সাধারন জ্ঞান

সাম্প্রতিক সাধারন জ্ঞান নভেম্বর, ২০২৪ Global Affairs update Gk

বাংলাদেশ বিষয়ক

  1. নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন নাম কী?
    • উত্তর: জাহাজ ও বন্দর মন্ত্রণালয়।
  2. ‘মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি’র পরিবর্তিত নাম কী?
    • উত্তর: মাইক্রোফাইন্যান্স রেগুলেটরি অথরিটি।
  3. বর্তমানে দেশে কতটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান রয়েছে?
    • উত্তর: ৭২৪টি।
  4. ক্যানসার সচেতনতায় অবদান রাখায় ‘গোলাপি মানব’ খেতাব পেয়েছেন কে?
    • উত্তর: অধ্যাপক মো. হাবিবুল্লাহ তালুকদার।
  5. ব্লু নেটওয়ার্ক কী?
    • উত্তর: সম্প্রতি ঢাকার খাল নিয়ে চলমান পরিকল্পিত প্রকল্পের নাম।
  6. বর্তমানে দেশে কতটি বিদ্যুৎকেন্দ্র চালু আছে?
    • উত্তর: ১৪৪টি; সরকারি ৬২টি, বেসরকারি ৮০টি এবং যৌথ ২টি।

আন্তর্জাতিক বিষয়াবলী Update GK

  1. ভারতের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ টাটার বর্তমান প্রধান কে?
    • উত্তর: নোয়েল টাটা।
  2. ‘নর্থারো’ কী?
    • উত্তর: লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানের নাম।
  3. “লিয়াওনিং” কীসের নাম?
    • উত্তর: চীনের বিমানবাহী রণতরী।
  4. ঘূর্ণিঝড় ‘দানা’ নামকরণ করেছে কোন দেশ?
    • উত্তর: কাতার।
  5. আরবি শব্দ ‘দানা’ অর্থ কী?
    • উত্তর: মুক্ত বা স্বাধীন।

পুরস্কার

  1. সম্প্রতি ‘রাইট লাইভলিহুড’ পুরস্কার লাভ করেন কে?
    • উত্তর: ইসা আমরো (ফিলিস্তিন)।
  2. প্রথমবারের মতো ইউনেস্কো-হামদান পুরস্কার লাভ করে বাংলাদেশের কোন সংস্থা?
    • উত্তর: গুড নেইবারস বাংলাদেশ (GNB)।
  3. শাখারভ পুরস্কার ২০২৪ লাভ করেছেন কে?
    • উত্তর: ভেনিজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো এবং এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া।

নোবেল পুরস্কার ২০২৪

  1. চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পান কে কে?
    • উত্তর: ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রাভকুন (যুক্তরাষ্ট্র)।
  2. পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী কারা?
    • উত্তর: জন জে. হপফিল্ড (যুক্তরাষ্ট্র) এবং জিওফ্রে ই. হিন্টন (যুক্তরাজ্য)।
  3. রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে?
    • উত্তর: ডেভিড বেকার (যুক্তরাষ্ট্র), ডেভিস হ্যাসাবিস (যুক্তরাজ্য), এবং জন এম. জাম্পার (যুক্তরাষ্ট্র)।
  4. সাহিত্যে নোবেল বিজয়ী কারা?
    • উত্তর: হ্যান কাং (দক্ষিণ কোরিয়া)।
  5. ‘দ্য ভেজিটারিয়ান’ উপন্যাসের লেখকের নাম কী?
    • উত্তর: হ্যান কাং।
  6. শান্তিতে নোবেল পুরস্কার পায় কোন প্রতিষ্ঠান?
    • উত্তর: নিহন হিদানকায়ো (জাপান)।
  7. অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কারা?
    • উত্তর: ড্যারন অ্যাসেমোগলু (তুরস্ক), সিমন জনসন (যুক্তরাজ্য), এবং জেমস এ. রবিনসন (ব্রিটিশ-মার্কিন)।

সংস্থা ও সংগঠন বিগতসালে আসা প্রশ্নোত্তর দেখুন

  1. এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (AIIB)-এর বর্তমান সভাপতি কে?
    • উত্তর: জিন লিকুন।
  2. ন্যাটোর নতুন প্রধান কে?
    • উত্তর: মার্ক রুটে (নেদারল্যান্ডস)।
  3. এশিয়ার ডেভেলপমেন্ট ব্যাংক (ADB)-এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?
    • উত্তর: ইসরায়েল; সদস্যপদ লাভ ২৭ সেপ্টেম্বর ২০২৪।

রিপোর্ট ও সমীক্ষা

  1. UNDP’র তথ্যমতে, বিশ্বে কতজন মানুষ চরম দারিদ্র্যসীমায় বসবাস করছে?
    • উত্তর: ১১০ কোটি।
  2. UNDP’র তথ্যমতে, সবচেয়ে বেশি দরিদ্রের বসবাস কোন দেশে?
    • উত্তর: ভারত (২৩ কোটি ৪০ লাখ)।
  3. UNDP’র তথ্যমতে, বাংলাদেশে অতি দরিদ্রের সংখ্যা কত?
    • উত্তর: ৪ কোটি ১৭ লাখ।
  4. ২০২৫ সালের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন কে?
    • উত্তর: দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসাইন (জর্ডানের বাদশাহ)।
  5. প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ‘Woman of the Year’ নির্বাচিত হন কে?
    • উত্তর: রানিয়া আল আবদুল্লাহ (জর্ডানের রানি)।

