Daily Current Affairs

Current Affairs Daily 27 october 2024 My Classroom

ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিনের পত্রিকা থেকে গুরুত্বপূর্ন তথ্য দিয়ে করা হয়। “মাই ক্লাসরুম” আপনি পাবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর, সাধারণ জ্ঞান, শিক্ষা সংক্রান্ত তথ্য, চাকরির বাজারের খবর, অনুপ্রেরণা ও গাইডলাইন – সবকিছুই। বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সব গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর থাকবে এখানে। আজকে দেখবো ০১ মে, ২০২৪ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স চলুন শুরু করি।

Current Affairs 28 October, 2024

প্রশ্ন: ভাওয়াইয়া গানের প্রখ্যাত শিল্পী আব্বাসউদ্দিন আহমদ কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ২৭ অক্টোবর, ১৯০১।

প্রশ্ন: বর্তমানে দেশে মোট কতটি সরকারি মেডিকেল কলেজ রয়েছে?
উত্তর: ২৪টি (এর মধ্যে ১১টি জেলা সদর হাসপাতাল)।

প্রশ্ন: বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত কে?
উত্তর: মাইকেল মিলার।

প্রশ্ন: ‘বিশ্ব স্বাস্থ্য শীর্ষ সম্মেলন ২০২৪’ কতটি উদ্দেশ্য নিয়ে আয়োজিত হয়?
উত্তর: ৭টি।

প্রশ্ন: বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তর: ভারত।

প্রশ্ন: বাংলাদেশের প্রধান ঋণদাতা দেশ কোনটি?
উত্তর: জাপান।

প্রতিদিনের আপডেট সাধারন জ্ঞান

প্রশ্ন: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে?
উত্তর: তাবিথ আউয়াল।

প্রশ্ন: জাতিসংঘের মতে, কতজন নারী ও কন্যাশিশু যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে?
উত্তর: ৬০ কোটি এর বেশি।

প্রশ্ন: সাম্প্রতিক সময়ে কমনওয়েলথের মহাসচিব হিসেবে কে নির্বাচিত হয়েছেন?
উত্তর: শার্লি আয়োরকর বটচওয়ে (ঘানার পররাষ্ট্রমন্ত্রী)।

প্রশ্ন: বাংলা একাডেমির নতুন সভাপতি হিসেবে কে নিয়োগ পেয়েছেন?
উত্তর: অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

প্রশ্ন: সম্প্রতি নারী সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর ফাইনালে কোন দল উঠেছে?
উত্তর: বাংলাদেশ (ফাইনাল স্কোর: বাংলাদেশ ৭-১ ভুটান)।

প্রশ্ন: বাংলাদেশে প্রথমবারের মতো কোন প্রতিষ্ঠান বাস রপ্তানি কার্যক্রম শুরু করেছে?
উত্তর: ইফাদ অটোস।

সাম্প্রতিক সাধারন জ্ঞান ২০২৪

প্রশ্ন: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি কে?
উত্তর: জেনারেল ওয়াকার-উজ-জামান।

প্রশ্ন: পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক কে?
উত্তর: মোহাম্মদ রিজওয়ান।

প্রশ্ন: বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কবে গঠিত হয়?
উত্তর: ২০১০ সালে।

প্রশ্ন: বাংলাদেশের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে ভাষা হিসেবে স্বীকৃতির দাবি প্রথম কে জানান?
উত্তর: ধীরেন্দ্রনাথ দত্ত।

প্রশ্ন: শশাঙ্কের রাজধানী কী ছিল?
উত্তর: কর্ণসুবর্ণ।

প্রশ্ন: পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: গোপাল।

প্রশ্ন: ‘মাৎস্যন্যায়’ কোন বংশের আগমনে শেষ হয়?
উত্তর: পাল বংশের আগমনে।

প্রশ্ন: বাংলাদেশের সর্বউত্তরের স্থানের নাম কী?
উত্তর: বাংলাবান্দা।

কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

প্রশ্ন: ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ি মেলা কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: কালকিনি, মাদারীপুর।

প্রশ্ন: কমনওয়েলথের সম্মেলনে নতুন মহাসচিব হিসেবে কে নির্বাচিত হয়েছেন?
উত্তর: ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি আয়োরকর বটচওয়ে।

প্রশ্ন: প্রতি বছর বাংলাদেশে যে ঋণ আসে, তার কত শতাংশ চীন সরবরাহ করে?
উত্তর: ১০ শতাংশ।

প্রশ্ন: ‘বিশ্ব স্বাস্থ্য শীর্ষ সম্মেলন ২০২৪’ কোথায় ও কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৩-১৫ অক্টোবর, বার্লিনে।

