সাধারন জ্ঞান

সাম্প্রতিক সাধারন জ্ঞান Samprotik Update। Recent Gk 2025

সাম্প্রতিক সাধারন জ্ঞানের এই প্রশ্নোত্তরগুলো জুলাই, ২০২৫ সালে বিভিন্ন পরীক্ষায় এসেছে। যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন- বাংলাদেশ ব্যাংক নিয়োগ পরীক্ষা, বিসিএস প্রিলিমিনারী, প্রাইমারি শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন। এখানে আছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলী বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নোত্তর। নিয়মিত আপডেট ফলো করুন ফেসবুক এবং ইউটিউব-এ।

০১। WTO’র ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত?
ক) ১ম
খ) ২য়
গ) ৩য়
ঘ) ৪র্থ

সঠিক উত্তর: খ) ২য়

০২। বাংলাদেশে মেট্রোরেল চালু হয় কবে?
ক) ১৬ ডিসেম্বর, ২০২১
খ) ১ জানুয়ারি, ২০২৩
গ) ২৮ ডিসেম্বর, ২০২২
ঘ) ২৬ মার্চ, ২০২২

সঠিক উত্তর: গ) ২৮ ডিসেম্বর, ২০২২

০৩। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ মোট কতটি দেশ ও অঞ্চলে পণ্য রপ্তানি করেছে?
ক) ১৯৫টি
খ) ২০১টি
গ) ১৮৮টি
ঘ) ২০৫টি

সঠিক উত্তর: খ) ২০১টি

০৪। বড়পুকুরিয়া কয়লা খনি দিনাজপুরের কোন উপজেলায় অবস্থিত?
ক) বিরল
খ) নবাবগঞ্জ
গ) পার্বতীপুর
ঘ) হাকিমপুর

সঠিক উত্তর: গ) পার্বতীপুর

০৫। ন্যাটোর বর্তমান মহাসচিব কে?
ক) উরসুলা ভন ডার লায়েন
খ) মার্ক রুট
গ) ইয়েন্স স্টলটেনবার্গ
ঘ) এমানুয়েল ম্যাক্রোঁ

সঠিক উত্তর: খ) মার্ক রুট

০৬। ‘পাঠাও’ এর ডিজিটাল ওয়ালেট ‘পাঠাও পে’ সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয়-
ক) ১ জুন, ২০২৫
খ) ৩০ জুন, ২০২৫
গ) ৮ জুলাই, ২০২৫
ঘ) ১৫ জুলাই, ২০২৫

সঠিক উত্তর: গ) ৮ জুলাই, ২০২৫

সাম্প্রতিক সাধারন জ্ঞান

০৭। বাংলাদেশে প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার কোথায় স্থাপিত হয়েছে?
ক) বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়
খ) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)
গ) ঢাকা মেডিকেল কলেজ
ঘ) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়

সঠিক উত্তর: খ) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)

০৮। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে প্রথম ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ শুরু হয় কোন জেলায়?
ক) গাইবান্ধা
খ) পাবনা
গ) সিরাজগঞ্জ
ঘ) ময়মনসিংহ

সঠিক উত্তর: গ) সিরাজগঞ্জ

০৯। ‘শেষ নবীর সন্ধানে’ শিশুতোষ গ্রন্থটির লেখক কে?
ক) ড. মুহম্মদ এনামুল হক
খ) সৈয়দ মুজতবা আলী
গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ) কাজী মোতাহার হোসেন

সঠিক উত্তর: গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ

১০। নবাব আবদুল লতিফকে ‘নবাব’ উপাধি প্রদান করেন কে?
ক) ব্রিটিশ সরকার
খ) মুঘল সম্রাট
গ) লর্ড কার্জন
ঘ) নবাব স্যার সলিমুল্লাহ

