BCS Model Viva ভাইবার অভিজ্ঞতা। গনিত ভাইবা। ভাইবা পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী তন্ময় কুমার মণ্ডল। তিনি বিসিএস ভাইভাসহ বেশ কয়েকটি চাকরির ভাইভায় অংশগ্রহণ করেন। তার বিভিন্ন ভাইভা অভিজ্ঞতা থেকে সংগৃহীত অংশ তুলে ধরা হলো এ আয়োজনে। মাই ক্লাসরুমের এই আয়োজনটি ভালো লাগলে ফেসবুক পেইজটি ফলো করুন।
প্রার্থী: May I come in, sir?
Chm.: Yes, come in. Please be seated. Tell me about your University?
প্রার্থী: I am Tanmoy Kumar Mondol. I have completed my graduation and post-graduation major in Applied Mathematics from Rajshahi University. Rajshahi University is one of the largest universities in the country. After its foundation on July 6, 1953, the university has passed 71 years providing higher education and research. The University is located very close to the mighty river Padma and east of the Rajshahi city center.
Chm.: আপনি Applied Mathematics, মানে ফলিত গণিতে পড়েছেন। গণিত ও ফলিত গণিতের মধ্যে পার্থক্য কী?
প্রার্থী: স্যার, বিশুদ্ধ গণিত হলো গাণিতিক যুক্তিবিজ্ঞানের ওপর ভিত্তি করে গণনা, পরিমাপ, গঠন, স্থান পরিবর্তন ও অন্যান্য বৈশিষ্ট্যের সমষ্টিগত অধ্যয়ন। অন্যদিকে, ফলিত গণিত হলো বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্র, যেমন— প্রকৌশল, চিকিৎসা, অর্থনীতি ইত্যাদিতে ব্যবহৃত গাণিতিক পদ্ধতি।
বিসিএস ভাইবা পরীক্ষা
Chm.: কৃত্রিম সংখ্যা কাকে বলে?
প্রার্থী: যেসব সংখ্যার ১ ও ঐ সংখ্যা ছাড়াও অন্য গুণনীয়ক থাকে তাদের কৃত্রিম সংখ্যা বলে। যেমন, ৬, ৮, ৯, ১০ প্রভৃতি কৃত্রিম সংখ্যা। কারণ সংখ্যাগুলো ১ ও ঐ সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য।
Ex-1: ২১-এর ২টি করে গুণনীয়ক ও গুণিতক বলুন।
প্রার্থী: ২১-এর গুণনীয়ক হলো ৭ ও ১৪ এবং ২১-এর গুণিতক হলো ৪২ ও ৬৩।
Ex-1: ট্রাপিজিয়াম ও রম্বসের ক্ষেত্রফল কত?
প্রার্থী: ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল: X=12×X = \frac{1}{2} \timesX=21× (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) × মধ্যবর্তী লম্ব দূরত্ব এবং রম্বসের ক্ষেত্রফল = 12\frac{1}{2}21 (কর্ণদ্বয়ের গুণফল)।
Ex-1: তল কাকে বলে?
প্রার্থী: যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেধ বা উচ্চতা নেই, তাকে তল (Surface) বলে। যেমন: ঘনবস্তুর পৃষ্ঠতল ৬টি।
ভাইবা পরীক্ষা প্রস্তুতি
Ex-1: ইউক্লিডের মহাগ্রন্থ কয়টি খণ্ডে বিন্যস্ত?
প্রার্থী: ১৩টি।
Ex-2: আপনি কি ‘গেরিলা’ চলচ্চিত্রটি দেখেছেন?
প্রার্থী: দেখেছি।
Ex-2: কোন উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে?
প্রার্থী: সৈয়দ শামসুল হকের “নিষিদ্ধ লোবান” উপন্যাস অবলম্বনে।
Ex-2: মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাব পান কতজন নারী?
প্রার্থী: ২ জন। তারামন বিবি ও ক্যাপ্টেন ডা. সিতারা বেগম।
Ex-2: তারা কত নং সেক্টরে যুদ্ধ করেন?
প্রার্থী: তারামন বিবি ১১নং সেক্টরে এবং ক্যাপ্টেন ডা. সিতারা বেগম ২নং সেক্টরে যুদ্ধ করেন।
ভাইবা প্রস্তুতি গনিত বিষয়
Ex-3: অন্ধ ব্যক্তিদের লেখার পদ্ধতির নাম কী এবং এটি কে আবিষ্কার করেছেন?
প্রার্থী: পদ্ধতির নাম হলো ব্রেইল পদ্ধতি; এর আবিষ্কারক লুইস ব্রেইল (Louis Braille)।
Ex-3: লুইস ব্রেইল কোন দেশের নাগরিক এবং তিনি পেশায় কী ছিলেন?
প্রার্থী: তিনি ফ্রান্সের নাগরিক এবং পেশায় একজন শিক্ষক।
Ex-3: বলেন তো, কালো টাকা কোনগুলোকে বলা হয়?
প্রার্থী: সাধারণত কালো টাকা বলতে এমন টাকাকে বোঝানো হয়, যার উৎস বৈধ বা আইনসম্মত নয়। ঘুষ, দুর্নীতি, চোরাকারবার, মাদক ও অস্ত্রের ব্যবসা থেকে উপার্জিত অর্থই হচ্ছে কালো টাকা। আর আয়কর আইন অনুসারে, আয়ের যে অংশ আয়কর বিবরণীতে প্রদর্শন করা হয় না, তাই অপ্রদর্শিত আয়, যার অন্য নাম কালো টাকা।
Ex-3: Sin Tax কী?
প্রার্থী: এটি একধরনের আবগারি শুল্ক। সমাজের জন্য ক্ষতিকর দ্রব্যের উৎপাদন নিরুৎসাহিত করতে এ কর আরোপ করা হয়ে থাকে।
Ex-3: Sin Tax খাত কী কী?
প্রার্থী: অ্যালকোহল, তামাক, মাদক, জুয়া, পর্নোগ্রাফি ইত্যাদি।
Chm.: Ok, You may leave now.
প্রার্থী: Thank you all, Sir. Assalamu Alaikum.
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্নোত্তর
প্রশ্ন: ভাইবার পূর্ণরূপ কি?
উত্তর: Viva Voice, যার অর্থ মৌখিক পরীক্ষা।
প্রশ্ন: ভাইভা পরীক্ষা কি?
উত্তর: মৌখিক পরীক্ষা, যেখানে পরীক্ষক শিক্ষার্থীকে মৌখিক প্রশ্ন করেন এবং শিক্ষার্থীকে বিষয়ভিত্তিক জ্ঞানের প্রদর্শন করতে হয়।
প্রশ্ন: ভাইবার এর কাজ কি?
উত্তর: Viber হল একটি তাৎক্ষণিক বার্তা ও ভয়েস ওভার আইপি (VoIP) অ্যাপ, যা মাধ্যমে বার্তা, ছবি, ভিডিও এবং অডিও বিনিময় করা যায়।
প্রশ্ন: মক ভাইভা কি?
উত্তর: মক ভাইভা হলো অনুশীলনী ভাইভা, যেখানে চাকরির প্রস্তুতির জন্য কোচিং সেন্টার বা অন্যদের সামনে ভাইভা দেওয়া হয়।