Update Gk

২০২৫ সালে বিভিন্ন পরীক্ষায় আসা সাধারন জ্ঞান

সাম্প্রতিক সাধারন জ্ঞানের এই প্রশ্নোত্তরগুলো ২০২৫ সালে বিভিন্ন পরীক্ষায় এসেছে। যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন- বাংলাদেশ ব্যাংক নিয়োগ পরীক্ষা, বিসিএস প্রিলিমিনারী, প্রাইমারি শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন। এখানে আছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলী বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নোত্তর। নিয়মিত আপডেট ফলো করুন ফেসবুক এবং ইউটিউব-এ।

সাম্প্রতিক সাধারন জ্ঞান ২০২৫

প্রশ্ন: এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তর: মালদ্বীপ

প্রশ্ন: এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টি?
উত্তর: ৪৪টি

প্রশ্ন: পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তর: এভারেস্ট

প্রশ্ন: ইন্টারনেট কবে চালু হয়?
উত্তর: ১৯৬৯

প্রশ্ন: ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন

প্রশ্ন: চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত?
উত্তর: ৩০০০ কি.মি.

প্রশ্ন: অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে?
উত্তর: ৫টি

প্রশ্ন: প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: কাঠমুন্ডু

প্রশ্ন: হিরোসিমায় নিক্ষিপ্ত আনবিক বোমার নাম কি?
উত্তর: লিটল বয়

প্রশ্ন: জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তর: গাজীপুর

প্রশ্ন: কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
উত্তর: প্রথম ৪টি

প্রশ্ন: বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে পরিচিত?
উত্তর: সেন্টমার্টিন

প্রশ্ন: নিচের কোনটির স্থপতি লুই আই কান?
উত্তর: বাংলাদেশ জাতীয় সংসদ

প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর: সৈয়দ নজরুল ইসলাম

প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর: জেনারেল আতাউল গণি ওসমানী

প্রশ্ন: বর্তমান অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে?
উত্তর: ৮ আগস্ট, ২০২৪

প্রশ্ন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে?
উত্তর: কোনটিই নয়

প্রশ্ন: বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?
উত্তর: ১৬ ডিসেম্বর, ১৯৭২

প্রশ্ন: বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে ‘বীর বিক্রম’ উপাধি প্রদান করা হয়েছিল?
উত্তর: ১৭৫ জন

২০২৫ সালে আসা গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর

প্রশ্ন: ‘ইজমির’ শহরটি কোন দেশে অবস্থিত?
উত্তর: তুরস্ক

প্রশ্ন: বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি?
উত্তর: বিহার

প্রশ্ন: কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয়?
উত্তর: BERC

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?
উত্তর: হাডুডু

প্রশ্ন: কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল?
উত্তর: আওরঙ্গজেব

প্রশ্ন: বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ ও নারীর বিয়ের সর্বনিম্ন বয়স কত?
উত্তর: ২১ ও ১৮ বছর

প্রশ্ন: ভারত-শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালি?
উত্তর: পক প্রণালি

প্রশ্ন: বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?
উত্তর: ১৯৭৪

প্রশ্ন: কোন উদ্ভিদের শ্বাসমূল আছে?
উত্তর: সুন্দরী

প্রশ্ন: কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায়?
উত্তর: ভিটামিন ডি

প্রশ্ন: HMPV ভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় কবে?
উত্তর: ২০১৭ সালে।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সাধারন জ্ঞান ২০২৫

প্রশ্ন: জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কোন মন্ত্রণালয়ের অধীনস্থ?
উত্তর: অর্থ।

প্রশ্ন: ২০২৪ সালে বৈজ্ঞানিক প্রকাশনার র‍্যাঙ্কিংয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে কোন বিশ্ববিদ্যালয়?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। (সূত্র: স্কোপাসের গবেষণা)।

প্রশ্ন: সম্প্রতি আফ্রিকার কোন দেশে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা হয়েছে?
উত্তর: জিম্বাবুয়ে।

প্রশ্ন: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কোন পরিকল্পনায় যুক্তরাজ্যকে এআই-এ বৈশ্বিক নেতা করতে চান?
উত্তর: ‘এআই অপারচুনিটিস অ্যাকশন প্ল্যান’।

প্রশ্ন: গুয়ান্তানামো বে কারাগার কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ২০০২ সালে।

প্রশ্ন: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ইতিহাসে সর্বোচ্চ ২৪১ রানের জুটির রেকর্ড গড়েছেন কারা?
উত্তর: লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম।

প্রশ্ন: খাদ্য রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশের নাম কী?
উত্তর: যুক্তরাষ্ট্র। (বাংলাদেশ: ৭৬তম)।

প্রশ্ন: সম্প্রতি দেশে HMPV ভাইরাস রোগী শনাক্ত হয় কবে এবং কোথায়?
উত্তর: ০৯ জানুয়ারি ২০২৫, কিশোরগঞ্জ।

প্রশ্ন: লাউয়াছড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: মৌলভীবাজার (কমলগঞ্জ)।

প্রশ্ন: বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কী?
উত্তর: নাফ।

প্রশ্ন: বাংলাদেশে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত কে?
উত্তর: মাইকেল মিলার।

প্রশ্ন: বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তর: ভারত।

প্রশ্ন: বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: ব্রাজিল।

প্রশ্ন: বিশ্বের শীর্ষ আকরিক লোহা আমদানিকারক দেশ কোনটি?
উত্তর: চীন।

প্রশ্ন: ‘সানডে টাইমস’ কোন দেশের সংবাদ মাধ্যম?
উত্তর: ব্রিটিশ।

প্রশ্ন: পিটিআই শব্দটি কোন দেশের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত?
উত্তর: পাকিস্তান।

প্রশ্ন: কোনটি বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত?

উত্তর: ছেঁড়াদ্বীপ

প্রশ্ন: ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি’ কত সালে স্বাক্ষরিত হয়?

উত্তর: ১৯৯৭

সাধারন জ্ঞান সাম্প্রতিক বিশ্ব

প্রশ্ন: বাংলাদেশে ভ্যাট কখন প্রথম চালু হয়?

উত্তর: ১৯৯১

প্রশ্ন: বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি?

উত্তর: হাড়িয়াভাঙ্গা

প্রশ্ন: ‘ছিয়াত্তর-এর মন্বন্তর’ কত সালে সংঘটিত হয়?

উত্তর: ১৭৭০

প্রশ্ন: উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?

উত্তর: ২০০

প্রশ্ন: সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কী?

উত্তর: সমকাল

প্রশ্ন: ‘ইরাটম’ কী?

উত্তর: উন্নত জাতের ধান

প্রশ্ন: পেট্রোলের আগুন পানি দ্বারা নিভানো যায় না কেন?

উত্তর: পেট্রোল পানির সাথে মিশে না এবং পেট্রোল পানির চেয়ে হালকা

বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন: রক্ত জমাট বাঁধতে কোনটি কাজ করে?

উত্তর: অণুচক্রিকা

প্রশ্ন: কোনো শব্দ শোনার পর কত সেকেন্ড এর রেশ মস্তিষ্কে থাকে?

উত্তর: ০.১ সেকেন্ড

প্রশ্ন: থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়। কারণ—

উত্তর: অল্প তাপে বৃদ্ধি পায়

প্রশ্ন: প্রাথমিক বর্ণ নয় কোনটি?

উত্তর: বেগুনি

প্রশ্ন: যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে?

উত্তর: দর্পণ

প্রশ্ন: টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে?

উত্তর: কম্পিউটার স্লো হয়ে যায়

প্রশ্ন: একটি ধাতুর উপর জিঙ্ক-এর প্রলেপ দেওয়াকে কী বলে?

উত্তর: গ্যালভানাইজিং

প্রশ্ন: একখণ্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন—

উত্তর: কমবে

প্রশ্ন: সাধারণ তাপমাত্রায় কোন মেটালিক ধাতু তরল অবস্থায় থাকে?

উত্তর: পারদ

আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন: সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে?

উত্তর: বিকিরণ পদ্ধতিতে

প্রশ্ন: কোনটি চার্জবিহীন?

উত্তর: নিউট্রন

প্রশ্ন: কোনটি সবচেয়ে মূল্যবান ধাতু?

উত্তর: প্লাটিনাম

প্রশ্ন: ফিউজ তার কীসের সংকর?

উত্তর: টিন ও সীসা

প্রশ্ন: এক্সরে আবিষ্কার করেন কে?

উত্তর: রন্টজেন

প্রশ্ন: জীনের বংশগতির বৈশিষ্ট্য বহন করে—

উত্তর: ক্রোমোসোম

প্রশ্ন: সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয়?

উত্তর: অপটিক্যাল ফাইবার

চাকরি পরীক্ষার প্রস্তুতি ২০২৫

প্রশ্ন: কম্পিউটার ভাইরাস কী?

উত্তর: একটি ক্ষতিকারক প্রোগ্রাম

প্রশ্ন: সাবান উৎপাদন কারখানার উপজাত হিসেবে কী উৎপন্ন হয়?

উত্তর: গ্লিসারিন

প্রশ্ন: গ্রিন হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?

উত্তর: নিম্নভূমি নিমজ্জিত হবে

প্রশ্ন: কম্পিউটারে ডাটাবেজ তৈরির জন্য কোন সফটওয়্যারটি বেশি উপযোগী?

উত্তর: এমএস এক্সেস

প্রশ্ন: কী বোর্ডের কোন Key টি সাধারণত Help Key হিসেবে ব্যবহৃত হয়?

উত্তর: F1

প্রশ্ন: ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়?

উত্তর: টাংস্টেন

প্রশ্ন: কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?

উত্তর: নদী

কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৫

প্রশ্ন: কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষাকারী কী?

উত্তর: Firewall

প্রশ্ন: ভোল্টেজ উঠানামা রোধ করার জন্য কী ব্যবহার করা হয়?

