গ্লোবাল অ্যাফেয়ার্স মে,২৪
গ্লোবাল অ্যাফেয়ার্স মে, ২৪ জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন। সাম্প্রতিক সকল চাকরি ও ভর্তি পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এরমত গ্লোবাল অ্যাফেয়ার্সও সমান জনপ্রিয়। সাম্প্রতিক সকল সাধারন জ্ঞান এর জন্য মাই ক্লাসরুম চ্যনেলটি ফলো করুন। তো চলুন শুরু করি-
প্রশ্ন : সর্বশেষ কোন ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী‘ গ্রন্থটি অনূদিত হয়েছে?
উত্তর : জংখ্যা (ভুটানি ভাষা); অনুবাদক- দাশো কর্মা উড়া ।
প্রশ্ন : বাংলাদেশ-ভুটান যৌথ উদ্যোগে জিটুজি ভিত্তিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা
হচ্ছে কোথায়?
উত্তর: মাধবরাম, কুড়িগ্রাম
প্রশ্ন : সরকার সম্প্রতি ODOP-এর পরিবর্তে নতুন কোন কর্মসূচি চালু করেছে?
উত্তর : OVOP (একটি গ্রাম একটি পণ্য)।
প্রশ্ন : বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি- চিন ন্যাশনাল ফ্রন্ট (KNF)- এর প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর: নাথান বম ।
প্রশ্ন: জৈবপ্রযুক্তি ব্যবহার করে দেশে তৈরি হওয়া প্রথম ‘বায়োলজিক ওষুধ‘-এর বাণিজ্যিক নাম কী?
উত্তর : GBpoietin
প্রশ্ন : স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকার অন্যতম নকশাকার শিবনারায়ণ দাশ কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯ এপ্রিল ২০২৪।
প্রশ্ন : ৯ এপ্রিল ২০২৪ কোন দুই সিটি করপোরেশনের মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়?
উত্তর: খুলনা ও রাজশাহী সিটি করপোরেশন।
প্রশ্ন : দেশের মানুষের গড় আয়ু কত?
উত্তর: ৭২.৩ বছর (পুরুষ ৭০:৮ বছর; নারী ৭৩.৮ বছর)।
প্রশ্ন : এক বছরের কমবয়সি শিশুদের মৃত্যুর হার কত?
উত্তর: ২৭ জন (প্রতি হাজারে)।
প্রশ্ন : সাত বছরের বেশি বয়সি জনসংখ্যার মধ্যে সাক্ষরতার হার কত?
উত্তর: ৭৭.৯% ।
প্রশ্ন : দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর (১৫-৬৪ বছর বয়সি) হার কত?
উত্তর : ৬৫.০৮%
প্রশ্ন : সম্প্রতি কোন দেশ ব্যবসায়ের জন্য বিদেশিদের ‘গোল্ডেন বিজনেস লাইসেন্স‘ প্রদানের ঘোষণা দিয়েছে?
উত্তর: সংযুক্ত আরব আমিরাত ।
প্রশ্ন : ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া ১৪২তম দেশের নাম কী?
উত্তর: জ্যামাইকা ।
প্রশ্ন : মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে কোন দল?
উত্তর : পিপলস ন্যাশনাল কংগ্রেস (PNC)।
প্রশ্ন : ৩১ মার্চ ২০২৪ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে কোন দুটি দেশ?
উত্তর : রোমানিয়া ও বুলগেরিয়া (শেনজেনভুক্ত দেশ ২৯টি)।
প্রশ্ন : কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ন্ত্রণে বিশ্বে প্রথম আইন জারি করেছে কোন সংস্থা?
উত্তর: ইউরোপীয় ইউনিয়ন (EU) ।
প্রশ্ন : জাতিসংঘ সনদের কোন অনুচ্ছেদের অধীনে অন্য কোনো দেশে সামরিক শক্তি প্রয়োগ নিষিদ্ধ?
উত্তর: ২(৪) নং অনুচ্ছেদ।
প্রশ্ন : ইসরায়েল কবে দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায়?
উত্তর: ১ এপ্রিল ২০২৪।
প্রশ্ন : ইসরায়েলি ভূখণ্ডে প্রথমবারের মতো ইরান হামলা চালায় কবে?
উত্তর: ১৩ এপ্রিল ২০২৪।
প্রশ্ন : ১৩ এপ্রিল ২০২৪ ইসরায়েলে পরিচালিত ইরানের বিশেষ সামরিক অভিযানের নাম কী?
উত্তর: True Promise
প্রশ্ন : সম্প্রতি আবিষ্কৃত কৃষ্ণগহ্বরের নাম কী?
উত্তর: Gaia BH3
প্রশ্ন : টিউরিং অ্যাওয়ার্ড ২০২৩ লাভ করেন কে?
উত্তর : এভি উইগডারসন (ইসরায়েল)।
প্রশ্ন : ১২ এপ্রিল ২০২৪ IMF-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পুনঃনির্বাচিত হন কে?
উত্তর: ক্রিস্টালিনা জর্জিয়েভা ।
প্রশ্ন : প্রথম বাংলাদেশি নারী হিসেবে বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক‘ হিসেবে নিয়োগ লাভ করেন কে?
উত্তর: শরিফা খান ।
প্রশ্ন : স্কাইট্র্যাক্সের সর্বশেষ জরিপ অনুযায়ী বিশ্বের সেরা বিমানবন্দর কোনটি?
উত্তর : হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর (কাতার)।
প্রশ্ন : প্রথম বাংলাদেশি হিসেবে Forbes বিলিয়নিয়ার তালিকায় স্থান পান কে?
উত্তর: মুহাম্মদ আজিজ খান; সামিট গ্রুপের চেয়ারম্যান ।
প্রশ্ন : মার্কিন সাময়িকী টাইম-এর ২০২৪ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান লাভ করে কোন বাংলাদেশি?
উত্তর: মেরিনা তাবাসসুম।
প্রশ্ন : উইজডেনের চোখে ২০২৩ সালের মেয়েদের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড‘ নির্বাচিত হন কে?
উত্তর: ন্যাট সিভার-ব্রান্ট (ইংল্যান্ড)।
প্রশ্ন : ২৮ মার্চ ২০২৪ প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন কে?
উত্তর : শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ।
প্রশ্ন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ কে?
উত্তর : মুশতাক আহমেদ (পাকিস্তান)।
প্রশ্ন : আইসিসি কর্তৃক আন্তর্জাতিক প্যানেলে ম্যাচ রেফারি মনোনীত হন কোন বাংলাদেশি নারী?
উত্তর: সুপ্রিয়া রানী দাস ।