Write a short composition on ‘Digital Bangladesh for SSC HSC

Digital Bangladesh
A country, where the governmental and non-governmental work is performed online via the internet and where society is truly dependent on information and technology, is called a digital country. So, ‘Digital Bangladesh’ means making the country digital with the help of internet technology. The present government has set out to make the country digital in order to reduce the lack of internet usage in every developmental sector of Bangladesh.
With a view to making the people of our country more internet-savvy, Awami League, one of the leading political parties of this country, came up with an election manifesto back in 2008. From that period of time, the term became widespread, and the government involved itself in making the country digital.
Though ours is an independent country, we are lagging behind in developing various business and private sectors because of not being digital. In order to reduce this backwardness, sectors like governance, commerce, education, and agriculture are now powered by computers and the internet. The government is now working on the problems of unemployment, population, poverty, illiteracy, corruption, natural calamities, food deficits, etc., digitally with the help of spreading the use of the internet all over the country.
Composition-Digital Bangladesh
So, the main idea of Digital Bangladesh is technology-based digital governance, e-commerce, e-agriculture, e-production, e-education, etc. Also, uninterrupted power supply and computer network systems are needed. People from all walks of life must also have basic ICT knowledge.
A digital Bangladesh will certainly be beneficial. It will save our time, energy, and money. It can reduce the unemployment problem and make people more aware of the internet system, cyber security, as well as cybercrime. More importantly, it will connect people with the whole world and make them aware of international decisions and developments. Every sector will be benefited even at the cost of high expense.
The present government is truly working hard, and the initiatives taken are praiseworthy. It can be expected that soon Bangladesh is going to be a fully digital country, which would be one step ahead to being a developed one.
অনুবাদ: ডিজিটাল বাংলাদেশ
একটি দেশের সরকারি-বেসরকারি কাজ যখন ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে সম্পাদিত হয় এবং যেখানে সমাজ সত্যিকার অর্থে তথ্য ও প্রযুক্তির ওপর নির্ভরশীল, তখন তাকে ডিজিটাল দেশ বলা হয়। অর্থাৎ, ডিজিটাল বাংলাদেশ বলতে ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে দেশকে ডিজিটাল করা বোঝায়। উন্নয়ন খাতে ইন্টারনেট ব্যবহারের ঘাটতি পূরণের জন্য বর্তমান সরকার দেশকে ডিজিটাল হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা শুরু করেছে।
আমাদের দেশের জনগণকে ইন্টারনেট ব্যবহারে আরও সচেতন করে তোলার লক্ষ্যে, এ দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ২০০৮ সালে একটি নির্বাচনী ইশতেহার নিয়ে আসে। সেই সময় থেকে এই বিষয়টি ব্যাপকভাবে পরিচিতি লাভ করে এবং সরকার নিজেদেরকে দেশ ডিজিটাল করার কাজে নিযুক্ত রেখেছে।
আমাদের দেশ স্বাধীন হলেও, ডিজিটাল না হওয়ার কারণে আমরা ব্যবসা-বাণিজ্য এবং বেসরকারি খাতে পিছিয়ে আছি। এই পশ্চাৎপদতা দূর করার জন্য শাসন, বাণিজ্য, শিক্ষা, কৃষির মতো খাতগুলো এখন কম্পিউটার ও ইন্টারনেট দ্বারা পরিচালিত। সরকার তখন ইন্টারনেট ব্যবহারের প্রসার ঘটিয়ে বেকারত্ব, জনসংখ্যা বৃদ্ধি, দারিদ্র্য, নিরক্ষরতা, দুর্নীতি, প্রাকৃতিক দুর্যোগ এবং খাদ্য ঘাটতির মতো সমস্যাগুলো সমাধানে কাজ করছে।
তাই, ডিজিটাল বাংলাদেশের মূল ভাবনা হলো প্রযুক্তি-নির্ভর ডিজিটাল শাসন ব্যবস্থা, ই-কমার্স, ই-কৃষি, ই-উৎপাদন, ই-শিক্ষা ইত্যাদি। এছাড়া, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থাও প্রয়োজন। সমাজের সর্বস্তরের মানুষের মৌলিক আইসিটি জ্ঞানও থাকতে হবে।
ডিজিটাল বাংলাদেশ হলে তা অবশ্যই কল্যাণকর হবে। এতে আমাদের সময়, শক্তি এবং অর্থ সাশ্রয় হবে। এটি বেকারত্ব সমস্যার সমাধান করতে পারে এবং মানুষকে ইন্টারনেট ব্যবস্থা, সাইবার নিরাপত্তা, এবং সাইবার অপরাধ সম্পর্কে আরও সচেতন করে তুলতে পারে। আরও গুরুত্বপূর্ণ হলো, এটি দেশের মানুষকে বিশ্বের সঙ্গে সংযুক্ত করবে এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত ও উন্নয়ন সম্পর্কে সচেতন করে তুলবে। প্রতিটি খাতই উচ্চ ব্যয়ের বিনিময়ে উপকৃত হবে।
বর্তমান সরকার সত্যিই কঠোর পরিশ্রম করছে, এবং তারা যে পদক্ষেপ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আশা করা যায়, বাংলাদেশ শীঘ্রই একটি পূর্ণাঙ্গ ডিজিটাল দেশে পরিণত হবে, যা উন্নত দেশ হবার জন্য এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
FAQs on Digital Bangladesh
What is the simple composition of Digital Bangladesh?
Digital Bangladesh refers to a vision where all sectors of the country, including governance, commerce, education, and agriculture, are powered by computers and the internet. It aims to create an e-state where technology is at the core of every activity. As the world is moving towards a digital future, Bangladesh is also making strides towards becoming a knowledge-based society.
What is the composition of Smart Bangladesh?
Smart Bangladesh is built around four main pillars: Smart Citizens, Smart Government, Smart Economy, and Smart Society. These pillars aim to include every individual in Bangladesh in a digital transformation process, making the country more efficient and technologically advanced (a2i, 2022).
What is a digital composition?
Digital composition refers to the creation of content using digital tools and incorporating various forms of media. For example, typing a research essay on a computer using Google Docs makes you a digital composer. It involves the integration of text, images, videos, and other multimedia elements in digital formats.
What are the 4 pillars of Smart Bangladesh?
The four key pillars of Smart Bangladesh are:
- Smart Citizen
- Smart Government
- Smart Society
- Smart Economy
These pillars aim to make Bangladesh more digitally connected and improve the overall quality of life.
What is digital content?
Digital content refers to any form of content that exists in digital form, such as text, images, videos, or audio. It is stored and transmitted through digital media, including computer files, online streaming, or digital broadcasting.
What is Digital Bangladesh 2041?
In December 2022, the government of Bangladesh announced its goal to become a developed and prosperous country by 2041. This initiative, Smart Bangladesh, focuses on using digital transformation to drive improvements in various aspects of the country’s development, aiming to enhance the quality of life for all citizens.
What are the 4 pillars of Bangladesh?
The four fundamental principles of Bangladesh are:
- Nationalism
- Socialism
- Democracy
- Secularism
These principles guide the country’s policies and development, ensuring the nation’s progress in harmony with its values.