয়া প্রায় সব শিক্ষার্থীর জন্যই একটি বিশেষ স্মৃতি হয়ে থাকে। শিক্ষাসফরে অংশ নিতে চাইলে প্রধান শিক্ষক বা অধ্যক্ষের কাছে আবেদন করতে হয়। তাই কীভাবে শিক্ষাসফরের জন্য সঠিকভাবে আবেদন লিখতে হয় তা জানা অত্যন্ত জরুরি। আজকের এই পোস্টে আমরা আলোচনা করবো, কীভাবে শিক্ষাসফরে যাওয়ার জন্য আবেদন লিখতে হয়।
শিক্ষাসফরে যাওয়ার জন্য অর্থ ও অনুমতির আবেদন
তারিখ: ১৪ এপ্রিল ২০২৪
প্রধান শিক্ষক
যশোর জিলা স্কুল, যশোর
বিষয়: শিক্ষাসফরে যাওয়ার প্রয়োজনীয় অর্থ ও অনুমতির জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র-ছাত্রী শিক্ষাসফরে যাওয়ার ইচ্ছা পোষণ করছি। বর্তমান সময়ে শিক্ষাসফরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। এটি আপনার মতো সুযোগ্য একজন ব্যক্তির অজানা নয়। বর্তমান বাণিজ্যিক কর্মকাণ্ড সম্পর্কে সরেজমিনে তথ্য পর্যালোচনা ও পরিদর্শন খুবই গুরুত্বপূর্ণ।
আমরা শিক্ষাসফরে কর্ণফুলী কাগজ কল পরিদর্শনে যেতে চাই। সেখানে শিক্ষণীয় অনেক কিছুই আছে। এ শিক্ষাসফরে আমরা এক সপ্তাহ অবস্থান করব। এর জন্য আমাদের ৫০ জন শিক্ষার্থীর প্রায় ৫০ হাজার টাকা প্রয়োজন। এ সম্পূর্ণ টাকা আমাদের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই এ ব্যাপারে আপনার সহযোগিতা কামনা করছি। আপনার অনুমতি পেলে আমরা এ টাকার অর্ধাংশ বহন করতে প্রস্তুত।
অতএব, বিনীত প্রার্থনা, শিক্ষাসফর-সংক্রান্ত যাবতীয় বিষয় পর্যালোচনা করে আমাদের অভিপ্রায় পূরণে অনুমতি প্রদানে বাধিত করবেন।
আপনার একান্ত অনুগত,
নবম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে
রতন/রত্না
নবম শ্রেণি, রোল নম্বর-১
শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন ক্লাস ১০ SSC
তারিখ: ১৮/০৬/২০২৩
বরাবর
প্রধান শিক্ষক
আনোয়ারা ফহিম জিয়াউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
গোদাগাড়ী, রাজশাহী
বিষয়: শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর নিয়মিত ছাত্রীবৃন্দ। আগামী ১০/০৬/২০২৩ তারিখে আমরা শিক্ষা সফরে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছি। শিক্ষা সফরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। এই সফরের মাধ্যমে আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে এবং এটি আমাদের মনকে উদ্দীপ্ত করে, একঘেয়েমি কাটিয়ে উঠতে সাহায্য করে।
এবার আমরা রাজশাহী জাদুঘর যাওয়ার পরিকল্পনা করেছি। সেখানে গিয়ে আমরা ইতিহাস, সংস্কৃতি ও বৈচিত্র্য সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে পারব।
অতএব, মহোদয়ের নিকট বিনীত নিবেদন, শিক্ষা সফরে যাওয়ার অনুমতি দিয়ে আমাদের বাধিত করবেন।
আপনার একান্ত অনুগত,
ষষ্ঠ শ্রেণীর ছাত্রীবৃন্দ
শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন ৬ষ্ঠ শ্রেনির জন্য
২১শে জুলাই, ২০২১
বরাবর
প্রধান শিক্ষক
মুনলাইট উচ্চ বিদ্যালয়
মানিকগঞ্জ
বিষয়: শিক্ষাসফরে যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ ও অনুমতির আবেদন।
জনাব,
সবিনয়ে নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রছাত্রী। আগামী মাসের প্রথম সপ্তাহে শিক্ষাসফরে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। তত্ত্বীয় পাঠের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য শিক্ষাসফরের গুরুত্ব অপরিসীম, যা আমাদের সম্মানিত শিক্ষকমণ্ডলী প্রায়ই আমাদের কাছে তুলে ধরেন। বাস্তব অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে শিক্ষাসফর এক অনন্য মাধ্যম। পাঠ্যসূচিভুক্ত বিষয়বস্তুর সাথে বাস্তবের অভিজ্ঞতা যুক্ত হলে আমাদের শিখন আরও বেশি ফলপ্রসূ হয়—এটি আপনার কাছে সুস্পষ্ট। তাই, আমরা বগুড়ার মহাস্থানগড়ের ঐতিহাসিক স্থানটি পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করছি।
