প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না-ভাবসম্প্রসারন

প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না ভাবসম্প্রসারনটি সকল শ্রেণি এবং চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন। আমরা খুব সহজ করে লেখার চেষ্ট করেছি। প্রত্যেক ক্লাসের জন্য আলাদা আলাদা করে দেয়া হয়েছ ভাবসম্প্রসারনটি। প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না ক্লাস ৫ থেকে শুরু করে এসএসসি ও এইচএসসি পর্যন্ত দেয়া হয়েছে।
মাই ক্লাসরুমে পাবেন গুরুত্বপূর্ন ভাবসম্প্রসারন Class 8, Class 9, Class 10 & ভাবসম্প্রসারন এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য। আশাকরছি, ভাবসম্প্রসারনটি দেখে সহজেই মুখস্ত করতে পারবে।
প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না ভাবসম্প্রসারনটি যেকোন পরীক্ষায় কমন আসারমতো। এসএসসি ও এইচএসসি পরীক্ষার বাংলা ২য়পত্র সাজেশনে প্রায়ই ভাবসম্প্রসারনটি থাকে। তাহলে চলো শুরু করা যাক–
প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না Class 5
ভাবসম্প্রসারণ:
শুধু প্রাণ থাকলেই মানুষকে প্রকৃত মানুষ বলা যায় না; ব্যক্তিত্ব, মননশীলতা ও মনুষ্যত্বের মাধ্যমে মানুষ প্রকৃত মানুষে পরিণত হয়। মানুষ প্রাণী হলেও মনের উপস্থিতি তাকে অন্য প্রাণীর থেকে আলাদা করেছে। এই মননশীলতা মানুষকে চিন্তা, বুদ্ধি-বিবেক, আবেগ-অনুভূতির মাধ্যমে জীবনের উন্নতি ঘটাতে সহায়তা করে এবং সভ্যতা ও সংস্কৃতির বিকাশের পথ তৈরি করে। এই কারণেই মানুষ প্রাণিজগতের মধ্যে শ্রেষ্ঠ। দার্শনিকদের মতে, বিবেক ছাড়া মানুষ পশুর সমতুল্য হয়, আর মোতাহের হোসেন চৌধুরী বলেছেন, জীবসত্তার চেয়ে মানবসত্তার গুরুত্ব বেশি না থাকলে মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না। তাই, প্রকৃত মানুষ হতে হলে কেবল প্রাণ নয়, মন এবং মানবিক গুণাবলি অর্জন করতে হবে।
প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না Class 6
মূলভাব: অন্যান্য প্রাণীকুলের মতো শুধুমাত্র প্রাণ থাকলেই মানুষ পূর্ণতা পায় না। যথার্থ মানুষ হতে হলে তার মধ্যে মনের উপস্থিতি থাকা অপরিহার্য।
সম্প্রসারিতভাব: বিশ্ববিধাতা যত্ন করে এই পৃথিবী সৃষ্টি করেছেন, আর পৃথিবীর সব জীবের মধ্যে যারা প্রাণ ধারণ করে, তারাই প্রাণী নামে পরিচিত। জন্মগতভাবে মানুষ ও অন্য প্রাণীর মধ্যে বিশেষ পার্থক্য নেই; মানুষেরও জন্ম ও প্রাথমিক বৃদ্ধি প্রাকৃতিক নিয়মে ঘটে। তবে মানুষের মধ্যে মন নামক বিশেষ এক সত্তা থাকার কারণে তাকে অতিরিক্ত জ্ঞান অর্জন ও মানবিক গুণাবলির জন্য চেষ্টা করতে হয়। এই মনই মানুষকে মহৎ গুণাবলি অর্জনের সুযোগ দেয়, যা অন্য প্রাণীদের জন্য সম্ভব নয়। মন দিয়ে মানুষ ভালো-মন্দ, ন্যায়-অন্যায় বিচার করতে পারে। এই মানবিক চেতনা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব করে তুলেছে।
তবে দেহের গঠন মানুষের মতো হলেই সে প্রকৃত মানুষ হয়ে ওঠে না। মানবিক গুণাবলির অভাবে সে কেবল একটি প্রাণী হয়ে থাকে। তাই মানুষকে প্রকৃত মানুষ হতে হলে মনুষ্যত্ব অর্জনের জন্য সাধনা ও চর্চা প্রয়োজন। মানুষ যদি তার মানবিক শ্রেষ্ঠত্ব ধরে না রাখে, তবে মানুষ ও প্রাণীর মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়বে।
প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না Class 7
