Current Affairs July 2023 কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Welcome to My Classroom. Today’s post is very important for job aspirants and aspirants. You will see in this post – Monthly Current Affairs PDF, Bangla Current Affairs pdf. You can watch Current Affairs Today and Daily Current Affairs for each day. However, now you will see July 2023 Current affairs in Bangladesh.
জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলাদেশ বিষয়াবলী
প্রশ্ন : ১২ জুন ২০২৩ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২০০টি ভাষণ সংবলিত কোন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়?
উত্তর: ভায়েরা আমার ।
প্রশ্ন: ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্বের করমুক্ত আয়সীমা কত টাকা নির্ধারণ করা হয়?
উত্তর: ৪ লাখ টাকা।
প্রশ্ন : বর্তমানে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বয়স্কভাতার পরিমাণ কত?
উত্তর: ৬০০ টাকা।
প্রশ্ন : পাটুরিয়া-গোয়ালন্দ রুটে প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৫.৫০ কিলোমিটার।
প্রশ্ন : ফুল থেকে টিস্যু কালচার পদ্ধতি ব্যবহার করে ৫টি উন্নত কলার জাতের উদ্ভাবন করেন কে?
উত্তর: অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম ফিস্টুলা হাসপাতাল কোথায় অবস্থিত?
উত্তর: রামু, কক্সবাজার।
প্রশ্ন : গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম ও দেশের দ্বিতীয় নারী নির্বাচিত মেয়রের নাম কী?
উত্তর: জায়েদা খাতুন।
প্রশ্ন : ১৪ জুন ২০২৩ মন্ত্রিসভা কোথায় দেশের তৃতীয় ভাসমান LNG টার্মিনাল স্থাপনের অনুমতি দেয়?
উত্তর: মহেশখালী, কক্সবাজার।
প্রশ্ন : ২৪ মে ২০২৩ প্রখ্যাত ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট কাকে এশিয়ার ‘আয়রন লেডি’ হিসেবে
উল্লেখ করেছে?
উত্তর : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
প্রশ্ন : ১ জুন ২০২৩ আর্থিক প্রতিষ্ঠান লংকান অ্যালায়েন্স ফাইন্যান্সের লিমিটেড-এর নাম পরিবর্তন করে
কী রাখা হয়?
উত্তর: অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসি।
প্রশ্ন : ভূমি নিয়ে বিরোধ মীমাংসায় ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালের বিচারক হবেন কে?
উত্তর : জেলা জজ।
প্রশ্ন : দেশে মোট বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা কয়টি?
উত্তর : ১৫৩টি।
প্রশ্ন : ১৮ জুন ২০২৩ টাকা-রুপির ডেবিট কার্ড চালুর ঘোষণা দেয় কোন ব্যাংক?
উত্তর: বাংলাদেশ ব্যাংক।
প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ-এর প্রথম ভাইস চ্যান্সেলর কে? –
উত্তর : অধ্যাপক আবুল কালাম আজাদ ।
প্রশ্ন : কাঁঠাল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর: গাজীপুর।
প্রশ্ন : তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর: কুষ্টিয়া।
প্রশ্নঃ দেশের প্রথম লিথিয়াম ব্যাটারি উৎপাদন কারখানার নাম কী?
উত্তর : বাংলাদেশ লিথিয়াম ব্যাটারি লি. (মিরসরাই, চট্টগ্রাম)।
মে, ২০২৩ এর কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন এখানে
জুন, ২০২৩ এর কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন এখানে
স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২ (Current Affairs)
প্রশ্ন: দেশের বর্তমান জনসংখ্যা কত?
উত্তর : ১৭০.৮৪ মিলিয়ন 1
প্রশ্ন : জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর: ১.১২%।
প্রশ্ন : মানুষের গড় আয়ু কত?
উত্তর: ৭২.৪ বছর।
জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স (আন্তর্জাতিক বিষয়াবলী)
প্রশ্ন : ১১ জুন ২০২৩ কোন দেশ চীনে দূতাবাস উদ্বোধন করে?