সঠিক উত্তর: ক) ব্রিটিশ সরকার

১১। ‘ছায়া হরিণ’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক) শামসুর রাহমান
খ) আহসান হাবীব
গ) আল মাহমুদ
ঘ) জীবনানন্দ দাশ

সঠিক উত্তর: খ) আহসান হাবীব

আজকের সাধারন জ্ঞান

১২। দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার কোন দেশের কারিগরি সহায়তায় স্থাপিত?
ক) জাপান
খ) চীন
গ) যুক্তরাষ্ট্র
ঘ) দক্ষিণ কোরিয়া

সঠিক উত্তর: খ) চীন

১৩। GDP’র সামরিক হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে সেবা খাতে অবদানের হার কত?
ক) ৪৮.৩৫%
খ) ৫১.৬২%
গ) ৪৪.৯০%
ঘ) ৫৩.১০%

সঠিক উত্তর: খ) ৫১.৬২%

১৪। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক) বগুড়া
খ) কিশোরগঞ্জ
গ) ময়মনসিংহ
ঘ) নেত্রকোনা

সঠিক উত্তর: গ) ময়মনসিংহ

১৫। বাংলাদেশে প্রথম ‘গুগল পে’ এর কার্যক্রম চালু করে কোন ব্যাংক?
ক) ডাচ্-বাংলা ব্যাংক
খ) ব্র্যাক ব্যাংক
গ) সিটি ব্যাংক পিএলসি
ঘ) ইউসিবি

সঠিক উত্তর: গ) সিটি ব্যাংক পিএলসি

১৬। সম্প্রতি চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করে কোন দেশ?
ক) যুক্তরাষ্ট্র ও জাপান
খ) রাশিয়া ও চীন
গ) ভারত ও ফ্রান্স
ঘ) জার্মানি ও দক্ষিণ কোরিয়া

সঠিক উত্তর: খ) রাশিয়া ও চীন

১৭। ‘সোনালী কাবিন’ কাব্যের লেখক কে?
ক) শামসুর রাহমান
খ) আল মাহমুদ
গ) জীবনানন্দ দাশ
ঘ) ফররুখ আহমদ

সঠিক উত্তর: খ) আল মাহমুদ

১৮। জুলাই মাসের গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্রটির নাম কী?
ক) শ্রাবণ বিদ্রোহ
খ) স্বাধীনতার ছায়া
গ) রক্তাক্ত সকাল
ঘ) জনতার জাগরণ

সঠিক উত্তর: ক) শ্রাবণ বিদ্রোহ

১৯। ২০২৫ সালে বাংলাদেশে টিএফআর (মোট প্রজনন হার) কত?
ক) ২.৫ শতাংশ
খ) ১.৯ শতাংশ
গ) ২.১ শতাংশ
ঘ) ২.৩ শতাংশ

সঠিক উত্তর: গ) ২.১ শতাংশ

সাধারন জ্ঞান সাম্প্রতিক বিশ্ব

২০। বর্তমানে ইউনেস্কোর তালিকায় মোট কতটি সাংস্কৃতিক, প্রাকৃতিক ও মিশ্র বিশ্ব ঐতিহ্য অন্তর্ভুক্ত রয়েছে?
ক) ১,১৮৫টি
খ) ১,২২৩টি
গ) ১,১৯৮টি
ঘ) ১,২৫০টি

সঠিক উত্তর: খ) ১,২২৩টি

২১। ১৭তম ব্রিকস সম্মেলনের প্রতিপাদ্য কী ছিল?
ক) জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ
খ) বৈশ্বিক অর্থনীতি পুনর্গঠন
গ) অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই শাসনের জন্য বিশ্বব্যাপী দক্ষিণ সহযোগীতা জোরদার করা
ঘ) দারিদ্র্য বিমোচনে ব্রিকস ভূমিকা

সঠিক উত্তর: গ) অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই শাসনের জন্য বিশ্বব্যাপী দক্ষিণ সহযোগীতা জোরদার করা