প্রশ্ন: সৌদি আরবে নির্মাণাধীন বিশ্বের বৃহত্তম ভবনের নাম কী?
উত্তর: মুকাব।

প্রশ্ন: দেশের সর্বশেষ (২৯তম) গ্যাসক্ষেত্রের নাম কী?
উত্তর: ইলিশা-১।

প্রশ্ন: ‘ভ্যাট’ কী ধরনের কর?
উত্তর: এটি একটি পরোক্ষ কর।

প্রশ্ন: বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে?
উত্তর: অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

আরো দেখুন:

Current Affairs 13 October PDF for Job & Admission

Current Affairs 14 October PDF for Job & Admission

Current Affairs in English

Question: When was Abbasuddin Ahmed, the famous Bhawaiya singer, born?
Answer: October 27, 1901.

Question: How many government medical colleges are there in the country?
Answer: 24 (including 11 district hospitals).

Question: Who is the European Union Ambassador to Bangladesh?
Answer: Michael Miller.

Question: How many goals were set for the ‘World Health Summit 2024’?
Answer: Seven.

Question: Which country is the largest rice exporter in the world?
Answer: India.

Question: Which country is the largest loan provider to Bangladesh?
Answer: Japan.

Question: Who is the current president of the Bangladesh Football Federation?
Answer: Tabith Awal.

Question: According to the UN, how many women and girls have been affected by war?
Answer: Over 600 million.

Question: Who was recently elected as the Secretary-General of the Commonwealth?
Answer: Shirley Ayorkor Botchwey (Foreign Minister of Ghana).

Recent Question solution

Question: Who is the new president of Bangla Academy?
Answer: Professor Abul Kasem Fazlul Huq.

Question: Which team recently reached the final of the Women’s SAFF Championship 2024?
Answer: Bangladesh (Final score: Bangladesh 7-1 Bhutan).

Question: Which company from Bangladesh has started exporting buses for the first time?
Answer: IFAD Autos.

Question: Who is the current president of the Bangladesh Olympic Association?
Answer: General Wakar-uz-Zaman.

Question: Who is the current ODI and T20 captain of Pakistan?
Answer: Mohammad Rizwan.

Question: When was the International Crimes Tribunal formed in Bangladesh?
Answer: In 2010.

Question: Who first demanded that Bengali be recognized as a language in the Constituent Assembly, alongside Urdu?
Answer: Dhirendranath Dutta.

University admission test 2024

Question: What was the capital of Shashanka?
Answer: Karnasuvarna.

Question: Who was the founder of the Pala dynasty?
Answer: Gopal.

Question: Which dynasty’s arrival ended the ‘Matsyanyaya’ era?
Answer: The Pala dynasty.

Question: What is the northernmost place in Bangladesh?
Answer: Banglabandha.

Question: Where is the traditional Kundubari fair held?
Answer: Kalkini, Madaripur.

Question: Who was elected as the new Secretary-General at the Commonwealth conference?
Answer: Shirley Ayorkor Botchwey, the Foreign Minister of Ghana.

Question: What percentage of loans given to Bangladesh each year comes from China?
Answer: 10 percent.

Question: Where and when was the ‘World Health Summit 2024’ held?
Answer: October 13-15 in Berlin.

Today’s Current Affairs

Question: What is the name of the world’s largest building being constructed in Saudi Arabia?
Answer: Mukaab.

Question: What is the name of the country’s latest (29th) gas field?
Answer: Ilisha-1.

Question: What type of tax is ‘VAT’?
Answer: It is an indirect tax.

Question: Who is the current president of Bangla Academy?
Answer: Professor Abul Kasem Fazlul Huq.

সবশেষে

মাই ক্লাসরুমে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স সহ কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২৪ pdf download করতে পারেন। তাছাড়াও, কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২৩, কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২৩, কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২৩ ও দেখে নিতে পারেন। আজ দেখলেন 01 May, 2024 Daily current Affairs.

M@mun

Hasan Al Mamun is a dedicated teacher, blogger, and YouTuber who has achieved great success in his field. He was born to parents Shahjahan Topodar and Masrura Begum and grew up with a love for learning and exploration. After completing his Bachelor's degree, Hasan pursued a Master's degree in Accounting and excelled in his studies. He then began his career as a teacher, sharing his knowledge and passion for accounting with his students. In addition to teaching, Hasan is also an avid blogger and YouTuber, creating content that educates and inspires his viewers. His YouTube channel, "My Classroom," has grown to an impressive 240,000 subscribers, earning him a silver play button from YouTube. Hasan's interests include book reading, travelling, gardening, and writing, and he often incorporates these passions into his work. He strives to create an honest and supportive community in all of his endeavors, encouraging his followers to learn and grow alongside him. Overall, Hasan Al Mamun is a talented and dedicated individual who has made a significant impact in the fields of education, blogging, and content creation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button