ভাবসম্প্রসারণ: মানুষকে “দ্বিজ” বলা হয়, অর্থাৎ দুবার জন্মগ্রহণকারী। দ্বিতীয় জন্ম মানে হলো মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে প্রকৃত মানুষ হয়ে ওঠা। শিশুর জন্মের সময় সে অন্যান্য প্রাণীর মতো অসহায় থাকে, পার্থক্য তৈরি হয় শিক্ষার মাধ্যমে তার মানবিক গুণাবলি বিকাশের পর। তখনই সে প্রকৃত মানুষ হিসেবে আত্মোপলব্ধি করতে শেখে। তবে, মনুষ্যত্বহীন মানুষ শুধু বাহ্যিকভাবে মানুষের মতো হলেও তার সাথে প্রাণীর কোনো পার্থক্য থাকে না। মানুষকে শ্রেষ্ঠত্বে অধিকারী করেছে তার মন, যা তাকে ন্যায়-অন্যায়ের বিচার ও মানবিক গুণাবলি অর্জনের সুযোগ দেয়। যিনি ভালো-মন্দের বিচার করতে পারেন তিনিই প্রকৃত মানুষ। অন্যদিকে, যিনি স্বার্থপর হয়ে ক্ষতিকারক কাজ করেন, তিনি পূর্ণাঙ্গ মানুষ বলে গণ্য নন। তাই প্রাণ নয়, মনই মানুষকে প্রকৃত শ্রেষ্ঠ হিসেবে পরিচিত করে।
প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না Class 8
মূলভাব: শুধুমাত্র প্রাণের অস্তিত্ব থাকলে মানুষ সব জীবজন্তুর মতো সাধারণ প্রাণী।
সম্প্রসারিত ভাব: বিচার-বুদ্ধি ও সংবেদনশীল মনই মানুষকে সাধারণ প্রাণী থেকে ভিন্ন এবং শ্রেষ্ঠ হিসেবে গড়ে তোলে। মানুষ জন্মসূত্রে প্রাণী হলেও, তার মনের বিশেষ গুণাবলি তাকে অনন্য করে তুলেছে। শুধুমাত্র সহজাত প্রবৃত্তিতে আবদ্ধ থাকলে মানুষ প্রাণীজগতের সীমায় আবদ্ধ থেকে যায়। শিক্ষা ও মানবিক গুণাবলির চর্চার মাধ্যমে সে নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। প্রকৃত মানুষ বিবেক ও মানবিক মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়। শুধুমাত্র শরীরের গঠন দিয়ে নয়, বরং মনের গভীরতায়ই মানুষের আসল পরিচয় প্রকাশ পায়।
মন্তব্য: মানুষ হতে হলে কেবল প্রাণ থাকলেই হবে না, বরং তাকে মানবিক গুণাবলিসম্পন্ন মনের অধিকারী হতে হবে।
প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না SSC HSC
মূলভাব: পৃথিবীর অন্য সকল প্রাণীর মতো মানুষও একটি প্রাণী। কিন্তু সকল প্রাণীকে ছাড়িয়ে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব হয়েছে মানুষের সুন্দর মনের কারণে।
সম্প্রসারিত ভাব:
মানুষ স্রষ্টার শ্রেষ্ঠ জীব। এই শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় তার মানবিক বুদ্ধি, বিবেক, কর্মে ও চেতনায়। এই চেতনাবোধের কারণেই মানুষ পৃথিবীর অন্যান্য প্রাণী থেকে স্বতন্ত্র এবং শ্রেষ্ঠ। পৃথিবীর অন্যান্য জীবের মতো মানুষও প্রাণী। কিন্তু অন্য প্রাণী শুধু প্রাণ ধারণ করেছে, আর মানুষ প্রাণের সঙ্গে সঙ্গে একটি মনও বহন করছে। তবে মানুষও জন্মসূত্রে শুধু প্রাণীই। প্রকৃত মানুষ হয়ে উঠতে হলে প্রয়োজন সাধনা। বিভিন্ন মানবীয় গুণাবলি অর্জনে তাকে সচেষ্ট হতে হবে। ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, ধর্ম-অধর্মের বিবেচনা করে তাকে সত্য পথ বেছে নিতে হবে।
মহৎ ও মানবীয় গুণাবলি অর্জন করে তাকে প্ৰকৃত মনুষ্যত্বের মর্যাদা অর্জন করতে হবে। আর এটা একমাত্র সম্ভব মানুষের মনের বিকাশের মাধ্যমে। মানুষ তার মনের বিচারশক্তি দ্বারা সৎপথে চালিত হয়ে সাধনা ও অনুশীলনের সাহায্যে মানবীয় গুণাবলি অর্জনে সক্ষম হতে পারে। মানুষ যদি শুধু দেহাবয়ব ধারণ করে, বিবেকের মাধ্যমে প্রকৃত মনুষ্যত্ব অর্জনে ব্যর্থ হয়, তবে তার আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। প্রকৃত অর্থে সে প্রাণীরই সমতুল্য। সুতরাং দেখা যাচ্ছে, মানুষ মনের কারণেই মানুষের মর্যাদা পাচ্ছে।
মন এবং মানুষ দুটো অবিচ্ছেদ্যরূপে সম্পর্কিত। এই মনের কারণেই মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করছে। কারণ মন মানুষের মধ্যে জন্ম দেয় মহানুভবতা, পরদুঃখকাতরতা, ভালোবাসা। আর মানুষের মন এসব গুণ ধারণ করে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করে।
সবশেষে:
আশা করছি প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না ভাবসম্প্রসারনটি পড়ে বুঝতে পেরেছো। ভাবসম্প্রসারনটি ভালো করে পড়ে নিজে নিজে লিখার চেষ্টা করো। SSC & HSC ভাবসম্প্রসারন হিসেবে এটি গুরুত্বপূর্ন। মাই ক্লাসরুম থেকে তোমরা সকল প্রকার ভাবসম্প্রসারন, রচনা, দরখাস্ত, প্যারগ্রাফ মুখস্ত করতে পারবে। তোমাদের জন্য শুভকামনা।