ডাক বিভাগ সংক্রান্ত বিগত সালে আসা সাধারন জ্ঞান Update Gk
২০২৪ সালে বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম আন্তর্জাতিক সংস্থা, বিশ্ব ডাক ইউনিয়ন (UPU), তাদের ১৫০ বছর বা সার্ধশতবর্ষ পূর্তি উদযাপন করছে। প্রতিবছর ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস পালিত হয়। এই দিবসের প্রাক্কালে আসুন জেনে নিই বিশ্ব ডাক ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করা UPU, বিশ্ব ডাক দিবস, পৃথিবীর প্রথম ডাকটিকিট, এবং বাংলাদেশের ডাক বিভাগের কিছু গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত।
কালপরিক্রমায় UPU এবং বাংলাদেশ ডাক বিভাগের তথ্য-উপাত্ত:
২০ ডিসেম্বর ১৯৭১: স্বাধীন বাংলাদেশের ডাকবিভাগের কার্যক্রম শুরু হয়।
৭ ফেব্রুয়ারি ১৯৭৩: বাংলাদেশ বিশ্ব ডাক ইউনিয়নের (UPU) সদস্যপদ লাভ করে।
১৯৮২: ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের জন্য রাজশাহীতে একটি পোস্টাল একাডেমি স্থাপন করা হয়।
জুলাই ১৯৮৪: যুক্তরাজ্যের সাথে জরুরি ডাক বিলির ব্যবস্থা চালুর মাধ্যমে বাংলাদেশ ডাক বিভাগ আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করে।
২২ ডিসেম্বর ১৯৮৬: বাংলাদেশে ডাক কোড ব্যবস্থা চালু হয়।
৩০ জানুয়ারি ১৯৮৫: ঢাকায় পূর্ণাঙ্গ ডাক জাদুঘর স্থাপন করা হয়।
বিভিন্ন পরীক্ষায় আসা ডাক বিভাগ সম্পর্কিত সাধারন জ্ঞান
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র ‘পোস্টাল একাডেমি’ কোথায় অবস্থিত? (২৭তম বিসিএস)
উত্তর: রাজশাহী।
প্রশ্ন: স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল? (২৪তম বিসিএস, কর অঞ্চল-১ চট্টগ্রাম কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০২৩; মেডিকেল ভর্তি: ২০২২-২৩)
উত্তর: শহিদ মিনার।
প্রশ্ন: বাংলাদেশে সর্বপ্রথম কবে থেকে ডাক বিভাগের কার্যক্রম শুরু হয়? (পোস্টমাস্টার জেনারেল কার্যালয় খুলনা অঞ্চল-এর মেইল অপারেটর ২০২৩)
উত্তর: ১৯৭১ সালের ২০ ডিসেম্বর।
প্রশ্ন: স্বাধীনতার সংগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্বরূপ ডাকটিকিট প্রকাশ করা হয়েছিল কত সালে? (পোস্টমাস্টার জেনারেল কার্যালয় খুলনা-এর মেইল অপারেটর ২০২৩)
উত্তর: ১৯৭২।
ডাক বিভাগ বিষয়স সাধারন জ্ঞান
প্রশ্ন: “By Air Mail” কথাটি খামের উপর কখন লিখতে হয়? (ডাক বিভাগ খুলনা অঞ্চল অফিস সহায়ক ২০২২)
উত্তর: বিদেশে চিঠি পাঠাতে।
প্রশ্ন: বাংলাদেশ ডাক বিভাগের স্লোগান কি? (শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী ড্রাফটসম্যান ২০২২)
উত্তর: সেবাই আদর্শ।
প্রশ্ন: স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল? (DSHE’র কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০২২; বশেমুরবিপ্রবি এফ: ২০১৬-১৭)
উত্তর: বাংলাদেশের ম্যাপ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম ডাকটিকিটের ডিজাইনার কে ছিলেন? (CAAB-এর নিরাপত্তা অপারেটর ২০২১)
উত্তর: বিমান মল্লিক।
প্রশ্ন: ডাক বিভাগের সর্বোচ্চ পদের নাম কি? (ডাক বিভাগের পোস্টাল অপারেটর ২০১৬)
উত্তর: ডাইরেক্টর জেনারেল অব বাংলাদেশ পোস্ট অফিস।
প্রশ্ন: ‘পোস্টাল কোড’ কী নির্দেশ করে? (মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ২০১৬)
উত্তর: পোস্ট অফিসের নাম।
বিগত সালে আসা ডাক বিভাগ থেকে সাধারন জ্ঞান
প্রশ্ন: GEP ব্যবহার করা হয় যোগাযোগের জন্য কোথায়? (বাংলাদেশ ডাক বিভাগ পরিদর্শক ২০১৬)
উত্তর: অভ্যন্তরীণ।
প্রশ্ন: বাংলাদেশে e-Post চালু হয় কত সালে? (বাংলাদেশ ডাক বিভাগ পরিদর্শক ২০১৬)
উত্তর: ২০০০।
প্রশ্ন: বাংলাদেশে ডাক জাদুঘরটি কোথায় অবস্থিত? (বাংলাদেশ ডাক বিভাগ উপজেলা পোস্টমাস্টার ২০১৬)
উত্তর: ঢাকায়।
প্রশ্ন: বাংলাদেশের ডাক বিভাগের মনোগ্রামে লেখা থাকে কী? (টেলিফোন বোর্ডের সহকারী পরিচালক ২০০৪)
উত্তর: সেবাই আদর্শ।
প্রশ্ন: বাংলাদেশ ডাক বিভাগ গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট কখন চালু করে? (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০০৪)
উত্তর: ১৯ জানুয়ারি ১৯৮৪।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র ‘পোস্টাল একাডেমি’ কোথায় অবস্থিত? (রাবি বি, গ্রুপ-১: ২০২০-২১)
উত্তর: রাজশাহী।
বিশ্ববিদ্যালয় ভর্তি ও চাকরি পরীক্ষা প্রস্তুতি
প্রশ্ন: বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবার নাম কী? (জাককানইবি ডি: ২০১৮-১৯)
উত্তর: নগদ।
প্রশ্ন: কোন দেশের ডাকটিকিটে সে দেশের নাম লেখা থাকে না? (জবি বি: ২০১৫-১৬)
উত্তর: যুক্তরাজ্য।
প্রশ্ন: বাংলাদেশে পোস্টাল কোড চালু হয় কবে? (কুবি সি: ২০১৫-১৬)
উত্তর: ১৯৮৬ সালে।
প্রশ্ন: মুজিবনগর সরকারের ডাকটিকিটের ডিজাইনার কে ছিলেন? (ইবি জি: ২০১৫-১৬)
উত্তর: বিমান মল্লিক।
প্রশ্ন: GEP-এর পূর্ণ ব্যাখ্যা কী? (ঢাবি গ: ১৯৯৪-৯৫)
উত্তর: গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট।
সবশেষে:
ডাক বিভাগের প্রশ্ন ও সমাধান দেখে নিন বিভিন্ন পদের প্রস্তুতির জন্য। উপজেলা পোস্টমাস্টার বিগত সালের প্রশ্ন সহ ডাক বিভাগের বিগত সালের প্রশ্ন পিডিএফ পাবেন মাই ক্লাসরুমে। ডাক বিভাগ সম্পর্কিত তথ্য, ডাক বিভাগের প্রশ্ন ও সমাধান pdf, ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০২৪, ডাক বিভাগের লিখিত পরীক্ষার প্রশ্নসহ সকল প্রশ্নোত্তর এই পোস্টে পাবেন।
তাছাড়া বিভিন্ন চাকরি পরীক্ষা যেমন- ব্যাংক জব, বীমা পরীক্ষা, বিসিএস, প্রাইমারি শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, এনজিও চাকরি, খাদ্য অধিদপ্তর, বাংলাদেশ রেলওয়েরসহ সকল চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তি পাবেন। পরীক্ষা কবে হবে কোথায় হবে? কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন তা জানতে আমাদের কমেন্টস করুন। ধন্যবাদ।