সাধারন জ্ঞান- বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী

সাম্প্রতিক সাধারন জ্ঞানের এই প্রশ্নোত্তরগুলো ২০২৫ সালে বিভিন্ন পরীক্ষায় এসেছে। যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন- বাংলাদেশ ব্যাংক নিয়োগ পরীক্ষা, বিসিএস প্রিলিমিনারী, প্রাইমারি শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন। এখানে আছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলী বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নোত্তর। নিয়মিত আপডেট ফলো করুন ফেসবুক এবং ইউটিউব-এ।
সাধারন জ্ঞান আপডেট ২০২৫
প্রশ্ন: রোমের অর্থনীতি কিসের ওপর নির্ভরশীল ছিল?
উত্তর: দাস শ্রমের ওপর।
প্রশ্ন: পারসিক দিনপঞ্জি কে তৈরি করেন?
উত্তর: দারিয়ুস।
প্রশ্ন: ‘হিব্রু’ শব্দের অর্থ কী?
উত্তর: বিদেশি বা যাযাবর।
প্রশ্ন: দক্ষিণ-পূর্ব এশিয়ার কোন দেশটি স্পেনীয় সাম্রাজ্যভুক্ত ছিল?
উত্তর: ফিলিপাইন।
প্রশ্ন: জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি?
উত্তর: ইন্দোনেশিয়া।
প্রশ্ন: পরিবেশ দূষণ ঠেকাতে ‘ক্যান্সার গ্রাম’ ঘোষণা দেয় কোন দেশ?
উত্তর: চীন।
প্রশ্ন: ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (NLD) কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ২৭ সেপ্টেম্বর ১৯৮৮।
প্রশ্ন: ইউরোপের উচ্চতম পর্বত শ্রেণি কোনটি?
উত্তর: আল্পস।
প্রশ্ন: যুক্তরাজ্যের আইনসভার নাম কী?
উত্তর: পার্লামেন্ট।
প্রশ্ন: ক্রিমিয়া কোন সাগরের তীরবর্তী উপদ্বীপ?
উত্তর: কৃষ্ণসাগর।
প্রশ্ন: নাইজেরিয়ার বৃহত্তম জনগোষ্ঠীর নাম কী?
উত্তর: হাউসা-ফুলানি।
প্রশ্ন: বিশ্বের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কোনটি?
উত্তর: কাজাখস্তান।
চাকরি ও ভর্তি পরীক্ষার প্রশ্নোত্তর
প্রশ্ন: এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ কোনটি?
উত্তর: পূর্ব তিমুর।
প্রশ্ন: অজন্তা এবং ইলোরা কী?
উত্তর: শিলাকাটা গুহা।
প্রশ্ন: রোমান আইনের ভিত্তি কী?
উত্তর: বারবিধি।
প্রশ্ন: বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী কোনটি?
উত্তর: কনস্টান্টিনোপল।
প্রশ্ন: ফরাসি বিপ্লব কবে সংঘটিত হয়?
উত্তর: ১৭৮৯ সালে।
প্রশ্ন: হিব্রু বা ইহুদী জাতির ধর্মগ্রন্থের নাম কী?
উত্তর: তাওরাত।
প্রশ্ন: সামরিক নগররাষ্ট্র স্পার্টা কোথায় গড়ে উঠেছিল?
উত্তর: গ্রিসে।
প্রশ্ন: অ্যাশেরীয়দের সূর্য দেবতার নাম কী?
উত্তর: শামস।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সাধারন জ্ঞান ২০২৫
প্রশ্ন: এজিয়ান সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
উত্তর: এজিয়ান সাগরের তীরবর্তী পূর্ব বলকান অঞ্চলে।
প্রশ্ন: গ্রিক সভ্যতার প্রধান কেন্দ্র কোথায় ছিল?
উত্তর: গ্রিক উপদ্বীপ, এবং প্রধান শহর ছিল এথেন্স।
প্রশ্ন: ইসলামে আনসার নামে কারা পরিচিত?
উত্তর: মদিনার স্বার্থত্যাগী মুসলিমরা।
প্রশ্ন: চীনারা তাদের রাজাকে কী মনে করতো?
