সাধারন জ্ঞান বিজ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর চাকরি ও ভর্তি প্রস্তুতি
সাধারন জ্ঞান বিজ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর গুলো চাকরি ও ভর্তি পরীক্ষার জন্য পড়ুন। বিজ্ঞান বিষয়ক সাধারন জ্ঞান এবং বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর গুলো ভালো লাগলে শেয়ার করুন। চলুন শুরু করা যাক-
সাধারন জ্ঞান বিজ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর
১. রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?
উত্তর: অক্সিজেন পরিবহন করা।
২. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
উত্তর: আমিষ জাতীয়
৩. মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
উত্তর: প্লীহায়
৪. মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত?
উত্তর: ১২০ দিন।
৫. হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় কোন রক্তনালী?
উত্তর: আর্টারি।
৬. যে রক্ত গ্রুপে উভয় ধরনের এন্টিবডি (AGB) থাকে তা কোনটি?
উত্তর: ও (O) রক্ত গ্রুপে
৭. রক্তে অক্সিজেনের পরিমাণ কত নেমে গেলে অক্সিজেন দিতে হয়?
উত্তর: ৯৫%
৮. রক্তে অক্সিজেন স্বাভাবিকের নিচে নেমে গেলে কী হয়?
উত্তর: হাইপোক্সিয়া হয়।
৯. রক্তের তরল অংশের নাম কী?
উত্তর: প্লাজমা।
জীব বিজ্ঞান সাধারন জ্ঞান
১০. একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্লাজমার পরিমাণ কত?
উত্তর: প্রায় ৩ লিটার
১১. রক্তে কোন কোলেস্টেরল উপকারী?
উত্তর: রক্তে বেশি পরিমাণে HDL কোলেস্টেরল উপকারী।
১২. রক্তশূন্যতা (অ্যানিমিয়া) বলতে কী বোঝায়?
উত্তর: রক্তশূন্যতা (অ্যানিমিয়া) বলতে বোঝায় রক্তে হিমোগ্লোবিন হ্রাস পাওয়া।
১৩. রক্তে বিলিরুবিন বেড়ে গেলে কী হয়?
উত্তর: রক্তে বিলিরুবিন বেড়ে গেলে জন্ডিস হয়।
১৪. একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের রক্তচাপ কত?
উত্তর: একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের রক্তচাপ ১২০/৮০ মিমি পারদ।
১৫. হিমোগ্লোবিন তৈরিতে কোন উপাদান অংশ নেয়?
উত্তর: হিমোগ্লোবিন তৈরিতে আয়রন বা লৌহ অংশ নেয়।
১৬. দেহের প্রতিরক্ষণ ও আত্মরক্ষায় কী সাহায্য করে?
উত্তর: দেহের প্রতিরক্ষণ ও আত্মরক্ষায় শ্বেতকণিকা সাহায্য করে।
১৭. রক্তে যে কণিকা বেড়ে গেলে ব্লাড ক্যান্সার হয়?
উত্তর: রক্তের শ্বেতকণিকা বেড়ে গেলে ব্লাড ক্যান্সার হয়।
বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর
১৮. রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে কী বলা হয়?
উত্তর: রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে হেমাটোপয়েসিস বলা হয়।
১৯. মানুষের রক্তচাপের প্রকারভেদ কয়টি?
উত্তর: মানুষের রক্তচাপ ২ ধরনের হয়।
২০. রক্ত সংগ্রহের জন্য সাধারণত কোন শিরা ব্যবহার করা হয়?
উত্তর: সাধারণত মিডিয়ান কিউবিটাল শিরা থেকে রক্ত সংগ্রহ করা হয়।
২১. রক্তের ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
উত্তর: থাইরোক্যালসিটোনিন হরমোন রক্তের ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে।
২২. উচ্চ রক্তচাপের জন্য দায়ী কোন গ্রন্থি?
উত্তর: উচ্চ রক্তচাপের জন্য অ্যাড্রিনালিন গ্রন্থি দায়ী।
২৩. রক্তচাপ মাপার যন্ত্রের নাম কী?
উত্তর: রক্তচাপ মাপার যন্ত্রের নাম স্ফিগমোম্যানোমিটার।
২৪. দেহকোষ রক্ত থেকে কী গ্রহণ করে?
উত্তর: দেহকোষ রক্ত থেকে অক্সিজেন ও গ্লুকোজ গ্রহণ করে।
২৫. আমিষ বলতে কী বোঝায়?
উত্তর: আমিষ হলো অ্যামিনো এসিডের জটিল যৌগ।
২৬. শর্করাজাতীয় খাদ্যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত?
উত্তর: শর্করাজাতীয় খাদ্যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত ১ : ২ : ১।
২৭. কোষ্ঠকাঠিন্য দূর করতে কোন কার্বোহাইড্রেট সহায়ক?
উত্তর: সেলুলোজ কার্বোহাইড্রেট কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক।
২৮. মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি?
উত্তর: মানবদেহের দীর্ঘতম কোষ হলো স্নায়ুকোষ বা নিউরন।
২৯. জীবদেহের বিভিন্ন অঙ্গ গঠনকারী কোষগুলোকে কী বলা হয়?
উত্তর: সোমাটিক কোষ।
৩০. শ্বসনের মাধ্যমে কোষের যাবতীয় শক্তি উৎপাদন করে বলে মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়?
উত্তর: কোষের শক্তিঘর বা Power house।
৩১. নিউক্লিয়াসকে কী বলা হয়?
উত্তর: কোষের মস্তিষ্ক বা প্রাণকেন্দ্র।
৩২. সাইটোপ্লাজমে অবস্থিত সবচেয়ে বড় অঙ্গাণু কোনটি?
উত্তর: প্লাস্টিড।
৩৩. ফুল, ফল ও বীজ রঙিন ও সুন্দর হয় কোনটির জন্য?
উত্তর: ক্রোমোপ্লাস্টের জন্য।
৩৪. জীবদেহে কোষ বিভাজন কয় ধরনের ঘটে?
উত্তর: ৩ ধরনের—অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিয়োসিস।
৩৫. ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টির মাধ্যমে ক্ষতস্থান পূরণের জন্য কোনটি অপরিহার্য?
উত্তর: মাইটোসিস।
৩৬. পাটের আঁশকে আর কী বলা হয়?
উত্তর: সোনালি আঁশ বা ফ্লোয়েম প্যারেনকাইমা।
উদ্ভিদ বিজ্ঞান সাধারন জ্ঞান
৩৭. একাধিক কোষ বিভিন্ন কাজের জন্য মিলিতভাবে কী তৈরি করে?
উত্তর: কলা।
৩৮. প্লাজমিডকে কী বলা হয়?
উত্তর: জৈবপ্রযুক্তির অন্যতম মৌলিক হাতিয়ার।
৩৯. যে তন্ত্রের সাহায্যে রেচন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে কী বলা হয়?
উত্তর: রেচনতন্ত্র।
৪০. যেসব প্রাণী এক মানবদেহ থেকে অন্য মানবদেহে রোগ জীবাণু বহন করে তাদের কী বলা হয়?
উত্তর: ভেক্টর।
৪১. নিষেক বা গর্ভধান প্রক্রিয়ায় গর্ভাশয় রূপান্তরিত হয়ে কীতে পরিণত হয়?
উত্তর: ফলে।
৪২. যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের কী বলা হয়?
উত্তর: প্যাথজেনিক।