Current Affairs 13 October PDF for Job & Admission

Daily Current Affairs 13 October প্রতিদিনের পত্রিকা থেকে গুরুত্বপূর্ন সাম্প্রতিক প্রশ্নোত্তর নিয়ে করা মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা, বিসিএস প্রস্তুতি, শিক্ষক নিয়োগ এর জন্য দেখুন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। শূন্য থেকে সরকারি চাকরি প্রস্তুতি প্রস্তুতির জন্য সাম্প্রতিক গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর থাকবে এখানে। পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতির জন্য সাম্প্রতিক সাধারন জ্ঞানের জন্যও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স কার্যকর।
Daily Current Affairs 13 October PDF
Check Daily Current Affairs questions and answers on My Classroom. Current affairs today-Bangladesh affairs and international affairs are arranged for job test, admission test. Current Affairs 2024 PDF from the leading national daily of Bangladesh. Followed Prothom Alo, Jugantar, Bangladesh Pratidin, Samakal, Dainik Ittefaq, Dainik Inkilab for GK Current Affairs. Gk current affairs in bengali is an excellent arrangement of my classroom.
Let’s start-
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪
প্রশ্ন: বিশ্বব্যাংকের মতে, বাংলাদেশে নারীর কর্মসংস্থান বাড়লে অর্থনীতি কত শতাংশ বাড়বে?
উত্তর: ২৯ শতাংশ।
প্রশ্ন: সম্প্রতি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর উপর হামলা কোথায় হয়েছে?
উত্তর: লেবাননে।
প্রশ্ন: বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র সচিবের নাম কী?
উত্তর: জসিম উদ্দিন।
প্রশ্ন: ফ্যাসিস্ট ও গণহত্যাকারী আচরণের কারণে সম্প্রতি কোন দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে?
উত্তর: নিকারাগুয়া (মধ্য আমেরিকার দেশ)।
প্রশ্ন: সম্প্রতি টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ ২৯৭ রানের রেকর্ড গড়েছে কোন দেশ?
উত্তর: ভারত (বিপক্ষ দল বাংলাদেশ)।
GK Current Affairs today 2024
প্রশ্ন: ১১তম বিপিএলের ড্রাফটে কতজন বিদেশি ক্রিকেটারের নাম উঠেছে?
উত্তর: ৪৪০ জন।
প্রশ্ন: বর্তমানে বিশ্বের দীর্ঘতম সেতু কোনটি?
উত্তর: দানিয়াং-কুনশান গ্র্যান্ড ব্রিজ।
প্রশ্ন: ‘মাতারবাড়ী বন্দর উন্নয়ন’ প্রকল্প সমাপ্ত হওয়ার সম্ভাব্য সময় কখন?
উত্তর: ডিসেম্বর, ২০২৯ সাল।
প্রশ্ন: ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক কবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর: ১৩ অক্টোবর, ২০০৬।
প্রশ্ন: ‘প্রার্থনা’ কবিতার কবি কে?
উত্তর: গোলাম মোস্তফা (মৃত্যু: ১৩ অক্টোবর, ১৯৬৪)।
প্রশ্ন: তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৩ অক্টোবর, ২০০২।
প্রশ্ন: বিশ্বে পামওয়েল উৎপাদনে দ্বিতীয় অবস্থানে রয়েছে কোন দেশ?
উত্তর: মালয়েশিয়া।
কারেন্ট অ্যাফেয়ার্স MCQ প্রশ্নোত্তর
প্রশ্ন: বৈশ্বিক জিডিপিতে পর্যটন খাতের অবদান কত?
উত্তর: ৯.১ শতাংশ।
প্রশ্ন: ২০২৩ সালে পর্যটন খাত থেকে সবচেয়ে বেশি আয় করে কোন দেশ?
উত্তর: যুক্তরাষ্ট্র (২.৩৫ ট্রিলিয়ন ডলার)।
প্রশ্ন: আন্তর্জাতিক টি-২০ তে এক ইনিংসে সর্বোচ্চ রান কত?
উত্তর: ৩১৪ (মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের)।
প্রশ্ন: গ্রামীণ ব্যাংককে কর অব্যাহতি দেয়া হয় কবে থেকে?
উত্তর: ১৯৮৩ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই।
প্রশ্ন: মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আয়োজিত গ্লোবাল লিডারশিপ সামিটে বাংলাদেশ থেকে কে অংশগ্রহণ করবেন?
উত্তর: আকরাম হুসাইন।
প্রশ্ন: হজের প্রাথমিক নিবন্ধনের শেষ দিন কবে?
উত্তর: ২৩ অক্টোবর।
প্রশ্ন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১২ অক্টোবর, ২০০৮।
প্রশ্ন: সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের ২৩তম বৈঠক কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ১৫ ও ১৬ অক্টোবর, ইসলামাবাদ, পাকিস্তান।
প্রশ্ন: সম্প্রতি জলবায়ু পরিবর্তনের প্রভাবে কোন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে?
উত্তর: সাহারা মরুভূমিতে।
প্রশ্ন: সাহারা মরুভূমি কত বর্গকিলোমিটার এলাকায় বিস্তৃত?
উত্তর: ৯০ লাখ বর্গকিলোমিটার (উত্তর, মধ্য ও পশ্চিম আফ্রিকায়)।
প্রশ্ন: ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ কবে পালিত হয়?
উত্তর: ১৩ অক্টোবর।
কারেন্ট অ্যাফেয়ার্স PDF
প্রশ্ন: কোন সম্মেলনে বৃহৎ পাঁচটি শক্তিশালী দেশকে ভেটো ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়?
উত্তর: ইয়াল্টা সম্মেলন।
প্রশ্ন: কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয়?
উত্তর: তিউনিসিয়া।
প্রশ্ন: পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি?
উত্তর: সুন্দরবন।
প্রশ্ন: সিটি করপোরেশনের প্রধানকে কী বলা হয়?
উত্তর: মেয়র।
প্রশ্ন: ‘পিনাটুবো’ কী?
উত্তর: একটি আগ্নেয় পর্বত।
প্রশ্ন: আইবুক কোন কোম্পানির তৈরি?
উত্তর: ওপেন কম্পিউটার্স।
শেষকথা:
চাকরি পরীক্ষা- বিসিএস, ব্যাংক, বীমা, সরকারি চাকরি, বেসরকারি চাকরি পরীক্ষার জন্য মাই ক্লাসরুম দীর্ঘদিন ধরে কাজ করছে। 14 October Current Affairs থেকে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী সেপ্টেম্বর মাসের জন্য দেয়া হয়েছে। সাম্প্রতিক সাধারন জ্ঞান ২০২৪ PDF Download সহ প্রতিদিনের আপডেট সরাসরি দেখুন। নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন মাই ক্লাসরুম ইউটিউব চ্যানেল- এখানে।