উত্তর: ঈশ্বরের পুত্র।
প্রশ্ন: চীনের সর্বশ্রেষ্ঠ ও প্রভাবশালী দার্শনিক কে?
উত্তর: কনফুসিয়াস।
প্রশ্ন: চীনা জনগোষ্ঠী কোন বংশোদ্ভূত?
উত্তর: মঙ্গোলীয়।
সাধারন জ্ঞান সাম্প্রতিক বিশ্ব
প্রশ্ন: ইউরো জোন কতটি দেশের সমন্বয়ে গঠিত?
উত্তর: ২০টি দেশের।
প্রশ্ন: বার্লিন সংকট কবে শুরু হয়?
উত্তর: ১৯৫৮ সালে।
প্রশ্ন: সিডনি লজ কোথায় অবস্থিত?
উত্তর: স্কটল্যান্ডে।
প্রশ্ন: ‘আল নুসরা’ কোন দেশের গেরিলা সংস্থা?
উত্তর: সিরিয়া।
প্রশ্ন: বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে?
উত্তর: ১৯৪৬ সালে।
প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর: আইজেন হাওয়ার।
প্রশ্ন: মিসর ও ইসরায়েলের মধ্যে ক্যাম্প ডেভিট চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯৭৮ সালে।
প্রশ্ন: ত্রি-ভুবন কোন দেশের বিমানবন্দর?
উত্তর: নেপাল।
প্রশ্ন: কেসিএনএ কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর: উত্তর কোরিয়ার।
আন্তর্জাতিক বিষয়াবলী সাধারন জ্ঞান
প্রশ্ন: সাত পাহাড়ের শহর বলা হয় কাকে?
উত্তর: রোমকে।
প্রশ্ন: ডয়েচল্যান্ডের বর্তমান নাম কী?
উত্তর: জার্মানি।
প্রশ্ন: নাগার্নো কারাবাখ কী?
উত্তর: ছিটমহল।
প্রশ্ন: কানকুন কোন দেশের শহর?
উত্তর: মেক্সিকো।
প্রশ্ন: ক্যানবেরা কোন দেশের বিখ্যাত শহর?
উত্তর: অস্ট্রেলিয়া।
প্রশ্ন: শিল্পবিপ্লব কোন দেশে শুরু হয়?
উত্তর: ইংল্যান্ডে।
প্রশ্ন: বি-৫২ কী?
উত্তর: এক ধরনের বোমারু বিমান।
প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে দূষিত সাগর কোনটি?
উত্তর: ভূ-মধ্যসাগর।
বাংলাদেশ বিষয়াবলী
প্রশ্ন: সর্বপ্রথম পানি দূষণ সমস্যাকে চিহ্নিত করেন কে?
উত্তর: হিপোক্রেটিস।
প্রশ্ন: ওজোন স্তর নিয়ে ভিয়েনা কনভেনশন কবে গৃহীত হয়?
উত্তর: ২২ মার্চ ১৯৮৫।
প্রশ্ন: পৃথিবীর সর্বাধিক দূষিত নদী কোনটি?
উত্তর: সিতারাম নদী, ইন্দোনেশিয়া।
প্রশ্ন: SMOG কী?
উত্তর: দূষিত বাতাস।
প্রশ্ন: বিশ্ব বাঘ দিবস কবে পালিত হয়?
উত্তর: ২৯ জুলাই।
প্রশ্ন: বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
উত্তর: ৫ জুন।
প্রশ্ন: আন্তর্জাতিক বন দিবস কবে পালিত হয়?
উত্তর: ২১ মার্চ।
সাম্প্রতিক সাধারন জ্ঞান ৪র্থ পর্ব এখানে
প্রশ্ন: Friday For Future কী ধরনের আন্দোলন?
উত্তর: পরিবেশ বিষয়ক।
প্রশ্ন: আতিতলান ও সান্তামারিয়া সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?
উত্তর: গুয়েতেমালায়।
প্রশ্ন: দিল্লি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: যমুনা।
প্রশ্ন: ভলগা নদী কোথায় পতিত হয়েছে?
উত্তর: কাস্পিয়ান সাগরে।
আরো দেখুন: