অতিরিক্ত গরমের জন্য আগামীকাল স্কুল বন্ধ
অতিরিক্ত গরমের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে। এ ঘোষনা সকল সরকারি, বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলের জন্য প্রযোজ্য হবে। মাউশি নোটিশের মাধ্যমে ঘোষনা দেয়া হয়েছে। মাউশি অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখুন এখানে
এস এম জিয়াউল হায়দার হেনরী, সহকারি পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
স্কুল খুলবে কখন
বলা হয়, আগামী ৫-৬ দিন মৃদু, মাঝারি ও তীব্র তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। সতর্কতার জন্য আগামীকাল স্কুল বন্ধ ঘোষনা করা হয়েছে। মাধ্যমিক বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও আগামীকাল স্কুল বন্ধ ঘোষনা করা হয়েছে। তবে আগামী রবিবার (১১ জুন, ২০২৩) তারিখ থেকে পূর্বের মতো স্কুল খোলা থাকবে।
এসএসসি ২০২৪ ভালো করার টিপস এবং ট্রিকস এখানে
সম্প্রতি তীব্র তাপদাহের কারনে কুমিল্লায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী মৃত্যুবরণ করে। তারপর, ভিকারুননেসা নুন স্কুল এন্ড কলেজের ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। তাই তীব্র তাপদাহ থেকে সচেতন থাকতে শিক্ষার্থীদের আগামীকাল স্কুল বন্ধ দেয়া হয়েছে।