Daily Current Affairs 01 September, 2023 (কারেন্ট অ্যাফেয়ার্স)
প্রতিদিনের পত্রিাকার পাতা থেকে গুরুত্বপূর্ন তথ্যাদি নিয়ে মাই ক্লাসরুমের চমৎকার আয়োজন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। নিচে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী সংক্রান্ত গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান নিচে দেওয়া হলো।
সেপ্টেম্বর, 01 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: বাংলাদেশের কে ‘র্যামন ম্যাগসেসে পুরস্কার ২০২৩’ পেয়েছেন ।
উত্তর: করভী রাখসান্দ
নোট: বাংলাদেশের জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ (উদীয়মান নেতৃত্বের ক্যাটাগরিতে
প্রশ্ন: সম্প্রতি মেক্সিকো উপসাগরে সৃষ্ট ক্যাটাগরি–৩ মাত্রার ঘূর্ণিঝড় এর নাম কি?
উত্তর: ‘ইডালিয়া’ (যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে ৩০ আগস্ট)।
প্রশ্ন: ন্যাশনাল ইমেরিটাস সায়েন্টিস্ট এবং কাজী পেয়ারার উদ্ভাবক কে?
উত্তর: ড. কাজী এম বদরুদ্দোজা (তিনি মারা গেছেন ৩০ আগস্ট, ২০২৩)।
প্রশ্ন: ‘বিশ্ব চিঠি দিবস’ পালিত হয় কত তারিখে?
উত্তর: ১ সেপ্টেম্বর। প্রশ্ন: কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের আগস্ট পর্যন্ত প্রবাসী আয় এসেছে-
উত্তর: ১ হাজার ৩০৯ কোটি ডলার।
প্রশ্ন: মৎস্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ কী পরিমাণ
চিংড়ি রপ্তানি করে?
উত্তর: ৩০ হাজার ৫৭১ মেট্রিক টন।
My Classroom Daily Current Affairs
প্রশ্ন: এখন পর্যন্ত বিশ্বে করোনা সংক্রমণে কী পরিমাণ মানুষের মৃত্যু হয়েছে?
উত্তর: ৭০ লাখের বেশি।
প্রশ্ন: ৩১ আগস্ট পর্যন্ত বাংলাদেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে-
উত্তর: ২৯ হাজার ৪৭৬ জন।
প্রশ্ন: অমিক্রনের নতুন উপধরনের নাম কী?
উত্তর: ইজি.৫ ও এক্সবিবি ১.৫।
প্রশ্ন: যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রীর নাম কী?
উত্তর: গ্রান্ট শ্যাপস ( পূর্বে জ্বালানিমন্ত্রী ছিলেন)।
প্রশ্ন: ফিলিপাইনের কোন দ্বীপে যুক্তরাষ্ট্র বেসামরিক বন্দর নির্মাণের বিষয়ে আলোচনা করছে?
উত্তর: বাটানেস দ্বীপপুঞ্জে।
প্রশ্ন: চলতি ২০২৩-২৪ অর্থবছরে এনবিআর কত টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা
নির্ধারণ করেছে?
উত্তর: ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা।
প্রশ্ন: দেশের সবচেয়ে বড় উড়ালসড়ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশের দৈর্ঘ্য কত কি.মি.?
উত্তর: ১২ কি.মি. ।
প্রশ্ন: স্বাধীন বাংলাদেশের প্রথম স্বাস্থ্য ও সমাজকল্যাণমন্ত্রী কে ছিলেন?
উত্তর: নূরজাহান মুরশিদ।
প্রশ্ন: মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হতে যাচ্ছেন কে?
উত্তর: মার্ক থম্পসন ।
প্রশ্ন: বাংলাদেশের ফৌজদারি বিচারব্যবস্থায় প্রধান অঙ্গ কয়টি?
উত্তর: ৩টি (তদন্তকারী সংস্থা, প্রসিকিউশন ও বিচারক)।
প্রশ্ন: লবণ দ্বারা খাদ্য সংরক্ষণ কী নামে পরিচিত?
উত্তর: কিউরিং।
Samprotik GK
প্রশ্ন: “বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা (বিএডিসি)’ গঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৬১ সালে।
প্রশ্ন: টানা ওয়ানডে ক্রিকেটে জয়ের বিশ্ব রেকর্ডের মালিক কোন দল?
উত্তর: অস্ট্রেলিয়া (২১টি ম্যাচ)।
প্রশ্ন:‘আন্তর্জাতিক মহাকাশ কেন্দ (আইএসএস)’ বিশ্বের কয়টি মহাকাশ গবেষণা সংস্থার একটি সমন্বিত প্রকল্প?
উত্তর: ৫টি (NASA, Roscosmos, JAXA, ESA & CSA)।
প্রশ্ন: বাংলাদেশের জিডিপির কত শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয় হয়?
উত্তর: ১ শতাংশ।
০১ সেপ্টেম্বর ২০২৩ এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও টিউটোরিয়ালটি দেখুন এখানে