সাধারন জ্ঞান – আন্তর্জাতিক বিষয়াবলী সংক্রান্ত গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর

বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কিত সাধারন জ্ঞান যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। এখানে আছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী ৪৮তম বিসিএস প্রস্তুতি, ১৯তম শিক্ষক নিবন্ধন, সাম্প্রতিক প্রশ্নোত্তর লিখিত পরীক্ষার প্রশ্নোত্তর। নিয়মিত আপডেট ফলো করুন ফেসবুক এবং ইউটিউব-এ।
আন্তর্জাতিক বিষয়াবলী সংক্রান্ত সাধারন জ্ঞান
০১. “ইয়ানার দাগ” জ্বলন্ত আগ্নেয়গিরি অবস্থিত—
উত্তর: আজারবাইজান।
০২. আফগানিস্তানে পুনরায় শরীয়াহ আইন চালু হয়—
উত্তর: ১৪ নভেম্বর ২০২২।
০৩. জর্ডান ও ইসরাইলের মধ্যে পানির বিনিময়ে বিদ্যুৎ চুক্তি স্বাক্ষরিত হয়—
উত্তর: ৭ নভেম্বর ২০২২।
০৪. COP-27-এ জলবায়ুর ঝুঁকির বিরুদ্ধে গৃহীত আর্থিক সহায়তা প্যাকেজের নাম—
উত্তর: গ্লোবাল শিল্ড।
০৫. ৮০০ কোটিতম (প্রতীকী) শিশুর স্বীকৃতি পায়—
উত্তর: ভিনিস ম্যাবানসাগের (ফিলিপাইন)।
০৬. বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম—
উত্তর: ঋষি সুনাক।
সাধারন জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
০৭. সাম্প্রতিক আলোচিত ‘এভিন’ কারাগার যে দেশে অবস্থিত—
উত্তর: ইরান।
০৮. ইরানের নীতি পুলিশের নাম—
উত্তর: গাতে-ই-এরাদ।
০৯. কার্চ প্রণালি সংযুক্ত করেছে—
উত্তর: কৃষ্ণসাগর ও আজভ সাগরকে।
১০. ২০২২ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করা সংগঠন দু’টির নাম—
উত্তর: মেমোরিয়াল (রাশিয়া) এবং সেন্টার ফর সিভিল লিবার্টিস (ইউক্রেন)।
১১. যুক্তরাজ্যের পরিবর্তিত জাতীয় সংগীতের শিরোনাম—
উত্তর: God Save the King।
১২. গ্রিনহাউস গ্যাসের প্রভাবে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিকে বলা হয়—
উত্তর: গ্লোবাল ওয়ার্মিং।
১৩. ক্লোরোফ্লোরো কার্বন (CFC) আবিষ্কার করেন—
উত্তর: Professor T. Midgley।
১৪. UNEP-এর পূর্ণরূপ—
উত্তর: United Nations Environment Programme।
সাধারন জ্ঞান সাম্প্রতিক প্রশ্নোত্তর
১৫. জলবায়ু সংক্রান্ত আন্তঃসরকার প্যানেলের নাম—
উত্তর: IPCC।
১৬. UNFCCC-এর পূর্ণরূপ—
উত্তর: United Nations Framework Convention on Climate Change।
১৭. COP সম্মেলনে অংশগ্রহণ করে—
উত্তর: UNFCCC-ভুক্ত দেশসমূহ।
১৮. কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়—
উত্তর: ১১ ডিসেম্বর ১৯৯৭।
২২. ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়—
উত্তর: ২৮ জুন ১৯১৯ (কার্যকর ১০ জানুয়ারি ১৯২০)।
২৩. জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশের সংখ্যা—
উত্তর: ২টি (ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন)।
২৪. জাতিসংঘের অফিসিয়াল ভাষা—
উত্তর: ৬টি।
২৫. যে চুক্তির আওতায় ILO প্রতিষ্ঠিত হয়—
উত্তর: ভার্সাই চুক্তি।
২৬. UNESCO’র সদর দপ্তর অবস্থিত—
উত্তর: প্যারিস, ফ্রান্স।
২৭. IAEA প্রতিষ্ঠিত হয়—
উত্তর: ২৯ জুলাই ১৯৫৭।
২৮. UNICEF জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়—
উত্তর: ৬ অক্টোবর ১৯৫৩।
২৯. OIC গঠিত হয়—
উত্তর: ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ (মরক্কোর রাজধানী রাবাতে)।
৩০. OIC’র সদর দপ্তর অবস্থিত—
উত্তর: জেদ্দা, সৌদি আরব।
সরকারি চাকরি প্রস্তুতি
৩১. NAM আনুষ্ঠানিকভাবে গঠিত হয়—
উত্তর: ১৯৬১ সালে, বেলগ্রেড সম্মেলনে।
৩২. ‘ইনকা’ সভ্যতার বিকাশ ঘটে যে অঞ্চলে—
উত্তর: পেরু।
৩৩. সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন করে—
উত্তর: ব্যাবিলনীয়রা।
৩৪. প্রথম নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে—
উত্তর: গ্রিক সভ্যতায়।
৩৫. সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান—