অতএব, মহোদয়ের নিকট বিনীত অনুরোধ, আমাদের শিক্ষাসফরে যাওয়ার অনুমতি ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে বাধিত করবেন।
নিবেদক
রাজু আহমেদ
দশম শ্রেণির ছাত্রছাত্রীদের পক্ষে
মুনলাইট উচ্চ বিদ্যালয়
শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন ক্লাস ৯
তারিখ: ১৬ অক্টোবর, ২০২১
বরাবর
প্রধান শিক্ষক,
উত্তরা হাই স্কুল, ঢাকা।
বিষয়: শিক্ষাসফরে যাওয়ার অনুমতির জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রছাত্রী। আমরা শিক্ষাসফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমান সময়ে শিক্ষাসফরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। তাই আমরা নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে যেতে আগ্রহী। এ বিহারে সংরক্ষিত রয়েছে আমাদের প্রাচীন সভ্যতার নিদর্শন। পাঠ্যপুস্তক থেকে অর্জিত জ্ঞানের পাশাপাশি এ ধরনের সফর আমাদের মনের দিগন্তকে আরও প্রসারিত করবে। শিক্ষাসফরের প্রয়োজনীয় ব্যয়ের অর্ধেক আমরা নিজেদের মধ্যে থেকে সংগ্রহ করতে প্রস্তুত আছি। অবশিষ্ট খরচ বিদ্যালয় তহবিল থেকে প্রদানের জন্য আপনার সদয় অনুমোদন কামনা করছি।
অতএব, আপনার নিকট বিনীত প্রার্থনা, শিক্ষাসফরের গুরুত্ব বিবেচনায় রেখে আমাদের প্রস্তাবিত শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রদান এবং আর্থিক সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি।
বিনীত
নবম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে
শাহিনুর রহমান
শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন ক্লাস ১২ HSC
২৩ জানুয়ারি, ২০২১
বরাবর
অধ্যক্ষ
সিলেট সরকারি মহিলা কলেজ, সিলেট
বিষয়: শিক্ষা সফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সহযোগিতার জন্য আবেদন।
জনাব,
যথাযোগ্য সম্মানপূর্বক নিবেদন এই যে, আমরা আপনার কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রীবৃন্দ। অন্যান্য বছরের মতো আমরা এ বছরও শিক্ষা সফরে কক্সবাজারে যেতে আগ্রহী। জ্ঞানের পূর্ণ বিকাশের জন্য শিক্ষা সফরের গুরুত্ব অপরিসীম। নির্দিষ্ট গণ্ডির মধ্যে শিক্ষালাভ করলে একঘেয়েমি চলে আসে এবং পড়াশোনায় মনোযোগে বাধা সৃষ্টি হয়। শিক্ষা সফরের মাধ্যমে এই একঘেয়েমি দূর করে জীবন ও পরিবেশের প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ সম্ভব। এ কারণেই আমরা শিক্ষা সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
আমাদের দুজন সম্মানিত শিক্ষক ইতোমধ্যে এই সফরে সম্মতি প্রদান করেছেন। আমরা প্রায় ৫০ জন ছাত্রী তিন দিনের জন্য এই সফরে অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। এতে প্রায় ৩ লাখ টাকার প্রয়োজন হবে, যা আমাদের জন্য এককভাবে জোগাড় করা সম্ভব নয়। এমতাবস্থায়, আপনার সদয় সহযোগিতা আমাদের জন্য অপরিহার্য।
অতএব, মহোদয়ের কাছে বিনীত অনুরোধ, আমাদের এই শিক্ষা সফরে যাওয়ার অনুমতি দানসহ প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানে সদয় দৃষ্টি রাখবেন।
নিবেদক
আপনার কলেজের
একাদশ শ্রেণির ছাত্রীদের পক্ষে
বীথি
সিলেট সরকারি মহিলা কলেজ
আরো কিছু দরখাস্ত: