Question Solution

NSI Field Officer Question Solution 2023

NSI Field Officer Question Solution 2023 has been released to job seekers in Bangladesh. National Security Intelligence (NSI) Exam Question Solution 2023 is best news for every NSI Job examinee. All info for National Security Intelligence (NSI) Exam is available bellow. National Security Intelligence (NSI) is a govt. institution in Bangladesh. you can visit official website for result- Click Here

NSI Field Officer Total Question Solution:

Find the complete solution to the NSI MCQ Exam questions for 2023, provided by My Classroom. This solution covers all the multiple-choice questions from the NSI Field Officer Exam, enabling candidates to evaluate their performance and anticipate their potential results. Analyzing strengths and weaknesses becomes easier with this valuable resource, aiding in better preparation for future NSI examinations.

এনএসআই নিয়োগ প্রশ্ন বাংলা সমাধান:

১. ‘আনন্দমঠ’ উপন্যাসের লেখক কে?

  • ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. ভারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  • গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়,
  • ঘ. আনন্দমোহন বাগচী

ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

২. কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থটি ‘লাঙল’ পত্রিকায় প্রকাশিত হয়?

  • ক. ভাঙার গান
  • খ. সাম্যবাদী
  • গ. সর্বহারা
  • ঘ. বিষেরবাঁশী

খ. সাম্যবাদী

৩. সব কটা জানালা খুলে দাও না’ গানটির রচয়িতা কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. আবদুল গাফ্ফার চৌধুরী
  • গ. নজরুল ইসলাম বাবু
  • ঘ. আলতাফ মাহমুদ

গ. নজরুল ইসলাম বাবু

৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন কাব্যগ্ৰন্থ থেকে নেওয়া
হয়েছে?

  • ক. মায়া কাজল
  • খ. সাঁঝের মায়া
  • গ. উদাত্ত পৃথিবী
  • ঘ. মন ও জীবন

খ. সাঁঝের মায়া

৫. ‘শিখণ্ডী’ শব্দের অর্থ কী?

  • ক. কবুতর
  • খ. কোকিল
  • গ. খরগোশ
  • ঘ. ময়ুর

ঘ. ময়ুর

৬. নিচের কোনটি ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ নয়?

  • ক. মহিধর
  • খ. নগ
  • গ. অচল
  • ঘ. অখিল

ঘ. অখিল

৭. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত?

  • ক. সাত
  • খ. আট
  • গ. নয়
  • ঘ. দশ

ঘ. দশ

৮. নিচের কোন বানানটি শুদ্ধ?

  • ক. মূমূর্ষু
  • খ. মূর্ধণ্য
  • গ. ন্যূনতম
  • ঘ. চাহণ

গ. ন্যূনতম

৯. “বৃষ্টি পড়ে টাপুর টুপুর” এর মধ্যে ‘টাপুর টুপুর’ কি অব্যয়?

  • ক. অনন্বয়ী অব্যয়
  • খ. পদান্বয়ী অব্যয়
  • গ. অনুকার অব্যয়
  • ঘ. সংযোজক অব্যয়

গ. অনুকার অব্যয়

১০. ‘হে সিন্ধু। বন্ধু মোর- মজিনু তব রূপে। এটি কোন ধরনের বাক্য?

  • ক. প্রার্থনাসূচক
  • খ. অনুজ্ঞাসূচক
  • গ. কার্যকারণাত্মক
  • ঘ. বিস্ময়সূচক

ঘ. বিস্ময়সূচক

১১.‘চলচ্চিত্র’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. চল+চিত্র
  • খ. চলন্ত+চিত্র
  • গ. চলৎ+চিত্র
  • ঘ. চলঃ+চিত্র

গ. চলৎ+চিত্র

১২.কানে কানে যে কথা = কানাকানি- এখানে ‘কানাকানি কোন
ধরনের সমাস?

  • ক. সমানাধিকরণ বহুব্রীহি
  • খ. ব্যতিহার বহুব্রীহি
  • গ. ব্যাধিকরণ বহুব্রীহি
  • ঘ. মধ্যপদলোপী বহুব্রীহি

খ. ব্যতিহার বহুব্রীহি

১৩.নিচের কোন শব্দে স্বভাবতই ‘ণ’ ব্যবহৃত হয়েছে?

  • ক. হরিণ
  • খ. পরায়ণ
  • গ. বণিক
  • ঘ. তৃণ

গ. বণিক

১৪.‘তিনি ব্যাকরণে পণ্ডিত’ এ বাক্যে ‘ব্যাকরণে’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অধিকরণে ৭মী
  • খ. সম্প্রদানে ৭মী
  • গ. অপাদানে ২য়া
  • ঘ. কর্মে ৭মী

ক. অধিকরণে ৭মী

১৫.‘যে নারীর স্বামী ও পুত্র নেই’ এর এক কথায় প্রকাশ কী
হবে?