উত্তর: স্টাবিলাইজার

প্রশ্ন: অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?

উত্তর: অভ্যন্তরীণ প্রতিফলন

প্রশ্ন: একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কে সংযুক্ত?

উত্তর: LAN

প্রশ্ন: উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম?

উত্তর: চিত্রভিত্তিক

প্রশ্ন: অভিকর্ষ হলো বস্তুর উপর কোন বল?

উত্তর: কেন্দ্রমুখী বল

প্রশ্ন: কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?

উত্তর: মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট

প্রশ্ন: দূরবর্তী স্থানে ইন্টারনেট সংযোগ দিতে কী ব্যবহার করা হয়?

উত্তর: Satellite

সাম্প্রতিক সাধারন জ্ঞান ২য়পর্ব এখানে

প্রশ্ন: Which device is called Silico Sapiens?

উত্তর: Computer

প্রশ্ন: বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি কে?

উত্তর: বিল গেটস

প্রশ্ন: অটোমোবাইলের ব্যাটারিতে যে এসিড থাকে তা কী?

উত্তর: সালফিউরিক এসিড

প্রশ্ন: মোবাইল ফোনের জনক কে?

উত্তর: মার্টিন কুপার

প্রশ্ন: কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়?

উত্তর: পাইথন

প্রশ্ন: ‘অভ্র কী-বোর্ড’ কে তৈরি করেন?

উত্তর: মেহেদী হাসান

Recent Question solution Gk

প্রশ্ন: কী-বোর্ডের ‘ফাংশন-কী’ কয়টি?
উত্তর: ১২টি

প্রশ্ন: ‘সুনামি’ কোন দেশের শব্দ?
উত্তর: জাপান

প্রশ্ন: খাদ্যের উপাদান কয়টি?
উত্তর: ৬টি

প্রশ্ন: শর্করা বা কার্বোহাইড্রেট এর উপাদান কয়টি?
উত্তর: ৩টি

প্রশ্ন: বস্তুর ওজন কোথায় শূন্য হয়?
উত্তর: ভূ-কেন্দ্রে

প্রশ্ন: ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি?
উত্তর: অ্যালুমিনিয়াম

প্রশ্ন: কম্পিউটার ব্রেইন হলো—
উত্তর: মাইক্রোপ্রসেসর

প্রশ্ন: থ্রি জিরো তত্ত্বের উদ্ভাবক কে?
উত্তর: ড. মুহাম্মদ ইউনূস

প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?
উত্তর: ভুটান

General Knowledge

প্রশ্ন: কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষার মর্যাদা দিয়েছে?
উত্তর: সিয়েরা লিওন

প্রশ্ন: বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি?
উত্তর: মিথেন

প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: পদ্মা (নদী রক্ষা কমিশনের মতে) অথবা মেঘনা (পানি উন্নয়ন বোর্ডের মতে)

প্রশ্ন: উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত?
উত্তর: নাটোর

প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম রেল জংশন কোনটি?
উত্তর: পার্বতীপুর

প্রশ্ন: মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব দেওয়া হয়?
উত্তর: ৪টি

প্রশ্ন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনকে বলা হয়—
উত্তর: ডুরান্ড লাইন

প্রশ্ন: কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে?
উত্তর: বাংলাদেশ

প্রশ্ন: মানব উন্নয়ন সূচক-এর মৌলিক নির্দেশক কী?
উত্তর: মাথাপিছু জাতীয় আয়

প্রশ্ন: আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
উত্তর: রাশিয়া

প্রশ্ন: ‘বাকু’ কোন দেশের রাজধানী?
উত্তর: আজারবাইজান

প্রশ্ন: ‘লিরা’ কোন দেশের মুদ্রার নাম?
উত্তর: তুরস্ক

প্রশ্ন: জিব্রাল্টার প্রণালি কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে?
উত্তর: স্পেন ও মরক্কো

আরো দেখুন:

Global Affairs October, 24

সেপ্টেম্বর মাসের দিবস সমূহ 2024

কারেন্ট অ্যাফেয়ার্স সংবাদ পরিক্রমা,সেপ্টেম্বর, ২৪

M@mun

Hasan Al Mamun is a dedicated teacher, blogger, and YouTuber who has achieved great success in his field. He was born to parents Shahjahan Topodar and Masrura Begum and grew up with a love for learning and exploration. After completing his Bachelor's degree, Hasan pursued a Master's degree in Accounting and excelled in his studies. He then began his career as a teacher, sharing his knowledge and passion for accounting with his students. In addition to teaching, Hasan is also an avid blogger and YouTuber, creating content that educates and inspires his viewers. His YouTube channel, "My Classroom," has grown to an impressive 240,000 subscribers, earning him a silver play button from YouTube. Hasan's interests include book reading, travelling, gardening, and writing, and he often incorporates these passions into his work. He strives to create an honest and supportive community in all of his endeavors, encouraging his followers to learn and grow alongside him. Overall, Hasan Al Mamun is a talented and dedicated individual who has made a significant impact in the fields of education, blogging, and content creation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button