Update Gk

Current Affairs May 2024 Update Gk। কারেন্ট অ্যাফেয়ার্স

Welcome to the Current Affairs post for May 2024! Today’s post will provide you with important questions and answers related to recent events in Bangladesh and international affairs. Staying updated on current affairs is crucial, especially for those preparing for exams at esteemed institutions such as Admission test, Dhaka University, Rajshahi University, BUET, QUET or KUET, Job preparation. Moreover, knowledge of current affairs is also beneficial for various job exams including Primary Teacher Recruitment, Bangladesh Railway, NSI, BBS, BCS, Bank, Teacher Registration (NTRCA), Department of Environment (DOE) Job Preparation, KB Office Sohayok, LGD work assistant, and LGD Account Assistant. This post will keep you informed and up-to-date on the latest happenings. For Update GK Click Here

বাংলাদেশ বিষয়াবলী থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর

প্রশ্ন: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (BAT) বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী এমডি নিয়োগ পান কে?
উত্তর : মনীষা আব্রাহাম।
প্রশ্ন: বিশ্বের তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় কোথায়?
উত্তর: উখিয়া, কক্সবাজার।
প্রশ্ন: ভাঙ্গা-যশোর পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় কবে?
উত্তর : ৩০ মার্চ ২০২৪ ।
প্রশ্ন: দেশের প্রথম ই-বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট কোথায় স্থাপন করা হয়?
উত্তর : কালিয়াকৈর, গাজীপুর।
প্রশ্ন: সর্বশেষ বেসরকারি বিমান সংস্থা হিসেবে অনুমোদন পায় কোনটি?
উত্তর : ফ্লাই ঢাকা।
প্রশ্ন: সর্বশেষ স্থান (৪৯তম) বসানোর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলওয়ে সেতু দৃশ্যমান হয় কবে?
উত্তর : ১৯ এপ্রিল ২০২৪।
প্রশ্ন: ২২ এপ্রিল ২০২৪ দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় কত মেগাওয়াট?
উত্তর : ১৬,২৩৩ মেগাওয়াট ।

Current Affairs -আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : আফ্রিকার বিগ ফাইভ নামে পরিচিত-
উত্তর : সিংহ, মহিষ, হতি, চিতাবাদ ও গণ্ডার।
প্রশ্ন: পাকিস্তানের একমাত্র ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার ও সিনেট চেয়ারম্যানের দায়িত্ব পালন করা ব্যক্তি কে?
উত্তর : সৈয়দ ইউসুফ রাজা গিলানি।
প্রশ্ন: মায়া ওয়ান্দির শহর কোন দেশে অবস্থিত?
উত্তর: মিয়ানমার।
প্রশ্ন: আল-হামরিয়া বন্দর কোন দেশে অবস্থিত?
উত্তর : সংযুক্ত আরব আমিরাত।
প্রশ্ন: এপ্রিল ২০২৪ পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরালিওনে কোন ধরনের মাদকের জন্য জরুরি অবস্থা জারি করে?
উত্তর : কুশ।
প্রশ্ন: উত্তর আমেরিকার কিছু অঞ্চল থেকে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায় কবে?
উত্তর : ৮ এপ্রিল ২০২৪ ।
প্রশ্ন : জাপানের মন্ত্রিসভা কবে নতুন ফাইটার জেট রপ্তানির প্রস্তাব অনুমোদন করে?
উত্তর : ২৬ মার্চ ২০২৪।
প্রশ্ন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (IDF) কোন ইউনিটের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়?
উত্তর: Netzah Yehuda Battalion
প্রশ্ন: ১৯তম G20 শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ১৮-১৯ নভেম্বর ২০২৪; রিও ডি জেনিরো, ব্রাজিল।
প্রশ্ন: UN2.0 কী?
উত্তর: UN20 হলো জাতিসংঘের একটি বিশেষ উদ্যোগ, যার মাধ্যমে ডেটা ডিজিটাল ইনোভেশন ফোরসাইটে
অঙ্গসংস্থাগুলিকে প্রযুক্তি সচেতন হিসেবে গড়ে তোলা।
প্রশ্ন: ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (AMU) প্রথম নারী উপাচার্য কে?
উত্তর : অধ্যাপক নাইমা খাতুন।
প্রশ্ন: যুক্তরাজ্যের পার্লামেন্টে অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় স্থানান্তর সংক্রান্ত Safety of Rwanda (Asylum and Immigration) Act 2024 পাস হয় কবে?
উত্তর : ২২ এপ্রিল ২০২৪
প্রশ্ন: ইসরায়েল ইরানে করে হামলা চালায়?
উত্তর: ১৯ এপ্রিল ২০২৪।