  • ক. কুমারী
  • খ. অনূঢ়া
  • গ. অবীরা
  • ঘ. বিধবা

গ. অবীরা

১৬. What kind of noun is girl’?

  • ক. Collective
  • খ. Material
  • গ. Proper
  • ঘ. Common

ঘ. Common

17.Identify the determiner in the following sentence: ‘I have no news for you.

  • ক. have
  • খ. news
  • গ. no
  • ঘ. for

গ. no

১৮.The plural number of ‘Oasis’ is-

  • ক. Oasies
  • খ. Oasises
  • গ. Oases
  • ঘ. Oasisees

গ. Oases

১৯. The principal along with his students …… planting trees for two hours.

  • ক. have been
  • খ. has been
  • গ. is
  • ঘ. are

খ. has been

20. Choose the masculine gender-

  • ক. Infant
  • খ. Squire
  • গ. Ass
  • ঘ. Pig

খ. Squire

২১. Identify the correct sentence-

  • ক. Yesterday he has gone home.
  • খ. Yesterday he did gone home.
  • গ. Yesterday he had gone home.
  • ঘ. Yesterday he went home.

ঘ. Yesterday he went home.

২২. Choose the correct spelling-

  • ক. Questionnaire
  • খ. Questionaire
  • গ. Questionnairre.
  • ঘ. Questionnairee

ক. Questionnaire

২৩. The adjective ‘savoury’ is connected with-

  • ক. colour
  • খ. dress
  • গ. money
  • ঘ. food

ঘ. food

২৪. Change the voice: “They greet me cheerfully every mooring’

  • ক. Every morning I was greeted cheerfully.
  • খ. I am greeted cheerfully by them every morning.
  • গ. I am being greeted cheerfully by them every morning.
  • ঘ. Cheerfully greeting is done by them every morning.

খ. I am greeted cheerfully by them every morning.

২৫. He said, ‘Good morning, can you help me?” Change the narration

  • ক. He wished him good morning and asked whether he could help him.
  • খ. He wished him good morning and asked for help.
  • গ. He told good morning and asked whether he can help him.
  • ঘ. He wished him good morning and requested to help him.

ক. He wished him good morning and asked whether he could help him.

২৬. Who wrote the poem ‘Solitary Reaper’?

  • ক. Wordsworth
  • খ. Keats
  • গ. Shelley
  • ঘ. Shakespeare

ক. Wordsworth

২৭. The Captive Lady’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

  • ক. জন কীটস্
  • খ. মাইকেল মধুসূদন দত্ত
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. শেক্সপিয়র

খ. মাইকেল মধুসূদন দত্ত

২৮. In Shakespeare’s play Hamlet, Hamlet was prince of-

  • ক. Denmark
  • খ. Norway
  • গ. Britain
  • ঘ. France

ক. Denmark

২৯.‘Nobel Prize’ in Literature started from the year-

  • ক. 1901
  • গ. 1913
  • খ. 1911
  • ঘ. 1917

ক. 1901

৩০. The people who carry a coffin at a funeral are called-

  • ক. Undertakers
  • খ. Supporters
  • গ. Pallbearers
  • ঘ. Mourners

গ. Pallbearers

৩১. ১ থেকে ১০০ পর্যন্ত লিখতে ৫ সংখ্যাটি কতবার আসে?

  • ক. ১০
  • গ. ১৮
  • খ. ১১
  • ঘ. ২০

ঘ. ২০

৩২. ২, ৩, ৪ এবং ৬ দ্বারা বিভাজ্য কিন্তু ৫ দ্বারা বিভাজ্য নয় কোনটি?

  • ক. ১৩৮
  • খ. ৬৪৪
  • গ. ১০২২
  • ঘ. ১৪২৮

ঘ. ১৪২৮

৩৩.একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে যাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে, ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কত জন উভয়টিই খেলে?

  • ক. ৩
  • খ. ৫
  • গ. ৭
  • ঘ. ৯

গ. ৭

৩৪. ৮% মুনাফায় কত টাকা জমা রাখলে ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন ৫২০০ টাকা হবে?

  • ক. ৪৫৫৮.১৬ টাকা
  • খ. ৪৪৫৮.১৬ টাকা
  • গ. ৪০৪০.৭৫ টাকা
  • ঘ. ৫০৫০.৬০ টাকা

খ. ৪৪৫৮.১৬ টাকা

৩৫. ১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ?

  • ক. 1/1000
  • খ. 1/10000
  • গ. 1/1000000
  • ঘ. 1/100

গ. 1/1000000

৩৬. পানি ও চিনির একটি ৫০ লিটারের মিশ্রণে চিনির পরিমাণ ৩ শতাংশ। মিশ্রণটি থেকে কতটুকু পানি বাষ্পীভূত করলে চিনির পরিমাণ ৫ শতাংশতে বৃদ্ধি পাবে?

  • ক. ১০ লিটার
  • খ. ১৬ লিটার
  • গ. ১৮ লিটার
  • ঘ. ২০ লিটার

ঘ. ২০ লিটার

৩৭. একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ৮, ১২ ও ২৪ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন-চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে?

  • ক. ৪ ঘণ্টা
  • খ. ৫ ঘণ্টা
  • গ. ৩ ঘণ্টা
  • ঘ. ২ ঘণ্টা

গ. ৩ ঘণ্টা

৩৮. যদি ২ জন পুরুষ অথবা ৩ জন মহিলা অথবা ৪ জন বালক একটি কাজ ৫২ দিনে করতে পারে তবে একই কাজ ১ জন পুরুষ, ১ জন মহিলা এবং ১ জন বালক কত দিনে করতে পারবে?

  • ক. ৪৮ দিনে
  • খ. ৩৬ দিনে
  • গ. ৪৫ দিনে
  • ঘ. ৫০ দিনে

ক. ৪৮ দিনে

৩৯. a ও b দুইটি বিজোড় সংখ্যা। নিচের কোন সংখ্যাটি জোড়

  • ক. ab
  • খ. b + 2a + 2
  • গ. a+b+1
  • ঘ. 2a + 4b

ঘ. 2a + 4b

৪০. পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স-

  • ক. ৯ বছর
  • খ. ১৪ বছর
  • গ. ১৫ বছর
  • ঘ. ১৮ বছর

ঘ. ১৮ বছর

৪১. নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?

NSI Question Solution NSI Math Preparation
  • ক. ৫
  • খ. ৬
  • গ. ৮
  • ঘ. ১০

ঘ. ১০

৪২. নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? ৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১, ?

  • ক. ২৩
  • খ. ২৫
  • গ. ২৭
  • ঘ. ২৯

ক. ২৩

৪৩.কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়?

  • ক. ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯
  • খ. ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
  • গ. ১৭ জানুয়ারি, ১৯৬৮
  • ঘ. ৫ জানুয়ারি, ১৯৬৯

খ. ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯

৪৪. ASIO কোন দেশের গোয়েন্দা সংস্থা?

  • ক. অস্ট্রিয়া
  • খ. অস্ট্রেলিয়া
  • গ. আর্মেনিয়া
  • ঘ. আর্জেন্টিনা

খ. অস্ট্রেলিয়া

৪৫. বাংলাদেশে মুক্তিযুদ্ধে অবদানের জন্য ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী নাগরিক কে?

  • ক. জর্জ হ্যারিসন
  • খ. মাইকেল হ্যারিসন
  • গ. গি. রিচার্ড
  • ঘ. ডব্লিউ.এস.ওডারল্যান্ড

ঘ. ডব্লিউ.এস.ওডারল্যান্ড

৪৬.কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’?

  • ক. আইভরিকোস্ট
  • খ. সিয়েরা লিওন
  • গ. লাইবেরিয়া
  • ঘ. বেনিন

ক. আইভরিকোস্ট

৪৭. বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত?

  • ক. ২২ নটিক্যাল মাইল
  • খ. ১২ নটিক্যাল মাইল
  • গ. ২২০ নটিক্যাল মাইল
  • ঘ. ২০০ নটিক্যাল মাইল

খ. ১২ নটিক্যাল মাইল

৪৮.বাংলাদেশ কবে প্রথম স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের শর্ত পূরণ করতে সক্ষম হয় ?

  • ক. ২১ মার্চ, ২০১৮
  • খ. ২৩ মার্চ, ২০১৮
  • গ. ২৬ মার্চ, ২০১৮
  • ঘ. ২৮ মার্চ, ২০১৮

ক. ২১ মার্চ, ২০১৮

৪৯. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক অ্যাওয়ার্ড পান?

  • ক. SDG Progress Award
  • খ. নারীর ক্ষমতায়ন
  • গ. MDG Progress Award
  • ঘ. দারিদ্র্য বিমোচন

ক. SDG Progress Award

M@mun

Hasan Al Mamun is a dedicated teacher, blogger, and YouTuber who has achieved great success in his field. He was born to parents Shahjahan Topodar and Masrura Begum and grew up with a love for learning and exploration. After completing his Bachelor's degree, Hasan pursued a Master's degree in Accounting and excelled in his studies. He then began his career as a teacher, sharing his knowledge and passion for accounting with his students. In addition to teaching, Hasan is also an avid blogger and YouTuber, creating content that educates and inspires his viewers. His YouTube channel, "My Classroom," has grown to an impressive 240,000 subscribers, earning him a silver play button from YouTube. Hasan's interests include book reading, travelling, gardening, and writing, and he often incorporates these passions into his work. He strives to create an honest and supportive community in all of his endeavors, encouraging his followers to learn and grow alongside him. Overall, Hasan Al Mamun is a talented and dedicated individual who has made a significant impact in the fields of education, blogging, and content creation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button