Update Gk

২০২৩-২৪ বাজেট থেকে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

প্রশ্ন: ২০২৩-২৪ এর বাজেট ঘোষনা করেন কে?

উত্তর: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

প্রশ্ন: ২৩-২৪ বাজেট ঘোষনা করা হয় কত তারিখে?

উত্তর: ১ জুন, ২০২২

প্রশ্ন: সম্প্রতি ঘোষিত বাজেট অর্থমন্ত্রীর কততম বাজেট?

উত্তর: ৫ম

প্রশ্ন: ২০২৩-২৪ এর বাজেট বাংলাদেশের কততম বাজেট?

উত্তর: ৫২তম

প্রশ্ন: সম্প্রতি ঘোষিত ২৩-২৪ বাজেটের আকার-

উত্তর: ৭, ৬১, ৭৮৫ (সাত লাখ একষট্রি হাজার সাতশত পঁচাশি) কোটি টাকা

প্রশ্ন: নতুন বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত?

উত্তর: ৭.৫%

প্রশ্ন: ২৩-২৪ বাজেটে মূল্যস্ফীতি ধরা হয়-

উত্তর: ৬%

প্রশ্ন: মোট জিডিপি হবে-

উত্তর: ৪৪, ৩৯, ২৭৩ (চুয়াল্লিশ লাখ উনচল্লিশ হাজার দুইশত তিয়াত্তর) কোটি টাকা

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩-২৪ বাজেট

প্রশ্ন: বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) তে বরাদ্দ-

উত্তর: ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা

প্রশ্ন: ২৩-২৪ বাজেট অনুযায়ী সরকারের সম্ভাব্য রাজস্ব আয়ের লক্ষ্যাত্রা কত?

উত্তর: ৫লাখ হাজার কোটি টাকা

প্রশ্ন: ঘাটটিত বাজেটের আকার কত?

উত্তর: ২, ৬১, ৭৮৫ (দুই লাখ একষট্রি হাজার সাতশত পঁচাশি) কোটি টাকা

প্রশ্ন: চরম দারিদ্র্যের হার কত?

উত্তর: ৫.৬%।

প্রশ্ন: জিডিপিতে খাতওয়ারি অবদানের হার-

            কৃষি- ১১.২০%

            শিল্প- ৩৭.৫৬%

            সেবা- ৫১.২৪%।

বাজেট বরাদ্দ কোন খাতে কত টাকা?

এক নজরে ২০২৩-২৪ এর অর্থবছরের বাজেট (কোন খাতে কত বরাদ্দ- টাকা হিসাব করা হয়েছে কোটি টাকায়)

  •  শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ- ১,০৪,১৩৯ কোটি টাকা
  •  সুদ পরিশোধে বরাদ্দ- ৯৪,৪৪১
  •  পরিবহন ও যোগাযোগ খাতে- ৮৬, ২০৮
  •  স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন- ৪৯,৩৪২
  •  স্বাস্থ্য খাতে বরাদ্দ- ৩৮,০৫০
  •  সামাজিক কল্যাণ ও নিরাপত্তা- ৩৫,৩৩৫
  • প্রতিরক্ষা খাতে বরাদ্দ – ৩৪,৯২২
  •  জ্বালানী ও বিদুৎ – ৩৪,৮১৯
  •  পেনশন ও গ্রাচুইটি- ৩২,৮৬৯
  •  জনশৃংখলা ও নিরাপত্তা- ৩১, ০০৮
  •  কৃষি- ২৬,১৭০

রাজস্ব আয় কোন খাত থেকে কত টাকা-

  •  আয় ও মুনাফা থেকে কর (১,৫৩,২৬০ কোটি টাকা)
  •  সম্পূরক শুল্ক (৬০,৭০৩ কোটি টাকা)
  •  কর ব্যতীত রাজস্ব (৫০,০০০ কোটি টাকা)
  •  আমদানি শুল্ক (৪৬,০১৫ কোটি টাকা)
  •  এনবিআরের বাইরের কর (২০,০০০ কোটি টাকা)
  •  এনবিআরের অন্যান্য আদায় (৬,১৮৫ কোটি টাকা)

প্রশ্ন: বাজেটে ব্যক্তি শ্রেনীর করমুক্ত আয়ের সীমা কত?

উত্তর: ৩ লাখ ৫০ হাজার টাকা

প্রশ্ন: নারী ও ৬৫ উর্ধ্বদের জন্য করমুক্ত আয়ের সীমা কত?

উত্তর: ৪ লাখ টাকা

প্রশ্ন: যুদ্ধাহত মুক্তিযোদ্ধার জন্য করমুক্ত আয়ের সীমা কত?

উত্তর: ৫ লাখ টাকা

প্রশ্ন: ৩য় লিঙ্গ ও প্রতিবন্ধী  ব্যক্তির জন্য করমুক্ত আয়ের সীমা কত?

উত্তর: ৪ লাখ ৭৫ হাজার টাকা

প্রশ্ন: প্রতিবন্ধী ব্যক্তির মা-বাবা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য বরাদ্দ কত?

উত্তর: ৫ লাখ টাকা

প্রশ্ন: বর্তমান বাজেটে নূন্যতম কর কত টাকা?

উত্তর: ২০০০ টাকা (টিন সার্টিফিকেট আছে আয় নেই)

প্রশ্ন: নূন্যতম করের পরিমাণ কত?

উত্তর: ৫০০০ টাকা ( ঢাকা উত্তর ও দক্ষিন  এবং চট্রগ্রাম সিটি কর্পোরেশনের করদাতাদের জন্য)

প্রশ্ন: ঢাকা ছাড়া অন্যান্য সিটি কর্পোরেশনের নূন্যতম করেরর পরিমাণ কত টাকা?

উত্তর: ৪,০০০ টাকা

প্রশ্ন: জেলা সদরের পৌর এলাকার জন্য নূন্যতম করের পরিমান কত টাকা?

উত্তর: ৩০০০ টাকা

প্রশ্ন: সর্বোচ্চ করের হার কত?

উত্তর: ৩০%

M@mun

Hasan Al Mamun is a dedicated teacher, blogger, and YouTuber who has achieved great success in his field. He was born to parents Shahjahan Topodar and Masrura Begum and grew up with a love for learning and exploration. After completing his Bachelor's degree, Hasan pursued a Master's degree in Accounting and excelled in his studies. He then began his career as a teacher, sharing his knowledge and passion for accounting with his students. In addition to teaching, Hasan is also an avid blogger and YouTuber, creating content that educates and inspires his viewers. His YouTube channel, "My Classroom," has grown to an impressive 240,000 subscribers, earning him a silver play button from YouTube. Hasan's interests include book reading, travelling, gardening, and writing, and he often incorporates these passions into his work. He strives to create an honest and supportive community in all of his endeavors, encouraging his followers to learn and grow alongside him. Overall, Hasan Al Mamun is a talented and dedicated individual who has made a significant impact in the fields of education, blogging, and content creation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button