২২। ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর কত শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন?
ক) ২৫%
খ) ৩০%
গ) ৩৫%
ঘ) ২০%

সঠিক উত্তর: গ) ৩৫%

২৩। ২০২৬ সালে ১৮তম ব্রিকস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক) চীন
খ) ব্রাজিল
গ) ভারত
ঘ) দক্ষিণ আফ্রিকা

সঠিক উত্তর: গ) ভারত

২৪। বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় কবে?
ক) ১০ জুলাই
খ) ১১ জুলাই
গ) ১২ জুলাই
ঘ) ১৫ জুলাই

সঠিক উত্তর: খ) ১১ জুলাই

২৫। বাংলাদেশে প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু করেছে কোন প্রতিষ্ঠান?
ক) বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়
খ) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
গ) ঢাকা মেডিকেল কলেজ
ঘ) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস

সঠিক উত্তর: খ) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

২৬। আশিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৩২তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
ক) থাইল্যান্ড, ব্যাংকক
খ) ভিয়েতনাম, হ্যানয়
গ) মালয়েশিয়া, কুয়ালালামপুর
ঘ) সিঙ্গাপুর

সঠিক উত্তর: গ) মালয়েশিয়া, কুয়ালালামপুর

২৭। জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্র-এর নাম কী?
ক) রক্তজুলাই
খ) জনতার আগুন
গ) শ্রাবণ বিদ্রোহ
ঘ) স্বাধীনতা স্বপ্ন

সঠিক উত্তর: গ) শ্রাবণ বিদ্রোহ

২৮। প্রথমবারের মতো ‘এএএ’ মান অর্জন করেছে কোন ব্যাংক?
ক) প্রাইম ব্যাংক
খ) ব্র্যাক ব্যাংক
গ) ইসলামী ব্যাংক
ঘ) ডাচ্-বাংলা ব্যাংক

সঠিক উত্তর: ক) প্রাইম ব্যাংক

২৯। জুলাই অভ্যুত্থান দমনে সরকার দলীয় কৌশল ছিল কী?
ক) মিডিয়া ব্লক
খ) হেডশট কৌশল
গ) শান্তিপূর্ণ সমঝোতা
ঘ) গ্রেফতার অভিযান

সঠিক উত্তর: খ) হেডশট কৌশল

চাকরি পরীক্ষার প্রস্তুতি ২০২৫

৩০। ‘সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন প্ল্যাটফর্ম’ কোন সংস্থা কর্তৃক গঠিত?
ক) ব্র্যাক
খ) আইন ও সালিশ কেন্দ্র
গ) বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)
ঘ) মানবাধিকার কমিশন

সঠিক উত্তর: গ) বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)

৩১। সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশী রয়েছে কোথায়?
ক) মালয়েশিয়া
খ) সৌদি আরব
গ) সংযুক্ত আরব আমিরাত
ঘ) কাতার

সঠিক উত্তর: খ) সৌদি আরব

৩২। কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (KIA) – কোন অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী?
ক) রাখাইন, মিয়ানমার
খ) কাচিন, মিয়ানমার
গ) চীন সীমান্ত
ঘ) তামিল এলাকা, ভারত

সঠিক উত্তর: খ) কাচিন, মিয়ানমার

৩৩। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
ক) ভারত ও পাকিস্তান
খ) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
গ) দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে
ঘ) ইংল্যান্ড ও আয়ারল্যান্ড

সঠিক উত্তর: গ) দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে

৩৪। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের নাম কী?
ক) ইউএসডিওসি
খ) ইউএসটিআর
গ) ইউএসটিসি
ঘ) ইউএসইসি

সঠিক উত্তর: খ) ইউএসটিআর

৩৫। বিশ্ব বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কী?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ

সঠিক উত্তর: খ) দ্বিতীয়

৩৬। জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ আবু সাঈদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কী?
ক) Fire in July
খ) Shoot Me, I Bare My Chest
গ) The Last Cry
ঘ) July Rising

