BCS Preparation Bangla। বিসিএস প্রস্তুতি বাংলা ভাষা ও সাহিত্য
Bcs preparation bangla pdf download Read Bengali language and literature important questions and answers from the post. Many people don’t know which book they need. Check the BCS preparation book list and buy the books. Get complete preparation with Bcs bangla written syllabus with My Classroom.
প্রশ্ন: চর্যাপদের মূল নাম কী?
উত্তর: চর্যাচর্যবিনিশ্চয়।
প্রশ্ন: চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন কে?
উত্তর: ড. মুহম্মদ শহীদুল্লাহ।
প্রশ্ন: চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্বের ব্যাখ্যা করেন কে?
উত্তর: ড. শশিভূষণ দাশগুপ্ত।
প্রশ্ন: প্রথম বাঙালি কবি হিসেবে পূর্ণাঙ্গ পদ রচনা করেন কে?
উত্তর: লুইপা।
প্রশ্ন: প্রাচীন যুগে কৃষিকাজের জন্য উপযোগী সাহিত্য কী কী?
উত্তর: ডাক ও খনার বচন।
প্রশ্ন: কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
উত্তর: তুর্কি শাসক।
বিসিএস প্রস্তুতি বাংলা ভাষা সাহিত্য
প্রশ্ন: ‘শূন্যপুরাণ’ কী?
উত্তর: গদ্য-পদ্য মিশ্রিত চম্পুকাব্য।
প্রশ্ন: মধ্যযুগের বাংলা সাহিত্যের কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম ছিল?
উত্তর: শ্রী চৈতন্যদেব।
প্রশ্ন: মধ্যযুগে বাংলা রোমান্টিক কাব্যধারার পথিকৃৎ কে?
উত্তর: দৌলত কাজী।
প্রশ্ন: শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলা হয়?
উত্তর: মধুর রস।
প্রশ্ন: দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?
উত্তর: জমিদার নিজাম শাহর।
প্রশ্ন: ‘গোরক্ষবিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা?
উত্তর: নাথধর্ম।
প্রশ্ন: বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন?
উত্তর: মিথিলা।
বাংলা সাহিত্যে আধুনিক যুগ
প্রশ্ন: ‘হিতোপদেশ’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: গোলোকনাথ শর্মা।
প্রশ্ন: প্রথম বাংলা পত্রসাহিত্য কী?
উত্তর: লিপিমালা।
প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি এবং কে রচনা করেন?
উত্তর: ফুলমণি ও করুণার বিবরণ, অবাঙালি কর্তৃক রচিত।
প্রশ্ন: বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস কোনটি?
উত্তর: রত্নবতী।
প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি?
উত্তর: চোখের বালি।
প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস কোনটি?
উত্তর: কল্পতরু।
প্রশ্ন: ‘আধ্যাত্মিক’ উপন্যাসের লেখক কে?
উত্তর: প্যারীচাঁদ মিত্র।
BCS Exam Preparation Bangla
প্রশ্ন: ‘অপরাজিতা’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন: আধুনিক যুগে মহাকাব্যের ধারা প্রবর্তন করেন কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
প্রশ্ন: ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক কোনটি?
উত্তর: নীলদর্পণ (১৮৬০)।
প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি?
উত্তর: শর্মিষ্ঠা।
প্রশ্ন: ‘সাজাহান’ নাটকের প্রথম রচয়িতা কে?
উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়।
প্রশ্ন: ‘সুবচন নির্বাসনে’ নাটকের নাট্যকার কে?
উত্তর: আব্দুল্লাহ আল মামুন।
প্রশ্ন: ‘নূরলদীনের সারাজীবন’ নাটকের রচয়িতা কে?
উত্তর: সৈয়দ শামসুল হক।
প্রশ্ন: ‘একেই কি বলে সভ্যতা’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
প্রশ্ন: ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কোন ধরনের রচনা?
উত্তর: কাব্যনাটক।
প্রশ্ন: ‘হাত হদাই’ নাটকের রচয়িতা কে?
উত্তর: সেলিম আল দীন।
Job Preparation Bangla
প্রশ্ন: ‘নেমেসিস’ নাট্যগ্রন্থের লেখক কে?
উত্তর: নুরুল মোমেন।
প্রশ্ন: মুনীর চৌধুরী রচিত ‘কেউ কিছু বলতে পারে না’ কোন ধরনের নাটক?
উত্তর: অনুবাদ নাটক।
প্রশ্ন: ‘জামাই বারিক’ প্রহসনের রচয়িতা কে?
উত্তর: দীনবন্ধু মিত্র।
প্রশ্ন: সৈয়দ মুজতবা আলীর যে গ্রন্থে কাবুল শহরের কাহিনি বর্ণিত হয়েছে, তার নাম কী?
উত্তর: দেশ বিদেশ।
প্রশ্ন: ‘সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থটি কে রচনা করেছেন?
উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস।
প্রশ্ন: ‘কবিতার কথা’ প্রবন্ধটির রচয়িতা কে?
উত্তর: জীবনানন্দ দাশ।
প্রশ্ন: ‘পথে প্রবাসে’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: অন্নদাশঙ্কর রায়।
প্রশ্ন: ‘কালান্তর’ প্রবন্ধগ্রন্থের রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: ‘যদ্যপি আমার গুরু’-এর রচয়িতা কে?
উত্তর: আহমদ ছফা।
প্রশ্ন: ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
উত্তর: প্রলয়োল্লাস।
প্রশ্ন: ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ।
প্রশ্ন: ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ কাব্যগ্রন্থের কবি কে?
উত্তর: শঙ্খ ঘোষ।
চাকরি ও ভর্তি পরীক্ষার জন্য আরো পড়ুন:
চাকরি ও ভর্তি পরীক্ষার জন্য বিশেষ করে বিসিএস প্রস্তুতির জন্য বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর। নিয়মিত ভিডিও ও সাজেশন পেতে ফেসুবকে ফলো দিয়ে থাকুন লিংক এখানে । ইউটিউব লিংক এখানে