Daily Current Affairs 03 September PDF for Job & Admission
Daily Current Affairs 03 September প্রতিদিনের পত্রিকা থেকে গুরুত্বপূর্ন সাম্প্রতিক প্রশ্নোত্তর নিয়ে করা মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা, বিসিএস প্রস্তুতি, শিক্ষক নিয়োগ এর জন্য দেখুন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। শূন্য থেকে সরকারি চাকরি প্রস্তুতি প্রস্তুতির জন্য সাম্প্রতিক গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর থাকবে এখানে। পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতির জন্য সাম্প্রতিক সাধারন জ্ঞানের জন্যও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স কার্যকর।
Daily Current Affairs 03 September,24 PDF
Check Daily Current Affairs questions and answers on My Classroom. Current affairs today-Bangladesh affairs and international affairs are arranged for job test, admission test. Current Affairs 2024 PDF from the leading national daily of Bangladesh. Followed Prothom Alo, Jugantar, Bangladesh Pratidin, Samakal, Dainik Ittefaq, Dainik Inkilab for GK Current Affairs. Gk current affairs in bengali is an excellent arrangement of my classroom.
Let’s start-
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪
প্রশ্ন: সাহিত্যিক আবুল মনসুর আহমদ কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ৩ সেপ্টেম্বর, ১৮৯৮।
প্রশ্ন: ২০২৩-২৪ অর্থবছরে দেশের মোট কত ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে?
উত্তর: ৩,৬৮৮ কোটি ডলার। [এনবিআর]
প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের বয়সসীমা কত?
উত্তর: বয়সসীমা নেই।
প্রশ্ন: চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: BYD.
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স PDF
প্রশ্ন: ২০২৮ সালের ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: যুক্তরাষ্ট্রে।
প্রশ্ন: সম্প্রতি কোন দেশটি আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেওয়ার জন্য আবেদন করেছে?
উত্তর: তুরস্ক ।
প্রশ্ন: কোন দেশ বিশ্বের প্রথম অর্থোপেডিক মেডিক্যাল সরঞ্জাম প্রিন্ট করেছে?
উত্তর: চীন।
প্রশ্ন: বাংলাদেশে কালোটাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে কত তারিখে?
উত্তর: ২ সেপ্টেম্বর ২০২৪
প্রশ্ন: সম্প্রতি কোন দেশটির সহকারী পররাষ্ট্র মন্ত্রী ঢাকায় আসার কথা জানিয়েছেন?
উত্তর: যুক্তরাষ্ট্র ।
GK Current Affairs today 2024
প্রশ্ন: যুক্তরাজ্যের কোন পত্রিকাটি ইমরান খানের সমালোচনা করেছেন?
উত্তর: দ্য গার্ডিয়ান
প্রশ্ন: ইমরান খান প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম কী?
উত্তর: পিটিআই ।
প্রশ্ন: সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশটির প্রেসিডেন্টের বিমান জব্দ করেছে?
উত্তর: ভেনেজুয়েলা ।
প্রশ্ন: দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উত্তর: সিরিল রামাফোসা।
কারেন্ট অ্যাফেয়ার্স MCQ প্রশ্নোত্তর
প্রশ্ন: ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উত্তর: নিকোলা মাদুরো ।
প্রশ্ন: সম্প্রতি বিধ্বস্ত হওয়া ভারতের যুদ্ধবিমানের নাম কী?
উত্তর: মিগ-২৯ ।
প্রশ্ন: যুক্তরাষ্ট্রের বর্তমান সহকারী পররাষ্ট্র মন্ত্রীর নাম কী ?
উত্তর: ডোনাল্ড লু ।
শেষকথা:
চাকরি পরীক্ষা- বিসিএস, ব্যাংক, বীমা, সরকারি চাকরি, বেসরকারি চাকরি পরীক্ষার জন্য মাই ক্লাসরুম দীর্ঘদিন ধরে কাজ করছে। 03 September Current Affairs থেকে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী সেপ্টেম্বর মাসের জন্য দেয়া হয়েছে। সাম্প্রতিক সাধারন জ্ঞান ২০২৪ PDF Download সহ প্রতিদিনের আপডেট সরাসরি দেখুন। নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন মাই ক্লাসরুম ইউটিউব চ্যানেল- এখানে।