সঠিক উত্তর: খ) Shoot Me, I Bare My Chest

৩৭। বাংলাদেশী সকল পণ্যের উপর যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক কার্যকর করা হবে কবে?
ক) ১৫ জুলাই
খ) ১ আগস্ট
গ) ৩০ আগস্ট
ঘ) ১০ সেপ্টেম্বর

সঠিক উত্তর: খ) ১ আগস্ট

৩৮। কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়?
ক) দ্বাদশ সংশোধনী
খ) ত্রয়োদশ সংশোধনী
গ) পঞ্চদশ সংশোধনী
ঘ) একাদশ সংশোধনী

সঠিক উত্তর: গ) পঞ্চদশ সংশোধনী

সাম্প্রতিক সাধারন জ্ঞান অক্টোবর ২০২৫

৩৯। ‘পাঠাও পে’ কার্ড কোন ব্যাংকের সহায়তায় চালু হয়েছে?
ক) ডাচ্-বাংলা ব্যাংক
খ) মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
গ) সিটি ব্যাংক
ঘ) ইউসিবি

সঠিক উত্তর: খ) মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

৪০। সম্প্রতি আলোচিত ‘বিশ্ব আর কোন সম্রাট দেখতে চায় না’ মন্তব্যটি কে করেছেন?
ক) ভ্লাদিমির পুতিন
খ) জো বাইডেন
গ) লুলা দ্য সিলভা
ঘ) এম্যানুয়েল ম্যাক্রোঁ

সঠিক উত্তর: গ) লুলা দ্য সিলভা

৪১। কোয়ারটেম বেবি / রিয়ামেট বেবি কী?
ক) শিশুদের টিকা
খ) শিশুদের পুষ্টি পরীক্ষা
গ) শিশুদের জন্য ম্যালেরিয়ার ওষুধ
ঘ) একটি খেলনা প্রকল্প

সঠিক উত্তর: গ) শিশুদের জন্য ম্যালেরিয়ার ওষুধ

৪২। শ্রম ও সংস্কার কমিশনের প্রধান কে?
ক) ড. সালেহ উদ্দিন
খ) সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ
গ) শেখ হাফিজুর রহমান
ঘ) ব্যারিস্টার রফিকুল হক

সঠিক উত্তর: খ) সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ

৪৩। বাংলাদেশ শ্রম আইন কত সালে প্রস্তুত করা হয়?
ক) ২০০৪
খ) ২০০৫
গ) ২০০৬
ঘ) ২০০৮

সঠিক উত্তর: গ) ২০০৬

৪৪। ‘আমেরিকা পার্টি’ রাজনৈতিক দলটি কার প্রতিষ্ঠা করা?
ক) জেফ বেজোস
খ) বিল গেটস
গ) এলন মাস্ক
ঘ) ডোনাল্ড ট্রাম্প

সঠিক উত্তর: গ) এলন মাস্ক

আরো দেখুন:

M@mun

Hasan Al Mamun is a dedicated teacher, blogger, and YouTuber who has achieved great success in his field. He was born to parents Shahjahan Topodar and Masrura Begum and grew up with a love for learning and exploration. After completing his Bachelor's degree, Hasan pursued a Master's degree in Accounting and excelled in his studies. He then began his career as a teacher, sharing his knowledge and passion for accounting with his students. In addition to teaching, Hasan is also an avid blogger and YouTuber, creating content that educates and inspires his viewers. His YouTube channel, "My Classroom," has grown to an impressive 240,000 subscribers, earning him a silver play button from YouTube. Hasan's interests include book reading, travelling, gardening, and writing, and he often incorporates these passions into his work. He strives to create an honest and supportive community in all of his endeavors, encouraging his followers to learn and grow alongside him. Overall, Hasan Al Mamun is a talented and dedicated individual who has made a significant impact in the fields of education, blogging, and content creation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button