Current Affairs 22 April, 2024-My Classroom। কারেন্ট অ্যাফেয়ার্স
ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ২২ এপ্রিল, ২০২৪ দেখার জন্য আপনাকে স্বাগতম। প্রতিদিনের পত্রিকা থেকে গুরুত্বপূর্ন সব সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে মাই ক্লাসরুমের এই আয়োজন। BCS, Bank, Primary Exam , Govt. Job Preparation এবং চাকরির নিয়োগসহ সকল চাকরি ও ভর্তি পরীক্ষার জন্য পরিপূর্ন প্রস্তুতির জন্য চলুন, দেখে নেয়া যাক-
Current Affairs 22 April, 2024
প্রশ্ন: বিশ্ব ধরিত্রী দিবস কবে পালিত হয়?
উত্তর: ২২ এপ্রিল।
প্রশ্ন: বিশ্ব ধরিত্রী দিবসের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-
উত্তর: ‘পৃথিবী বনাম প্লাস্টিক‘।
প্রশ্ন: আইডিবি-এর বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উত্তর: ইলান গোল্ডফাজন।
প্রশ্ন: প্যারাসিটামল ওষুধ সর্বপ্রথম উদ্ভাবন করা হয়-
উত্তর: ১৮৭০-এর দশকে।
প্রশ্ন: ‘ফ্রিডম মুভমেন্ট’ কোন দেশভিত্তিক সংগঠনের নাম?
উত্তর: ইরান।
Daily Current Affairs 2024 Pdf
প্রশ্ন: মানুষের রক্তের কোন গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়?
উত্তর: O গ্রুপকে। (AB গ্রুপ হলো সর্বজনীন গ্রহীতা)
প্রশ্ন: ইসরায়েল কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালায়?
উত্তর: র্যামপেজ।
প্রশ্ন: আল-হামরিয়া বন্দর কোন দেশে অবস্থিত?
উত্তর: সংযুক্ত আরব আমিরাত।
প্রশ্ন: বৈশ্বিক জিডিপির কত শতাংশ চীনের দখলে?
উত্তর: ১৭ শতাংশ ।
প্রশ্ন: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এর প্রথম নারী এমডি‘র নাম কী ?
উত্তর: মনীষা আব্রাহাম।
প্রশ্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ইউমেন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: বাংলাদেশ।
প্রশ্ন: বিশ্বে পানি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: ফ্রান্স ।
প্রশ্ন: মালদ্বীপের ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম কী?
উত্তর: পিপলস ন্যাশনাল কংগ্রেস ।
কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২৪
প্রশ্ন: সম্প্রতি কত তারিখে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ?
উত্তর: ১৪ এপ্রিল, ২০২৪ সাল।
প্রশ্ন: ‘মাপুতো‘ সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
উত্তর: মোজাম্বিক ।
প্রশ্ন: ‘আইডিআরএ‘-এর পূর্ণরূপ কী ?
উত্তর: ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি।
প্রশ্ন: ‘আসান্তে’ সাম্রাজ্যের অবস্থান কোথায় ছিল ?
উত্তর: ঘানা ।
প্রশ্ন: ‘গাজনার’ বিল কোথায় অবস্থিত ?
উত্তর: পাবনা ।
আরো পড়ুন:
- ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ২০ এপ্রিল, ২৪। Current Affairs- My Classroom
- Daily Current Affairs 21 April, 2024-My Classroom। কারেন্ট অ্যাফেয়ার্স
- Current Affairs September, 2023 Pdf Download free সেপ্টেম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স
সবশেষ
মাই ক্লাসরুমে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স সহ কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২৪ pdf download করতে পারেন। তাছাড়াও, কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২৩, কারেন্ট অ্যাফেয়ার্স pdf download নভেম্বর ২০২৩, কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২৩ ও দেখে নিতে পারেন।