কারেন্ট অ্যাফেয়ার্স- রিপোর্ট এপ্রিল, ২০২৪

প্রশ্ন: WHO’র প্রতিবেদন অনুযায়ী, হেপাটাইটিস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন (বাংলাদেশ সপ্তম)।
প্রশ্ন: ২০২৪ সালে SIPRI’র প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র।
প্রশ্ন: IMF’র পূর্বভাস অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার কত হবে?
উ: ৫.৭%।
প্রশ্ন: ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের তথ্যানুযায়ী, ২০২২ সালে প্রাকৃতিক খনি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : ফ্রান্স। আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
প্রশ্ন: Global Development Institute (GDI)-এর প্রতিবেদন অনুযায়ী, দেশে দারিদ্র্যের হার কত?
উত্তর : ২০.৭% ।
প্রশ্ন: মানব উন্নয়ন প্রতিবেদন 2023/24 অনুযায়ী, মাথাপিছু কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : কাতার (০.৬ টন)।

ক্রীড়াঙ্গন- সাম্প্রতিক সাধারণ জ্ঞান

প্রশ্ন: ১৬ এপ্রিল ২০২৪ Wisden বর্ষসেরা লিডিং ক্রিকেটার (পুরুষ) নির্বাচিত হন কে?
উত্তর: প্যাট কমিন্স।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম অ্যাম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন কে?
উত্তর : শরফুদ্দৌলা ইবনে শহীদ।
প্রশ্ন: দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা কাপ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণ জয় করেন কোন বাংলাদেশি?
উত্তর : জিনাত ফেরদৌস।

গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর আন্তর্জাতিক টি-২০ বিশ্বকাপ 2024

প্রশ্ন: আন্তর্জাতিক টি-২০ বিশ্বকাপ আয়োজনের সময়কাল-
উত্তর: ১-২৯ জুন 2028
প্রশ্ন: আন্তর্জাতিক টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।
প্রশ্ন: আন্তর্জাতিক টি-২০ বিশ্বকাপে কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে?
উত্তর: ৫৫টি।
প্রশ্ন: আন্তর্জাতিক টি-২০ বিশ্বকাপে কতটি দেশ অংশগ্রহণ করবে?
উত্তর: ২০টি।

Current Affairs 50 MCQ- Recent GK

মাই ক্লাসরুম সব সময় সবার আগে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারী ২০২৪ pdf, কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারী ২০২৪, কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২৪, প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স pdf,
Professor current affairs pdf পেতে আমাদের সাথে থাকুন।

Current Affairs May 2024
Recent GK- Current Affairs

Learned from today’s post BCS, Bank, LGED Job Preparation, LGEd Assistant Work, Ntrca, Primary Exam Preparation, Bangladesh Railway, Admission test 2023, Dhaka university Admission test, Latest General Knowledge and Current Affairs for Du admission preparation. You can watch our Latest current affairs on my classroom channel.

Current Affairs Video Tutorial

We also update the latest bd current affairs. You can download Professor’s Current Affairs 2024 PDF fully free from us easily with no hassle. My Classroom Channel link Here

শেষকথা

চাকরি প্রার্থীদের অত্যান্ত জনপ্রিয় মাসিক ম্যাগাজিন কারেন্ট অ্যাফেয়ার্স। সবার আগে কারেন্ট অ্যাফেয়ার্স pdf, কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২৪, প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২৪, কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২৪ দেখুন মাই ক্লাসরুম এ। ফেসবুকে আমাদের লিংক এখানে

M@mun

Hasan Al Mamun is a dedicated teacher, blogger, and YouTuber who has achieved great success in his field. He was born to parents Shahjahan Topodar and Masrura Begum and grew up with a love for learning and exploration. After completing his Bachelor's degree, Hasan pursued a Master's degree in Accounting and excelled in his studies. He then began his career as a teacher, sharing his knowledge and passion for accounting with his students. In addition to teaching, Hasan is also an avid blogger and YouTuber, creating content that educates and inspires his viewers. His YouTube channel, "My Classroom," has grown to an impressive 240,000 subscribers, earning him a silver play button from YouTube. Hasan's interests include book reading, travelling, gardening, and writing, and he often incorporates these passions into his work. He strives to create an honest and supportive community in all of his endeavors, encouraging his followers to learn and grow alongside him. Overall, Hasan Al Mamun is a talented and dedicated individual who has made a significant impact in the fields of education, blogging, and content creation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button