ক্রীড়া

  1. দাবায় বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার এখন কে?
    • উত্তর: মনন রেজা নীড়।
  2. বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচের নাম কী?
    • উত্তর: ফিল সিমন্স (ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো)।
  3. নারী টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
    • উত্তর: নিউজিল্যান্ড।
  4. আন্তর্জাতিক টি-২০ তে এক ইনিংসে সর্বোচ্চ রান কত?
    • উত্তর: ৩৪৪ রান (জিম্বাবুয়ে; বিপক্ষ – গাম্বিয়া)।

Bangladesh Affairs

  1. What is the proposed new name for the Ministry of Shipping?
    • Answer: Ministry of Ships and Ports.
  2. What is the new name for the ‘Microcredit Regulatory Authority’?
    • Answer: Microfinance Regulatory Authority.
  3. How many microfinance institutions currently exist in Bangladesh?
    • Answer: 724.
  4. Who has been awarded the title ‘Pink Human’ for contributions to cancer awareness?
    • Answer: Professor Md. Habibullah Talukder.
  5. What is the Blue Network?
    • Answer: The name of the planned project for the management of Dhaka’s canals.
  6. How many power plants are currently operating in Bangladesh?
    • Answer: 144; 62 government-owned, 80 privately-owned, and 2 joint plants.

International Knowledge

  1. Who is the current head of India’s leading Tata Group?
    • Answer: Noel Tata.
  2. What is ‘Northero’?
    • Answer: The name of the Israeli military operation in Lebanon.
  3. What is ‘Liaoning’?
    • Answer: A Chinese aircraft carrier.
  4. Who named the cyclone ‘Dana’?
    • Answer: Qatar.
  5. What does the Arabic word ‘Dana’ mean?
    • Answer: Free or independent.

Awards

  1. Who recently won the ‘Right Livelihood Award’?
    • Answer: Issa Amro from Palestine.
  2. Which organization in Bangladesh received the UNESCO-Hamdan Prize for the first time?
    • Answer: Good Neighbors Bangladesh (GNB).
  3. Who received the 2024 Sakharov Prize?
    • Answer: Venezuelan opposition leaders Maria Corina Machado and Edmundo Gonzalez Urrutia.

Nobel Prizes 2024

  1. Who received the Nobel Prize in Medicine?
    • Answer: Victor Ambros and Gary Ruvkun from the United States.
  2. Who are the Nobel laureates in Physics?
    • Answer: John J. Hopfield (USA) and Geoffrey E. Hinton (UK).
  3. Who won the Nobel Prize in Chemistry?
    • Answer: David Baker (USA), Demis Hassabis (UK), and John M. Jumper (USA).
  4. Who won the Nobel Prize in Literature?
    • Answer: Han Kang from South Korea.
  5. What is the name of the novel by Han Kang that won the Nobel Prize?
    • Answer: The Vegetarian.
  6. Which organization received the Nobel Peace Prize?
    • Answer: Nihon Hidankyo from Japan.
  7. Who received the Nobel Prize in Economics?
    • Answer: Daron Acemoglu (Turkey), Simon Johnson (UK), and James A. Robinson (British-American).

Organizations

  1. Who is the current president of the Asian Infrastructure Investment Bank (AIIB)?
    • Answer: Jin Liqun.
  2. Who is the new head of NATO?
    • Answer: Mark Rutte from the Netherlands.
  3. Which country recently became the newest member of the Asian Development Bank (ADB)?
    • Answer: Israel, becoming the 69th member on September 27, 2024.

Reports and Surveys

  1. According to UNDP, how many people globally are living in extreme poverty?
    • Answer: 1.1 billion.
  2. Which country has the highest population of people in extreme poverty, according to UNDP?
    • Answer: India, with 234 million people.
  3. According to UNDP, how many people in Bangladesh are living in extreme poverty?
    • Answer: 41.7 million.
  4. Who tops the list of the 500 most influential Muslims for 2025?
    • Answer: King Abdullah II of Jordan.
  5. Who was named Woman of the Year among the 500 most influential Muslims?
    • Answer: Queen Rania Al Abdullah of Jordan.

Sports

  1. Who is currently Bangladesh’s youngest International Master in chess?
    • Answer: Manon Reza Neer.
  2. Who is the new coach of the Bangladesh Cricket Team?
    • Answer: Phil Simmons from Trinidad and Tobago.
  3. Which country won the Women’s T20 World Cup in 2024?
    • Answer: New Zealand.
  4. What is the record for the highest runs scored in a single innings in international T20?
    • Answer: 344 runs by Zimbabwe against Gambia.

আরো দেখুন:

M@mun

Hasan Al Mamun is a dedicated teacher, blogger, and YouTuber who has achieved great success in his field. He was born to parents Shahjahan Topodar and Masrura Begum and grew up with a love for learning and exploration. After completing his Bachelor's degree, Hasan pursued a Master's degree in Accounting and excelled in his studies. He then began his career as a teacher, sharing his knowledge and passion for accounting with his students. In addition to teaching, Hasan is also an avid blogger and YouTuber, creating content that educates and inspires his viewers. His YouTube channel, "My Classroom," has grown to an impressive 240,000 subscribers, earning him a silver play button from YouTube. Hasan's interests include book reading, travelling, gardening, and writing, and he often incorporates these passions into his work. He strives to create an honest and supportive community in all of his endeavors, encouraging his followers to learn and grow alongside him. Overall, Hasan Al Mamun is a talented and dedicated individual who has made a significant impact in the fields of education, blogging, and content creation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button