উত্তর : হন্ডুরাস।
প্রশ্ন : চীনের প্রথম বেসামরিক নভোচারী হিসেবে মহাকাশে যান কে?
উত্তর : অধ্যাপক ওই হেইচাও ।
প্রশ্ন : চীনের তৈরি প্রথম যাত্রীবাহী বিমান সি ৯১৯ (C919) নামের বিমানটি কোন সংস্থা নির্মাণ করে?
উত্তর: Commercial Aircraft Corporation of China, Ltd. (COMAC)
প্রশ্ন : ফাত্তাহ কোন দেশের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র?
উত্তর : ইরান ।
প্রশ্ন : ৭৬তম কান চলচ্চিত্র উৎসব ২০২৩-এর স্বর্ণপাম লাভ করে কোন চলচ্চিত্র?
উত্তর : অ্যানাটমি অব অ্যা ফল (পরিচালক- জাস্টিন ব্রিয়েত)।
প্রশ্ন: ২৯ মে ২০২৩ দায়িত্ব নেওয়া নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্টের নাম কী?
উত্তর : বুলা তিনুৰু ।
প্রশ্ন : ঘূর্ণিঝড় বিপর্যয় কবে ভারত ও পাকিস্তানের উপকূলে আঘাত হানে?
উত্তর: ১৫ জুন ২০২৩।
প্রশ্ন: জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (GACA) সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ারকে চলাচলের অনুমতি দেয় কবে?
উত্তর: ১৪ জুন ২০২৩।
প্রশ্ন : ইলন মাস্কের ব্রেইন ইমপ্লান্ট কোম্পানি নিউরোলিংককে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA) কৰে
মানবদেহে পরীক্ষার অনুমতি দেয়?
উত্তর: 25 মে 2023 ।
প্রশ্ন: নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন কী উপাধিতে ভূষিত হন?
উত্তর: ডেম গ্র্যান্ড চ্যাম্পিয়ন।
প্রশ্ন : কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে বিশ্বের প্রথম আইন পাস করবে কোন সংস্থা?
উত্তর: ইউরোপীয় ইউনিয়ন (EU)।
প্রশ্ন : ১৪-১৫ জুন ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: জেনেভা, সুইজারল্যান্ডে।
প্রশ্ন: ৩ জুন ২০২৩ গঠিত রিসেপ তায়েপ এরদোয়ানের মন্ত্রিসভার নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
উত্তর: হাকান বিদান।
প্রশ্ন: বিশ্বের বৃহৎ সামুদ্রিক পার্ক তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে কোন দেশ?
উত্তর: অস্ট্রেলিয়া।
প্রশ্ন: ২০২৩ সালের জার্মান পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স অ্যাসোসিয়েশনের মর্যাদাপূর্ণ শান্তি পুরস্কার লাভ করেন কে?
উত্তর: সালমান রুশদি।
খেলাধুলা সম্পর্কিত সাম্প্রতিক প্রশ্নোত্তর
প্রশ্ন: টেস্টে রানের হিসেবে বাংলাদেশের বৃহত্তম জয় কোন দেশের বিপক্ষে?
উত্তর: আফগানিস্তান; ৫৪৬ রানে।
প্রশ্ন : ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়েদামি ফুটবল ক্লাবের নাম কী?
উত্তর: রিয়াল মাদ্রিদ।
প্রশ্ন : বিশ্বে প্রথম ফুটবলার হিসেবে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলেন কে?
উত্তর: ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)।
বাজেট ২০২৩-২০২৪ থেকে গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর দেখুন- এখানে
Finally, This tutorial is very helpful for any job exam like NSI Recruitment Exam, LGED Recruitment Exam, Primary Exam Preparation, 46th BCS Preparation, Bank Job Exam,Preparation and Govt Private Exam Preparation. In this post you will see – Today current affairs bengali, Download current affairs july 2023, Monthly current affairs pdf in bengali, Current Affairs Bangla, Current Affairs 2023 PDF, Monthly Current Affairs PDF, Bangla Current Affairs pdf, Current Affairs Today, Daily Current Affairs, Current affairs 2023 pdf in Bengali, Today current affairs Bengali