উত্তর: বর্ণমালার উদ্ভাবন।
৩৬. পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেছিলেন—
উত্তর: গ্রিক বিজ্ঞানীরা।
৩৭. যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম—
উত্তর: সিনেট।
৩৮. ককেশাস অঞ্চলটি অবস্থিত—
উত্তর: পূর্ব ইউরোপ।
৩৯. আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ—
উত্তর: ১২৪টি।
৪০. কমনওয়েলথ সচিবালয় ভবনের নাম—
উত্তর: মালবরো হাউজ।
৪১. ‘ব্ল্যাক সেপ্টেম্বর’ হলো—
উত্তর: গেরিলা সংস্থা।
৪২. ক্রোয়েশিয়ার আইনসভার নাম—
উত্তর: সাবোর।
৪৩. ইউরোপীয় পার্লামেন্ট অবস্থিত—
উত্তর: ব্রাসেলস।
৪৪. মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত হয়—
উত্তর: ১৮৬৩ সালে।
৪৫. ‘Checkbook Diplomacy’ প্রত্যয়টি যে দেশের সাথে জড়িত—
উত্তর: চীন।
৪৬. আমেরিকার কৃষ্ণাঙ্গরা ভোটাধিকার পায়—
উত্তর: ১৯৫৭ সালে।
৪৭. মাদার তেরেসা কর্তৃক প্রতিষ্ঠিত সেবা প্রতিষ্ঠান—
উত্তর: নির্মল হৃদয়।
বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি ২০২৪
৪৮. বার্লিন প্রাচীরের পতন হয়—
উত্তর: ১৯৮৯ সালে।
৪৯. কাইজার যে দেশের প্রাচীন রাজাদের বলা হয়—
উত্তর: জার্মানি।
৫০. ওয়াটারলু যুদ্ধ হয়—
উত্তর: ১৮১৫ সালে।
৫১. বেলজিয়ামে অবস্থিত ওয়াটারলু যুদ্ধে পরাজিত হয়েছিলেন—
উত্তর: নেপোলিয়ান বোনাপার্ট।
৫২. জাপানের হিরোশিমা শহরে ‘লিটল বয়’ নামের আণবিক বোমা ফেলা হয়—
উত্তর: ৬ আগস্ট ১৯৪৫।
৫৩. North Atlantic Treaty Organization (NATO) এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল—
উত্তর: লন্ডন।
৫৪. ১৯৯৩ সালে প্যালেস্টাইন সংকট সমাধানের লক্ষ্যে প্যালেস্টাইন ও ইসরায়েলের মধ্যে যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়—
উত্তর: অসলো চুক্তি।
৫৫. নাগার্নো-কারাবাখ যুদ্ধের অবসানে মধ্যস্থতা করে—
উত্তর: রাশিয়া।
৫৬. ভ্যাটিকান সিটির বিশেষ নিরাপত্তা বাহিনীর নাম—
উত্তর: সুইস গার্ড।
৫৭. যে যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক যুদ্ধ ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন—
উত্তর: কলিঙ্গ যুদ্ধ।
৫৮. পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়—
উত্তর: ১৫২৬ সালে।
৫৯. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়—
উত্তর: ১ সেপ্টেম্বর ১৯৩৯।
৬০. জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার নির্দেশ দেন—
উত্তর: মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রম্যান।
৬১. হাওয়াই দ্বীপপুঞ্জে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি—
উত্তর: পার্ল হারবার।
বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী pdf
৬২. ন্যাটোভুক্ত মুসলিম দেশ—
উত্তর: ২টি (আলবেনিয়া ও তুরস্ক)।
৬৩. ANZUS-এর পূর্ণরূপ—
উত্তর: Australia, New Zealand and United States।
৬৪. রাশিয়ার সীমান্ত বাহিনীর নাম—
উত্তর: বর্ডার গার্ড সার্ভিস অব রাশিয়া।
৬৫. জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রম শুরু হয়—
উত্তর: ১৯৪৮ সালে।
৬৬. আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস—
উত্তর: ২৯ মে।
৬৭. পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তি (NPT) সম্পাদিত হয়—
উত্তর: ১ জুলাই ১৯৬৮।
৬৮. ব্রিটিশ সংবিধানের অলিখিত অংশকে বলা হয়—
উত্তর: ম্যাগনাকার্টা।
৬৯. যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল ম্যাগনাকার্টা স্বাক্ষরিত হয়—
উত্তর: ১২১৫ সালে।
শেষ কথা:
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষার জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স জানা খুব জরুরী। নিয়মিত আপডেট পেতে মাই ক্লাসরুমের সাথে থাকুন। প্রতিদিনের আপডেট জানুন নিয়মিত।